Ajker Patrika

টসে সাকিবের চাওয়া পূরণ হলো না

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৪: ২৫
টসে সাকিবের চাওয়া পূরণ হলো না

ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি সাকিব আল হাসান। সাকিবের পরিবর্তে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ হেরেছে বাজেভাবে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরেছেন অধিনায়ক সাকিব। টস জিতে ব্যাটিং নিতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে এই ম্যাচে টসের ভাগ্য বাংলাদেশের পক্ষে আসেনি। টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। 

আগের ম্যাচের মতো আজও খেলা হচ্ছে না টেম্বা বাভুমার। বাভুমার পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত প্রোটিয়া অধিনায়ক। 

দুটি দলই তাদের একাদশে একটি করে পরিবর্তন এনেছে। তাওহীদ হৃদয়ের জায়গায় একাদশে এসেছেন সাকিব। টসের পর বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আজ আমাদের গুরুত্বপূর্ণ এক ম্যাচ। সেরা ক্রিকেট খেলেই দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে। প্রথমে বোলিং করায় আমি কিছু মনে করছি না। যদি তাদের অল্প রানের মধ্যে আটকে দেওয়া যায়, তাহলে রান তাড়া করতে পারব।’ 

তানজিদ হাসান তামিম, লিটন দাস—দুই ওপেনারের সঙ্গে আছেন অভিজ্ঞ তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের পাশাপাশি অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব, মিরাজের সঙ্গে স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ। অন্যদিকে এই ম্যাচেও খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ—এই তিন পেসার আছেন বাংলাদেশের একাদশে। 

বাংলাদেশের একাদশ:  
সাকিব আল হাসান (অধিনায়ক) নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। 

দক্ষিণ আফ্রিকার একাদশ:  
এইডেন মার্করাম (অধিনায়ক), রিজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, লিজাড উইলিয়ামস, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েটজি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত