ক্রীড়া ডেস্ক

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ ও ভেন্যু চূড়ান্ত করেছে। লর্ডসে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়েছে। লর্ডস, লন্ডনের দ্য ওভাল, এজবাস্টন, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড, হেডিংলি, সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোল, ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড—এই সাত ভেন্যুতে হবে টুর্নামেন্ট। ১২ জুন শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৫ জুলাই লর্ডসে শিরোপানির্ধারণী ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। ইংল্যান্ডে আগামী বছর হতে যাওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে হবে ৩৩ ম্যাচ।
টুর্নামেন্টের শুরু ও শেষের তারিখ জানানো হলেও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি আইসিসি শিগগিরই প্রকাশ করবে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১২ দল অংশ নিচ্ছে আগামী বছরের বিশ্বকাপেই। ১২ দলকে টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক গ্রুপে থাকবে ছয়টি করে দল। পরবর্তীতে নকআউট পর্ব পেরিয়ে হবে ফাইনাল। আয়োজক ইংল্যান্ডের পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ—এই আট দল ২০২৬ বিশ্বকাপে এরই মধ্যে জায়গা করে নিয়েছে। বাকি চার দল আগামী বছর হতে যাওয়া বাছাইপর্ব পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যোগ দেবে।
২০০৯ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে ৯ বার। সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। একবার করে শিরোপা জিতেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। সেবার তারা হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। তাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার রানার্সআপ হলো দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০২৩ সালে তাদের কাঁদিয়ে শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। সেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল দক্ষিণ আফ্রিকায়।

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ ও ভেন্যু চূড়ান্ত করেছে। লর্ডসে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়েছে। লর্ডস, লন্ডনের দ্য ওভাল, এজবাস্টন, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড, হেডিংলি, সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোল, ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড—এই সাত ভেন্যুতে হবে টুর্নামেন্ট। ১২ জুন শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৫ জুলাই লর্ডসে শিরোপানির্ধারণী ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। ইংল্যান্ডে আগামী বছর হতে যাওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে হবে ৩৩ ম্যাচ।
টুর্নামেন্টের শুরু ও শেষের তারিখ জানানো হলেও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি আইসিসি শিগগিরই প্রকাশ করবে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১২ দল অংশ নিচ্ছে আগামী বছরের বিশ্বকাপেই। ১২ দলকে টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক গ্রুপে থাকবে ছয়টি করে দল। পরবর্তীতে নকআউট পর্ব পেরিয়ে হবে ফাইনাল। আয়োজক ইংল্যান্ডের পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ—এই আট দল ২০২৬ বিশ্বকাপে এরই মধ্যে জায়গা করে নিয়েছে। বাকি চার দল আগামী বছর হতে যাওয়া বাছাইপর্ব পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যোগ দেবে।
২০০৯ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে ৯ বার। সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। একবার করে শিরোপা জিতেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। সেবার তারা হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। তাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার রানার্সআপ হলো দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০২৩ সালে তাদের কাঁদিয়ে শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। সেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল দক্ষিণ আফ্রিকায়।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
৪ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
৫ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
৫ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
৬ ঘণ্টা আগে