
ম্যাচ পাতানোর কালো থাবা থেকে যেন বের হতেই পারছেন না ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পাশাপাশি সংশ্লিষ্ট বোর্ড থেকেও দেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা। এবার শ্রীলঙ্কার প্রবীন জয়াবিক্রমার বিরুদ্ধে অভিযোগ এনেছে আইসিসি।
আন্তর্জাতিক ক্রিকেট ও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ম্যাচ পাতানোর দায়ে জয়াবিক্রমাকে আজ অভিযুক্ত করেছে আইসিসি। আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার তিনটি ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে লঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে। অনুচ্ছেদ ২.৪.৪ অনুসারে দুর্নীতির কাজে জড়িত হতে কোনো রকম আমন্ত্রণ বা আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পাতানোতে উৎসাহ জোগানোর ব্যাপারে দুর্নীতিবিরোধী কর্মকর্তাদের বিস্তারিত জানাতে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। একই অনুচ্ছেদের আরেক ধারায় ২০২১ লঙ্কা প্রিমিয়ার লিগে ম্যাচ পাতানোর অভিযোগ এসেছে জয়াবিক্রমার বিরুদ্ধে। এসব ব্যাপারে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটকে জানাতে ব্যর্থতার দায়ে অভিযুক্ত করা হয়েছে তাঁকে। ২.৪. ৭ অনুচ্ছেদ অনুসারে দুর্নীতির কাজে সংশ্লিষ্ট বার্তা মুছে দিয়ে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে লঙ্কান বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে।
অভিযোগের জবাব দিতে জয়াবিক্রমাকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে। লঙ্কান ক্রিকেটারের সময় হিসেব করা হচ্ছে ৬ আগস্ট থেকে। আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি এলপিএলে অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইসিসি। দুর্নীতিবিরোধী নীতিমালা অনুযায়ী শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও আইসিসি রাজি হয়েছে।
জাফনা কিংসের অংশ ছিলেন। সেবার তারা দ্বিতীয় শিরোপা জিতেছিল। সেই মৌসুমে এক ম্যাচ খেলে ২ উইকেট নিয়েছিলেন লঙ্কান বাঁহাতি স্পিনার। ২০২৪ এলপিএলে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলার কথা ছিল জয়াবিক্রমার।
২০২১ সালে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন জয়াবিক্রমা। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই পাঁচটি করে ম্যাচ খেলেছেন তিনি। ১৫ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিয়েছেন ৩২ উইকেট। যার মধ্যে টেস্টে নেন ১৫ উইকেট।

ম্যাচ পাতানোর কালো থাবা থেকে যেন বের হতেই পারছেন না ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পাশাপাশি সংশ্লিষ্ট বোর্ড থেকেও দেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা। এবার শ্রীলঙ্কার প্রবীন জয়াবিক্রমার বিরুদ্ধে অভিযোগ এনেছে আইসিসি।
আন্তর্জাতিক ক্রিকেট ও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ম্যাচ পাতানোর দায়ে জয়াবিক্রমাকে আজ অভিযুক্ত করেছে আইসিসি। আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার তিনটি ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে লঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে। অনুচ্ছেদ ২.৪.৪ অনুসারে দুর্নীতির কাজে জড়িত হতে কোনো রকম আমন্ত্রণ বা আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পাতানোতে উৎসাহ জোগানোর ব্যাপারে দুর্নীতিবিরোধী কর্মকর্তাদের বিস্তারিত জানাতে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। একই অনুচ্ছেদের আরেক ধারায় ২০২১ লঙ্কা প্রিমিয়ার লিগে ম্যাচ পাতানোর অভিযোগ এসেছে জয়াবিক্রমার বিরুদ্ধে। এসব ব্যাপারে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটকে জানাতে ব্যর্থতার দায়ে অভিযুক্ত করা হয়েছে তাঁকে। ২.৪. ৭ অনুচ্ছেদ অনুসারে দুর্নীতির কাজে সংশ্লিষ্ট বার্তা মুছে দিয়ে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে লঙ্কান বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে।
অভিযোগের জবাব দিতে জয়াবিক্রমাকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে। লঙ্কান ক্রিকেটারের সময় হিসেব করা হচ্ছে ৬ আগস্ট থেকে। আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি এলপিএলে অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইসিসি। দুর্নীতিবিরোধী নীতিমালা অনুযায়ী শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও আইসিসি রাজি হয়েছে।
জাফনা কিংসের অংশ ছিলেন। সেবার তারা দ্বিতীয় শিরোপা জিতেছিল। সেই মৌসুমে এক ম্যাচ খেলে ২ উইকেট নিয়েছিলেন লঙ্কান বাঁহাতি স্পিনার। ২০২৪ এলপিএলে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলার কথা ছিল জয়াবিক্রমার।
২০২১ সালে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন জয়াবিক্রমা। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই পাঁচটি করে ম্যাচ খেলেছেন তিনি। ১৫ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিয়েছেন ৩২ উইকেট। যার মধ্যে টেস্টে নেন ১৫ উইকেট।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে