ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপ থেকে ম্যাচ রেফরি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ না করলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও নিজেদের সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা–টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে এমনটাই জানিয়েছে এনডিটিভি।
ঘটনার সূত্রপাত ‘এ’ গ্রুপে ভারত–পাকিস্তান ম্যাচে। গত ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ভারত। মাঠের খেলা ছাপিয়ে ম্যাচটি আলোচনায় উঠে আসে হাত না মেলানো বিতর্কে। ম্যাচে টসের আগে পাকিস্তান অধিনায়ন সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদব। ম্যাচ শেষেও প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গ হাত মেলায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বিষয়টি নিয়ে পাইক্রফটের দিকে অভিযোগের আঙুল তোলে পিসিবি। সংস্থাটির দাবি, হাত না মেলানো ইস্যুতে ভারতের পক্ষে কাজ করেছেন পাইক্রফট। তাই এই ম্যাচ রেফারির অপসারণের জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছিলেন পিসিবি। তবে তাদের সে দাবি নাকচ করেছে বিশ্ব ক্রিকেটের শীর্ষ সংস্থা। একই সঙ্গে পাইক্রফটকে নিয়ে পাকিস্তানের পক্ষপাতমূলক আচরণের দাবিকে অমূলক বলে মন্তব্য করেছে আইসিসি। তাদের এই অবস্থানের পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে রেফারির দায়িত্বে দেখা যাবে পাইক্রফটকে, সেটা এখন নিশ্চিত।
আইসিসি দাবি নাকচ করলেও আর্থিক দিক বিবেচনায় আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। কারণ ম্যাচ বয়কটের পথে হাঁটলে আইসিসির পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা আসার সম্ভাবনা থাকবে। যেটা পিসিবির বর্তমান আর্থিক কাঠামোকে আরও দূর্বল করে দেবে। টাইমস অব ইন্ডিয়াকে তেমনটাই জানিয়েছে পিসিবির এক সূত্র।
ওই সূত্র জানিয়েছে, ‘এটা খুবই অসম্ভব যে পাকিস্তান এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করবে। তেমন কিছু করলে জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি পিসিবির উপর ভারী নিষেধাজ্ঞা আরোপ করবে। যেটা আমাদের বোর্ড বহন করতে পারবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে পিসিবি আর্থিকভাবে দূর্বল হয়ে পড়েছে। কারণ আমাদের সকল স্টেডিয়াম সংস্কার করা হয়েছে।’

এশিয়া কাপ থেকে ম্যাচ রেফরি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ না করলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও নিজেদের সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা–টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে এমনটাই জানিয়েছে এনডিটিভি।
ঘটনার সূত্রপাত ‘এ’ গ্রুপে ভারত–পাকিস্তান ম্যাচে। গত ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ভারত। মাঠের খেলা ছাপিয়ে ম্যাচটি আলোচনায় উঠে আসে হাত না মেলানো বিতর্কে। ম্যাচে টসের আগে পাকিস্তান অধিনায়ন সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদব। ম্যাচ শেষেও প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গ হাত মেলায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বিষয়টি নিয়ে পাইক্রফটের দিকে অভিযোগের আঙুল তোলে পিসিবি। সংস্থাটির দাবি, হাত না মেলানো ইস্যুতে ভারতের পক্ষে কাজ করেছেন পাইক্রফট। তাই এই ম্যাচ রেফারির অপসারণের জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছিলেন পিসিবি। তবে তাদের সে দাবি নাকচ করেছে বিশ্ব ক্রিকেটের শীর্ষ সংস্থা। একই সঙ্গে পাইক্রফটকে নিয়ে পাকিস্তানের পক্ষপাতমূলক আচরণের দাবিকে অমূলক বলে মন্তব্য করেছে আইসিসি। তাদের এই অবস্থানের পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে রেফারির দায়িত্বে দেখা যাবে পাইক্রফটকে, সেটা এখন নিশ্চিত।
আইসিসি দাবি নাকচ করলেও আর্থিক দিক বিবেচনায় আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। কারণ ম্যাচ বয়কটের পথে হাঁটলে আইসিসির পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা আসার সম্ভাবনা থাকবে। যেটা পিসিবির বর্তমান আর্থিক কাঠামোকে আরও দূর্বল করে দেবে। টাইমস অব ইন্ডিয়াকে তেমনটাই জানিয়েছে পিসিবির এক সূত্র।
ওই সূত্র জানিয়েছে, ‘এটা খুবই অসম্ভব যে পাকিস্তান এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করবে। তেমন কিছু করলে জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি পিসিবির উপর ভারী নিষেধাজ্ঞা আরোপ করবে। যেটা আমাদের বোর্ড বহন করতে পারবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে পিসিবি আর্থিকভাবে দূর্বল হয়ে পড়েছে। কারণ আমাদের সকল স্টেডিয়াম সংস্কার করা হয়েছে।’

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৩ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৪ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৫ ঘণ্টা আগে