Ajker Patrika

দুর্দান্ত জয়ে ফাইনালে বিসিবি এইচপি

দুর্দান্ত জয়ে ফাইনালে বিসিবি এইচপি

১৩৮ রানের পুঁজি নিয়ে বর্তমান যুগে টি-টোয়েন্টিতে বড়জোড় লড়াইটা জমিয়ে দেওয়া যায়। জয়ের আশা করা একটু কঠিনই। তবে আকবর আলীর নেতৃত্বাধীন বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল যে অন্য ধাতুতে গড়া। ডারউইনের ম্যারারা ওভালে আজ এনটি স্ট্রাইক পাত্তাই পেল না এইচপির বোলিংয়ের কাছে। 

অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড সিরিজের সেমিফাইনালে ওঠাই অবশ্য বিসিবি এইচপির কাছে বহু দূরের পথ মনে হচ্ছিল। ডারউইনের টিআইও স্টেডিয়ামে গতকাল পার্থ স্করচার্সের কাছে প্রায় হেরেই গিয়েছিলেন আকবর-তানজিদ হাসান তামিমরা। সেখানে মাহফুজুর রহমান রাব্বির ১৩ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংসে ভর করে সেমির টিকিট কাটে বিসিবি এইচপি। সেই ধারাবাহিকতায় আজ ম্যারারা ওভালে এনটি স্ট্রাইককে ২১ রানে হারিয়ে ফাইনালে পৌঁছল এইচপি। একই মাঠে আজই ফাইনালে বিসিবি এইচপি খেলবে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি। ডারউইনের টিআইও স্টেডিয়ামে অপর সেমিফাইনালে পাকিস্তান শাহিনসকে ৩০ রানে হারিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স।

মেলবোর্ন রেনেগেডসকে উড়িয়ে দেওয়ার পর তাসমানিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে টানা দুই ম্যাচ হারে বিসিবি এইচপি। তাসমানিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্স ৩ ও ৮ উইকেটে হারিয়েছে আকবর-তানজিদ হাসান তামিমদের। যার মধ্যে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচটি ছিল গতকাল ডারউইনের ম্যারারা ওভালে। সেই ম্যাচের ২৪ ঘণ্টা পর আজ ডারউইনের টিআইও স্টেডিয়ামে এসিটি কোমেটকে ৬ উইকেটে হারিয়েছে বিসিবি এইচপি। 

১৩৯ রানের লক্ষ্যে সাবলীলভাবে এগোতে থাকে এনটি স্ট্রাইক।প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৯ রান করেছে তারা। এনটি স্ট্রাইকের সাবলীলভাবে চলার পথে ভাঙন ধরানোর সূচনা করেন আলিস আল ইসলাম। সপ্তম ওভারের চতুর্থ বলে ডি আরসি শর্টকে ফেরান আলিস। ১৭ বলে ১ ছয়ে ১৫ রান করেন শর্ট। এনটি স্ট্রাইকের স্কোর হয়ে যায় ৬.৪ ওভারে ১ উইকেটে ৪১ রান। যা তাদের ইনিংসের সর্বোচ্চ জুটি।

উদ্বোধনী জুটি ভাঙার পর উদভ্রান্ত পথিকের মতো অবস্থা হয়ে যায় এনটি স্ট্রাইকের। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটির স্কোর হয়ে যায় ১২.৫  ওভারে ৫ উইকেটে ৭১ রান। যেখানে ১৩তম ওভারে রিপন মন্ডল দুটি উইকেট নিয়েছেন। উইকেট হারানোর পাশাপাশি রান তোলার জন্য ওভারপ্রতি রানরেটও বাড়তে থাকে এনটি স্ট্রাইকের। হাতে ৫ উইকেট নিয়ে শেষ ৪৩ বলে তাদের দরকার হয় ৬৮ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১১৭ রান করে এনটি স্ট্রাইক।

এনটি স্ট্রাইকের  ইনিংস সর্বোচ্চ ৩৪ রান করেন এনটি স্ট্রাইকের ওপেনার জেক ওয়াদারল্ড। ২৯ বলের ইনিংসে ৩ চার ও ১ ছক্কা মেরেছেন। টুর্নামেন্ট জুড়ে ছন্দে থাকা এইচপির রিপন আজ নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেছেন ৩৬ রান। সবচেয়ে কম রান দিয়েছেন রাকিবুল হাসান। ৪ ওভারে ১৫ রানে নেন ২  উইকেট।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ রানেই ভেঙে যায় বিসিবি এইচপির উদ্বোধনী জুটি। ইনিংসের পঞ্চম বলে এইচপি ওপেনার জিসান আলমকে ফেরান ম্যাট হ্যামন্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটির স্কোর এক পর্যায়ে হয়ে যায় ১২.২  ওভারে ৫ উইকেটে ৭৭ রান। এমন পরিস্থিতিতে ৬ নম্বরে নামা শামীম হোসেন পাটোয়ারী দলের হাল ধরেন। ৩৪ বলে ৪ চারে ৪১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। যা এইচপির ইনিংস সর্বোচ্চ রান। ২০ ওভারে ৬ উইকেটে ১৩৮ রান করে আকবরের দল। সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন এনটি স্ট্রাইকের ম্যাট হ্যামন্ড। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ফাইনালে পারলেন না জুমার-ঊর্মি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
রুপা হাতে জুমার-ঊর্মি। ছবি: ব্যাডমিন্টন ফেডারেশন
রুপা হাতে জুমার-ঊর্মি। ছবি: ব্যাডমিন্টন ফেডারেশন

প্রথম সেটে দারুণ লড়াই করেও পারলেন না আল আমিন জুমার ও ঊর্মি আক্তার। দ্বিতীয় সেটের শুরুতেও পাল্লা দেওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা। সেই দম আর পরে ধরে রাখতে পারেননি। ফলে রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হয়। ইউনেক্স-সানরাইজ ব্যাডমিন্টন টুর্নামেন্টের মিশ্র দ্বৈতের ফাইনালে আজ তাঁদের ২৭-২৫, ২১-১৪ গেমে হারিয়ে সোনা জিতেছে মালয়েশিয়ার দাতু আনিফ ইসাক দাতু আসরা ও ক্লারিসা সান জুটি।

পল্টনের শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে প্রথম সেটে শুরুর কয়েকটি পয়েন্ট মালয়েশিয়ান জুটি আদায় করে বেশ সহজেই। তবে এরপর ঘুরে দাঁড়ান জুমার-ঊর্মি। টাইব্রেকারে নিয়ে যান সেট। ২৫ পয়েন্টের পর আর পেরে ওঠেননি তারা। দ্বিতীয় সেটে একটা সময় পয়েন্ট ছিল ১২-১২। এরপর মালয়েশিয়ার জুটি দেখায় একচ্ছত্র আধিপত্য।

রুপা জিতে ৮৪০ ডলার প্রাইজমানি পেয়েছেন জুমার-ঊর্মি। একইসঙ্গে তাঁদের ১ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছেন ব্যাডমিন্টনের সভাপতি হাবিব উল্যা ডন।  ফাইনাল শেষে উর্মি আক্তার পৃষ্ঠপোষকহীনতা ও কম প্রশিক্ষণকে দায়ী করলেন, ‘ওদের সঙ্গে আমাদের অনেক পার্থক্য। ওদের ড্রেস দেখলেই বুঝবেন। ওরা বড় বড় স্পন্সর নিয়ে খেলে। আমাদের সেভাবে কোনো স্পন্সর নেই। দীর্ঘ মেয়াদী ট্রেনিংয়ের সুবিধা নেই। আমরাও যদি ওদের মতো সব ধরনের সুবিধা পেতাম, তাহলে আরও অনেকদূর যেতে পারতাম। কারণ ওরাও মানুষ, আমরাও মানুষ।’

খানিকটা মিশ্র প্রতিক্রিয়া জুমারের, ‘প্রথমবারের মতো আমরা কোনো আন্তর্জাতিক ইভেন্টের ফাইনালে উঠতে পেরেছি এটা যেমন আনন্দের, তেমনি চ্যাম্পিয়ন হতে না পেরে একটু তো খারাপ লাগছেই।’

গতকাল পুরুষ এককে ভারতের মেইরাবা মাইসনাম, নারী এককে যুক্তরাষ্ট্রের ইশিকা জয়সওয়াল, পুরুষ দ্বৈতে ভারতের নিরঞ্জন নন্দকুমার ও রুবেন কুমার এবং নারী দ্বৈতে থাইল্যান্ডের ফাত্তারিন ও সারিসা জানপেং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সিলেটে ২০০ টাকায় দেখা যাবে বিপিএল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
প্রস্তুতি শুরু করেছে সিলেট স্ট্রাইকার্স।ফাইল ছবি
প্রস্তুতি শুরু করেছে সিলেট স্ট্রাইকার্স।ফাইল ছবি

বাজতে শুরু করেছে বিপিএলের দামামা। ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টের ১২ তম আসর। কাল বিকেল ৪টা থেকে পাওয়া যাবে সিলেট পর্বের টিকিট।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। এই মূল্যে শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারিতে বসে খেলা দেখা যাবে। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড গ্যালারির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। ক্লাব হাউজ (জিরো ওয়েস্ট জোন) ৬০০ টাকা ও ক্লাব হাউজ (আপার) ৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে খরচ করতে হবে ২ হাজার টাকা।

টিকিটের জন্য ভিজিট করতে হবে www.gobcbticket.com.bd ওয়েবসাইটে। অফলাইনে কোনো টিকিট বিক্রি করা হবে না। আগামী ২ জানুয়ারি পর্যন্ত চলবে সিলেট পর্ব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

পুলিশের ধাক্কায় থামল কিংস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
পুলিশের কাছে হেরেছে কিংস। ছবি: ফেসবুক
পুলিশের কাছে হেরেছে কিংস। ছবি: ফেসবুক

লিগের শুরুটা ড্র দিয়ে হলেও টানা ৫ ম্যাচ জিতে শীর্ষস্থান সুসংহত করে ফেলে বসুন্ধরা কিংস। হারানো শ্রেষ্ঠত্ব ফেরানোর মিশনে বেশ ভালোভাবে নিজেদের গুছিয়ে ফেলেছে বলে মনে হচ্ছিল। ঠিক তখনই উড়ন্ত ক্লাবটিকে এক ধাক্কায় মাটিতে নামিয়ে আনল পুলিশ এফসি। ৭ ম্যাচে তাই প্রথমবার হারের তেতো স্বাদ পেল মারিও গোমেসের দল।

বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ভালো-খারাপের ভেতরই চলছে। আজ তাদের ১-১ গোলে রুখে দিয়েছে তলানির দল আরামবাগ ক্রীড়া সংঘ। ফর্টিস এফসি তুলে নিয়েছে টানা দ্বিতীয় জয়। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশের কাছে ২-১ গোলে হেরেছে কিংস। চমক উপহার দিতে তিন মিনিট সময় নেয় পুলিশ। ওরগিয়েন শেরিংয়ের পাসে কোনাকুনি শটে গোলের খাতা খোলেন রাব্বি হোসেন রাহুল। ৩২ মিনিটে কিংসকে সমতায় ফেরান ছন্দে থাকা ফয়সাল আহমেদ ফাহিম। ইমানুয়েল সানডের বাড়ানো বলে বক্সের ভেতর প্লেসিং শটে জাল খুঁজে নেন তিনি। এনিয়ে লিগে তাঁর গোলসংখ্যা ৫।

দ্বিতীয়ার্ধে শেষ দিকে কিংসের ওপর চাপ বাড়াতে থাকে পুলিশ। একের পর এক আক্রমণে গোলের খুব কাছ থেকে ফেরে তারা। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কাঙ্ক্ষিত মুহূর্ত এনে দেন শাফিক কাগিমু। আমিরুল ইসলামের সহায়তায় জয়সূচক গোলটি করেন তিনি। এই হারের পরও এই পরাজয়ের পরও সপ্তম রাউন্ড শেষে লিগের শীর্ষে আছে বসুন্ধরা কিংস। তাদের পয়েন্ট ১৬। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে পুলিশ।

কুমিল্লায় ম্যাচের ২৬ মিনিটে মেহেদী হাসান মিঠুর গোলে এগিয়ে যায় মোহামেডান। সেই সুখ অবশ্য বেশিক্ষণ টেকেনি। ৩৮ মিনিটে মোহামেডানের এক ডিফেন্ডারের চার্জে বল চলে যায় আমির হাকিম বাপ্পীর পায়ে। কিছুটা জায়গা করে নিয়ে বাঁ পায়ের জোরাল শটে মোহামেডানের জালে বল জড়িয়ে দেন তিনি।

দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছিলেন আরামবাগের এক খেলোয়াড়, তবে মোহামেডানের এক ডিফেন্ডারের চার্জে বল চলে যায় আমির হাকিম বাপ্পীর পায়ে। ৭৬তম মিনিটে সতীর্থের থ্রু পাস নিয়ন্ত্রণে নিতে ছুটেছিলেন মোহামেডানের মোহাম্মদ জুয়েল, একই সময় পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলকিপার আজাদ হোসেন, বল গ্রিুপে নিয়ে নিশ্চিত গোল বাঁচান তিনি। তবে জুয়েলের সংঘর্ষে ব্যথা পেয়ে মাঠে পড়ে থাকেন কিছুক্ষণ। চিকিৎসা নিয়ে বাকিটা সময় পোস্ট আগলে রেখে মূল্যবান ১ পয়েন্ট এনে দেন তিনি। এই পয়েন্টের সুবাদেই লিগ টেবিলে তলানি থেকে একধাপ উপরে উঠে এসেছে আরামবাগ। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে আছে মোহামেডান।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিসকে ৮ মিনিটে এগিয়ে দেন পা ওমর বাবু। ১৯ মিনিটে বাবুর সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন রিয়াজ সাগর। ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান বাবু। এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে ফর্টিস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এনগারাভা

ক্রীড়া ডেস্ক    
রিচার্ড এনগারাভা: জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। ছবি: সংগৃহীত
রিচার্ড এনগারাভা: জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। ছবি: সংগৃহীত

ফাস্ট বোলার রিচার্ড এনগারাভাকে জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার ডিসেম্বর) হারারেতে জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) চতুর্থ প্রান্তিক সভার পর নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়। দুই সংস্করণেই এনগারাভার ডেপুটির দায়িত্ব পেয়েছেন ২২ বছর বয়সী ব্রায়ান বেনেট। অভিজ্ঞ ক্রেইগ আরভিন অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরই জিম্বাবুয়ে ক্রিকেট দলের নেতৃত্বে এই পরিবর্তন।

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত এনগারাভা বর্তমানে ব্লেসিং মুজারাবানির সঙ্গে জিম্বাবুয়ের বোলিং আক্রমণের মূল ভরসা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক ছোঁয়া প্রথম জিম্বাবুইয়ান বোলার তিনি। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণ মিলিয়ে ১৫০টিরও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা তাঁর।

নতুন অধিনায়ক হিসেবে এনগারাভার নাম ঘোষণা করে জেডসি চেয়ারম্যান তাভেঙ্গা মুকুহলানি বলেন, ‘বছরের পর বছর এনগারাভা খেলোয়াড় ও নেতা হিসেবে অসাধারণ উন্নতি দেখিয়েছে। ড্রেসিংরুমে তার প্রতি সবার সম্মান রয়েছে এবং সব সংস্করণেই সে ধারাবাহিক পারফরম্যান্স দিয়েছে। আমরা বিশ্বাস করি, দলের নতুন অধ্যায়ের নেতৃত্ব দেওয়ার জন্য সে প্রস্তুত।’ তিনি আরও যোগ করেন, ‘সহ অধিনায়ক হিসেবে ব্রায়ানের নিয়োগ তার ক্রিকেটীয় বুদ্ধিমত্তা, পরিপক্বতা ও দীর্ঘমেয়াদি নেতৃত্বগুণের প্রতি আমাদের আস্থার প্রতিফলন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত