নিজস্ব প্রতিবেদক, সিলেট

আগামী মাসের আয়ারল্যান্ড সিরিজের ক্যাম্প সিলেটে করছে বাংলাদেশ দল। ইংল্যান্ডে যাওয়ার আগে বৃহস্পতিবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ দলের তিন দিনের ক্যাম্প। এরপর সিলেট থেকে ঢাকা ফিরে ইংল্যান্ডের বিমান ধরবেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।
ইংল্যান্ডে খেলার আগে ক্যাম্প সিলেটে কেন করছে বাংলাদেশ দল, ঢাকা থাকতেই সেটির ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কোচের সঙ্গে সুর মেলালেন প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া মৃত্যুঞ্জয় চৌধুরী।
বৃহস্পতিবার সিলেটে প্রথম দিনের অনুশীলনে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মৃত্যুঞ্জয় বলেন, ‘ইংল্যান্ডের উইকেট বাউন্সি। আর এ রকম উইকেটের সঙ্গে কিছুটা মিল আছে সিলেটের। এই সুনাম থাকায় এখানে ক্যাম্প করা হচ্ছে। আজ আমরা অনুশীলনে উইকেটে অনেক বাউন্স পেয়েছি। যা আমাদের ইংল্যান্ডের উইকেটে খেলতে বাড়তি সুবিধা দেবে। তবে হুবহু তো আর ইংল্যান্ডের উইকেট আমাদের দেশে পাওয়া যাবে না, তবু সিলেটে যতটুকু হয়েছে তাতে আমরা আশাবাদী।’
আজ অনুশীলনে পাওয়ার প্লের ১০ ওভার ও শেষদিকে ডেথ ওভারে কীভাবে ব্যাটিং করবে তার পরীক্ষা হয় ক্রিকেটারদের। তামিম, রনি তালুকদার ও নাজমুল হোসেন শান্ত পাওয়ার প্লেতে ব্যাটিংয়ের পরীক্ষা দিয়েছেন। মৃত্যুঞ্জয় বললেন ‘অনুশীলন হয়েছিল ম্যাচ পরিস্থিতির ওপর। প্রথম ১০ ওভারে কীভাবে খেলতে হবে, শেষদিকে কীভাবে খেলতে হবে...। সে অনুযায়ী ব্যাটসম্যানদের নামানো হয়েছে। এভাবেই পরিকল্পনা দেওয়া হয়েছে, তারা সেভাবেই ব্যাটিং করেছে। আজ (গতকাল) শুধু ম্যাচ পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার অনুশীলন হয়েছে।’

আগামী মাসের আয়ারল্যান্ড সিরিজের ক্যাম্প সিলেটে করছে বাংলাদেশ দল। ইংল্যান্ডে যাওয়ার আগে বৃহস্পতিবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ দলের তিন দিনের ক্যাম্প। এরপর সিলেট থেকে ঢাকা ফিরে ইংল্যান্ডের বিমান ধরবেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।
ইংল্যান্ডে খেলার আগে ক্যাম্প সিলেটে কেন করছে বাংলাদেশ দল, ঢাকা থাকতেই সেটির ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কোচের সঙ্গে সুর মেলালেন প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া মৃত্যুঞ্জয় চৌধুরী।
বৃহস্পতিবার সিলেটে প্রথম দিনের অনুশীলনে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মৃত্যুঞ্জয় বলেন, ‘ইংল্যান্ডের উইকেট বাউন্সি। আর এ রকম উইকেটের সঙ্গে কিছুটা মিল আছে সিলেটের। এই সুনাম থাকায় এখানে ক্যাম্প করা হচ্ছে। আজ আমরা অনুশীলনে উইকেটে অনেক বাউন্স পেয়েছি। যা আমাদের ইংল্যান্ডের উইকেটে খেলতে বাড়তি সুবিধা দেবে। তবে হুবহু তো আর ইংল্যান্ডের উইকেট আমাদের দেশে পাওয়া যাবে না, তবু সিলেটে যতটুকু হয়েছে তাতে আমরা আশাবাদী।’
আজ অনুশীলনে পাওয়ার প্লের ১০ ওভার ও শেষদিকে ডেথ ওভারে কীভাবে ব্যাটিং করবে তার পরীক্ষা হয় ক্রিকেটারদের। তামিম, রনি তালুকদার ও নাজমুল হোসেন শান্ত পাওয়ার প্লেতে ব্যাটিংয়ের পরীক্ষা দিয়েছেন। মৃত্যুঞ্জয় বললেন ‘অনুশীলন হয়েছিল ম্যাচ পরিস্থিতির ওপর। প্রথম ১০ ওভারে কীভাবে খেলতে হবে, শেষদিকে কীভাবে খেলতে হবে...। সে অনুযায়ী ব্যাটসম্যানদের নামানো হয়েছে। এভাবেই পরিকল্পনা দেওয়া হয়েছে, তারা সেভাবেই ব্যাটিং করেছে। আজ (গতকাল) শুধু ম্যাচ পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার অনুশীলন হয়েছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
২ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৪ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৮ ঘণ্টা আগে