নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথম শিরোপা জয়ের উচ্ছ্বাস যেমন হয়, ঠিক সে রকম উদ্যাপন করেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে আবাহনীর পেসার তানজিম হাসান সাকিবকে নুরুল হাসান সোহান চার মেরে জয় নিশ্চিত হতেই ডাগআউট থেকে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ফেটে পড়েন শেখ জামাল খেলোয়াড়েরা। সুপার লিগে এক ম্যাচ হাতে রেখে এবারের ডিপিএল শিরোপা ঘরে তুলল শেখ জামাল। আবাহনীকে তারা হারিয়েছে ৪ উইকেটে।
জিতলেই শিরোপা এমন সমীকরণ নিয়ে আজ মিরপুরে আবাহনীর বিপক্ষে খেলতে নেমেছিল শেখ জামাল। শিরোপা জয় উদ্যাপনের প্রস্তুতি নিয়েই মাঠে এসেছিল দলটি। ম্যাচজুড়ে গ্যালারিতে শেখ জামালের হয়ে গলা ফাটিয়েছে একঝাঁক খুদে ক্রিকেটার। আবাহনীকে ২২৯ রানের মধ্যে বেঁধে রেখে শিরোপা জয়ের পথে প্রথম ভাগের কাজটা সেরে রেখেছিলেন বোলাররা। বাকি কাজটা সারেন ব্যাটাররা।
অবশ্য আবাহনীর লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ভালো অবস্থায় ছিল না শেখ জামাল। ৩২ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার সৈকত আলী (১৭) আর সাইফ হাসান (১৫)। দলকে বেশি দূর টানতে পারেননি দুই অভিজ্ঞ ব্যাটার ইমরুল কায়েস আর মুশফিকুর রহিম। অধিনায়ক ইমরুল করেন ১৫, মুশফিকের ব্যাট থেকে আসে ১৭ রান।
৭২ রানের মধ্যে ৪ উইকেট হারানো শেখ জামালের দায়িত্ব আরেকবার নিজের কাঁধে তুলে নেন নুরুল হাসান সোহান। প্রথমে পারভেজ রাসুলের সঙ্গে ৭২ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। ৩৩ রান করে রাসুল আউট হয়ে গেলে জিয়াউর রহমানকে নিয়ে বাকি কাজটা সারেন সোহান। ৮ চার ও ১ ছক্কায় ৮১ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন সোহান। ৪ চার আর ২ ছক্কায় ২৬ বলে ৩৯ রান আসে সোহানের ব্যাট থেকে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ব্যাটিংয়ে ভালো করতে পারেনি আবাহনীও। তবু মোহাম্মদ সাইফউদ্দিনের অপরাজিত ৪৪ রানের ইনিংসে লড়ার মতো পুঁজি পায় তারা। যদিও শেষ পর্যন্ত ম্যাচটা হারতে হয়েছে আবাহনীকে।

প্রথম শিরোপা জয়ের উচ্ছ্বাস যেমন হয়, ঠিক সে রকম উদ্যাপন করেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে আবাহনীর পেসার তানজিম হাসান সাকিবকে নুরুল হাসান সোহান চার মেরে জয় নিশ্চিত হতেই ডাগআউট থেকে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ফেটে পড়েন শেখ জামাল খেলোয়াড়েরা। সুপার লিগে এক ম্যাচ হাতে রেখে এবারের ডিপিএল শিরোপা ঘরে তুলল শেখ জামাল। আবাহনীকে তারা হারিয়েছে ৪ উইকেটে।
জিতলেই শিরোপা এমন সমীকরণ নিয়ে আজ মিরপুরে আবাহনীর বিপক্ষে খেলতে নেমেছিল শেখ জামাল। শিরোপা জয় উদ্যাপনের প্রস্তুতি নিয়েই মাঠে এসেছিল দলটি। ম্যাচজুড়ে গ্যালারিতে শেখ জামালের হয়ে গলা ফাটিয়েছে একঝাঁক খুদে ক্রিকেটার। আবাহনীকে ২২৯ রানের মধ্যে বেঁধে রেখে শিরোপা জয়ের পথে প্রথম ভাগের কাজটা সেরে রেখেছিলেন বোলাররা। বাকি কাজটা সারেন ব্যাটাররা।
অবশ্য আবাহনীর লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ভালো অবস্থায় ছিল না শেখ জামাল। ৩২ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার সৈকত আলী (১৭) আর সাইফ হাসান (১৫)। দলকে বেশি দূর টানতে পারেননি দুই অভিজ্ঞ ব্যাটার ইমরুল কায়েস আর মুশফিকুর রহিম। অধিনায়ক ইমরুল করেন ১৫, মুশফিকের ব্যাট থেকে আসে ১৭ রান।
৭২ রানের মধ্যে ৪ উইকেট হারানো শেখ জামালের দায়িত্ব আরেকবার নিজের কাঁধে তুলে নেন নুরুল হাসান সোহান। প্রথমে পারভেজ রাসুলের সঙ্গে ৭২ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। ৩৩ রান করে রাসুল আউট হয়ে গেলে জিয়াউর রহমানকে নিয়ে বাকি কাজটা সারেন সোহান। ৮ চার ও ১ ছক্কায় ৮১ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন সোহান। ৪ চার আর ২ ছক্কায় ২৬ বলে ৩৯ রান আসে সোহানের ব্যাট থেকে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ব্যাটিংয়ে ভালো করতে পারেনি আবাহনীও। তবু মোহাম্মদ সাইফউদ্দিনের অপরাজিত ৪৪ রানের ইনিংসে লড়ার মতো পুঁজি পায় তারা। যদিও শেষ পর্যন্ত ম্যাচটা হারতে হয়েছে আবাহনীকে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৮ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৮ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৯ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১১ ঘণ্টা আগে