
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি সাকিব আল হাসান। সাকিবের পরিবর্তে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ হেরেছে বাজেভাবে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরেছেন অধিনায়ক সাকিব। টস জিতে ব্যাটিং নিতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে এই ম্যাচে টসের ভাগ্য বাংলাদেশের পক্ষে আসেনি। টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ।
আগের ম্যাচের মতো আজও খেলা হচ্ছে না টেম্বা বাভুমার। বাভুমার পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত প্রোটিয়া অধিনায়ক।
দুটি দলই তাদের একাদশে একটি করে পরিবর্তন এনেছে। তাওহীদ হৃদয়ের জায়গায় একাদশে এসেছেন সাকিব। টসের পর বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আজ আমাদের গুরুত্বপূর্ণ এক ম্যাচ। সেরা ক্রিকেট খেলেই দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে। প্রথমে বোলিং করায় আমি কিছু মনে করছি না। যদি তাদের অল্প রানের মধ্যে আটকে দেওয়া যায়, তাহলে রান তাড়া করতে পারব।’
তানজিদ হাসান তামিম, লিটন দাস—দুই ওপেনারের সঙ্গে আছেন অভিজ্ঞ তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের পাশাপাশি অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব, মিরাজের সঙ্গে স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ। অন্যদিকে এই ম্যাচেও খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ—এই তিন পেসার আছেন বাংলাদেশের একাদশে।
বাংলাদেশের একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক) নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকার একাদশ:
এইডেন মার্করাম (অধিনায়ক), রিজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, লিজাড উইলিয়ামস, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েটজি।

ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি সাকিব আল হাসান। সাকিবের পরিবর্তে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ হেরেছে বাজেভাবে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরেছেন অধিনায়ক সাকিব। টস জিতে ব্যাটিং নিতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে এই ম্যাচে টসের ভাগ্য বাংলাদেশের পক্ষে আসেনি। টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ।
আগের ম্যাচের মতো আজও খেলা হচ্ছে না টেম্বা বাভুমার। বাভুমার পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত প্রোটিয়া অধিনায়ক।
দুটি দলই তাদের একাদশে একটি করে পরিবর্তন এনেছে। তাওহীদ হৃদয়ের জায়গায় একাদশে এসেছেন সাকিব। টসের পর বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আজ আমাদের গুরুত্বপূর্ণ এক ম্যাচ। সেরা ক্রিকেট খেলেই দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে। প্রথমে বোলিং করায় আমি কিছু মনে করছি না। যদি তাদের অল্প রানের মধ্যে আটকে দেওয়া যায়, তাহলে রান তাড়া করতে পারব।’
তানজিদ হাসান তামিম, লিটন দাস—দুই ওপেনারের সঙ্গে আছেন অভিজ্ঞ তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের পাশাপাশি অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব, মিরাজের সঙ্গে স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ। অন্যদিকে এই ম্যাচেও খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ—এই তিন পেসার আছেন বাংলাদেশের একাদশে।
বাংলাদেশের একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক) নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকার একাদশ:
এইডেন মার্করাম (অধিনায়ক), রিজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, লিজাড উইলিয়ামস, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েটজি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৪০ মিনিট আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
৩ ঘণ্টা আগে