
দক্ষিণ আফ্রিকার কাছে সমাপ্ত টেস্ট সিরিজে বাংলাদেশ নিজেদের মাঠে মারাত্মক নাকানিচুবানি খেয়েছে। কাগিসো রাবাদার আগুনে বোলিংয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছেন মুশফিকুর রহিম-মাহমুদুল হাসান জয়রা। দক্ষিণ আফ্রিকার পেসার এবার জায়গা করে নিয়েছেন আইসিসির মাসসেরাদের তালিকায়।
আইসিসি আজ এক বিজ্ঞপ্তিতে অক্টোবরের সেরা ক্রিকেটারের মনোনয়নপ্রাপ্ত তিন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। এখানে রাবাদার প্রতিদ্বন্দ্বী হলেন নোমান আলী ও মিচেল স্যান্টনার। গত মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছিলেন রাবাদা। প্রোটিয়া পেসার দুই বার ইনিংসে ৫ উইকেটের কীর্তি গড়েছিলেন। সিরিজসেরাও হয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে রাবাদার গত মাসে উইকেট এই ১৪টিই। তাঁর সঙ্গে ১৪ উইকেট নিয়ে ওয়াশিংটন সুন্দর যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারী।
নোমান, স্যান্টনার এই দুই ক্রিকেটারও অক্টোবরে দারুণ ভেলকি দেখিয়েছেন। গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছিলেন নোমান। সবকটি উইকেটই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে। সর্বোচ্চ উইকেটশিকারীও তিনি। খেলেছিলেন কেবল ২ টেস্ট। যার মধ্যে মুলতানে দ্বিতীয় টেস্টে নেন ১১ উইকেট। এই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে নিয়েছিলেন ৮ উইকেট। যা তাঁর টেস্টে এক ইনিংসে সেরা বোলিংয়ের কীর্তি। টেস্টে এক ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তিও নোমানের জন্য এটা প্রথম।
অক্টোবরে রীতিমতো তাক লাগানো বোলিং করেন স্যান্টনার। আন্তর্জাতিক ক্রিকেটে ১ ম্যাচ খেলেই কিউই এই বাঁহাতি স্পিনার নেন ১৩ উইকেট। এটা তাঁর টেস্টে এক ম্যাচে সেরা বোলিং কীর্তি। পুনেতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে এমন ভেলকি দেখান তিনি। তাঁর সমান ১৩ উইকেট আন্তর্জাতিক ক্রিকেটে গত মাসে পেয়েছিলেন আরও ৪ বোলার। তাঁদের মধ্যে আছেন তাইজুল ইসলামও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচে বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার পেয়েছিলেন ১৩ উইকেট।

দক্ষিণ আফ্রিকার কাছে সমাপ্ত টেস্ট সিরিজে বাংলাদেশ নিজেদের মাঠে মারাত্মক নাকানিচুবানি খেয়েছে। কাগিসো রাবাদার আগুনে বোলিংয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছেন মুশফিকুর রহিম-মাহমুদুল হাসান জয়রা। দক্ষিণ আফ্রিকার পেসার এবার জায়গা করে নিয়েছেন আইসিসির মাসসেরাদের তালিকায়।
আইসিসি আজ এক বিজ্ঞপ্তিতে অক্টোবরের সেরা ক্রিকেটারের মনোনয়নপ্রাপ্ত তিন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। এখানে রাবাদার প্রতিদ্বন্দ্বী হলেন নোমান আলী ও মিচেল স্যান্টনার। গত মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছিলেন রাবাদা। প্রোটিয়া পেসার দুই বার ইনিংসে ৫ উইকেটের কীর্তি গড়েছিলেন। সিরিজসেরাও হয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে রাবাদার গত মাসে উইকেট এই ১৪টিই। তাঁর সঙ্গে ১৪ উইকেট নিয়ে ওয়াশিংটন সুন্দর যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারী।
নোমান, স্যান্টনার এই দুই ক্রিকেটারও অক্টোবরে দারুণ ভেলকি দেখিয়েছেন। গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছিলেন নোমান। সবকটি উইকেটই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে। সর্বোচ্চ উইকেটশিকারীও তিনি। খেলেছিলেন কেবল ২ টেস্ট। যার মধ্যে মুলতানে দ্বিতীয় টেস্টে নেন ১১ উইকেট। এই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে নিয়েছিলেন ৮ উইকেট। যা তাঁর টেস্টে এক ইনিংসে সেরা বোলিংয়ের কীর্তি। টেস্টে এক ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তিও নোমানের জন্য এটা প্রথম।
অক্টোবরে রীতিমতো তাক লাগানো বোলিং করেন স্যান্টনার। আন্তর্জাতিক ক্রিকেটে ১ ম্যাচ খেলেই কিউই এই বাঁহাতি স্পিনার নেন ১৩ উইকেট। এটা তাঁর টেস্টে এক ম্যাচে সেরা বোলিং কীর্তি। পুনেতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে এমন ভেলকি দেখান তিনি। তাঁর সমান ১৩ উইকেট আন্তর্জাতিক ক্রিকেটে গত মাসে পেয়েছিলেন আরও ৪ বোলার। তাঁদের মধ্যে আছেন তাইজুল ইসলামও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচে বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার পেয়েছিলেন ১৩ উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৪ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৬ ঘণ্টা আগে