
মিরপুরে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে চতুর্থ টি-টোয়েন্টিতে রানের জন্য সংগ্রাম করছেন ব্যাটাররা। একই সঙ্গে ফিল্ডাররাও গুবলেট পাকাচ্ছেন। পাল্লা দিয়ে ভুল করছে দুই দলই। ক্যাচ মিসের মহড়ার মধ্যে জোড়া আঘাত হানলেন মোস্তাফিজুর রহমান।
১৪৪ রান তাড়া করতে ৯.৩ ওভারে ৪ উইকেটে ৫৭ রান হয়ে যায় জিম্বাবুয়ে। ৫৮ রানেই জিম্বাবুয়ের অর্ধেক ব্যাটার প্যাভিলিয়নে ফিরতে পারতেন। তবে আকাশে ভেসে থাকা বল ধরতে দৌড় দিয়েও তালুবন্দী করতে পারেননি উইকেটরক্ষক জাকের আলী অনিক। বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে টাকি মাছ ধরার খেলায় যখন ব্যস্ত ফিল্ডাররা, দুর্দান্ত ক্যাচ ধরে তাক লাগিয়ে দেন সৌম্য সরকার। ১৫ তম ওভারের তৃতীয় বলে মোস্তাফিজকে তুলে মারতে যান রায়ান বার্ল। আকাশে ভেসে থাকা বল মিড অন থেকে দৌড়ে এসে ডাইভ দিয়ে ধরেন সৌম্য। একই ওভারের শেষ বলে লুক জংগুয়েকে ফেরান মোস্তাফিজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ে ১৫ ওভারে ৬ উইকেটে করেছে ৯৪ রান।
টস জিতে আজও বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে জিম্বাবুয়ে। দশম ওভারের পঞ্চম বলে একটা ক্যাচ তোলেন তানজিদ তামিম। ক্যাচটা সহজ বুঝতে পেরে ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরু করেছিলেন সে সময় ৫১ রানে ব্যাটিং করা তানজিদ। কিন্তু সহজ ক্যাচটা তালু বন্দী করতে পারলেন না ব্রায়ান বেনেট। বলের নিচে থেকেও কীভাবে এত সহজ ক্যাচটা ফেলে দিলেন তিনি!
ইনিংসের শেষ ওভারে আবার আরও বাজে ফিল্ডিংয়ের পরিচয় দেন জিম্বাবুয়ের ফিল্ডাররা। এতটাই বোকামির যে রান আউটের দীর্ঘ সময় পাওয়ার পরও স্ট্যাম্প ভাঙতে পারলেন না জোনাথন ক্যাম্পবেল। ১৯.২ ওভারের সময় ব্লেসিং মুজারাবানির বলে দ্রুত সিঙ্গেল নেওয়ার জন্য প্রান্ত বদল করতে দৌড় শুরু করেন দুই ব্যাটার তানভীর ইসলাম এবং মোস্তাফিজ। বল ধরে জিম্বাবুয়ের পেসার স্ট্রাইক প্রান্ত থ্রো করলে ওভার থ্রো হওয়ায় দ্বিতীয় রান নেওয়ার চেষ্টা করেন তানভীর। স্ট্রাইক প্রান্তে একসঙ্গে পৌঁছান তানভীর ও মোস্তাফিজ। এতে ননস্ট্রাইক প্রান্তে আউট করার অনেক সময় পেয়েও মোস্তাফিজকে আউট করতে ব্যর্থ হন ক্যাম্পবেল। তাঁর বল ধরাটা যেন অনেকটা শোল-টাকি মাছ ধরার মতো ছিল। এতে নিশ্চিত রান আউট থেকে বেঁচে যান মোস্তাফিজ। তবে জিম্বাবুয়ের পিচ্ছিল হাতের সুযোগ নিয়েও বাংলাদেশ স্কোরবোর্ডে আশানুরূপ রান করতে পারেনি। ৪২ রানে শেষ ১০ উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা।
জিম্বাবুয়ের ইনিংসে প্রথম ক্যাচ মিস করেন তাওহীদ হৃদয়।দশম ওভারের প্রথম বলে জোনাথন ক্যাম্পবেল পুল করতে যান রিশাদ হোসেনকে। ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ থেকে দৌড়ে এসে বল প্রায় তালুবন্দী করেও তা হৃদয়ের হাত গলে বেরিয়ে যায়। ক্যাম্পবেলের রান তখন ১২। এই ওভারেই উইকেট পেয়েছেন রিশাদ। ওভারের তৃতীয় বলে রিশাদকে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লুর ফাঁদে পড়েন মাদান্দে। জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ৯.৩ ওভারে ৪ উইকেটে ৫৭ রান।

মিরপুরে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে চতুর্থ টি-টোয়েন্টিতে রানের জন্য সংগ্রাম করছেন ব্যাটাররা। একই সঙ্গে ফিল্ডাররাও গুবলেট পাকাচ্ছেন। পাল্লা দিয়ে ভুল করছে দুই দলই। ক্যাচ মিসের মহড়ার মধ্যে জোড়া আঘাত হানলেন মোস্তাফিজুর রহমান।
১৪৪ রান তাড়া করতে ৯.৩ ওভারে ৪ উইকেটে ৫৭ রান হয়ে যায় জিম্বাবুয়ে। ৫৮ রানেই জিম্বাবুয়ের অর্ধেক ব্যাটার প্যাভিলিয়নে ফিরতে পারতেন। তবে আকাশে ভেসে থাকা বল ধরতে দৌড় দিয়েও তালুবন্দী করতে পারেননি উইকেটরক্ষক জাকের আলী অনিক। বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে টাকি মাছ ধরার খেলায় যখন ব্যস্ত ফিল্ডাররা, দুর্দান্ত ক্যাচ ধরে তাক লাগিয়ে দেন সৌম্য সরকার। ১৫ তম ওভারের তৃতীয় বলে মোস্তাফিজকে তুলে মারতে যান রায়ান বার্ল। আকাশে ভেসে থাকা বল মিড অন থেকে দৌড়ে এসে ডাইভ দিয়ে ধরেন সৌম্য। একই ওভারের শেষ বলে লুক জংগুয়েকে ফেরান মোস্তাফিজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ে ১৫ ওভারে ৬ উইকেটে করেছে ৯৪ রান।
টস জিতে আজও বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে জিম্বাবুয়ে। দশম ওভারের পঞ্চম বলে একটা ক্যাচ তোলেন তানজিদ তামিম। ক্যাচটা সহজ বুঝতে পেরে ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরু করেছিলেন সে সময় ৫১ রানে ব্যাটিং করা তানজিদ। কিন্তু সহজ ক্যাচটা তালু বন্দী করতে পারলেন না ব্রায়ান বেনেট। বলের নিচে থেকেও কীভাবে এত সহজ ক্যাচটা ফেলে দিলেন তিনি!
ইনিংসের শেষ ওভারে আবার আরও বাজে ফিল্ডিংয়ের পরিচয় দেন জিম্বাবুয়ের ফিল্ডাররা। এতটাই বোকামির যে রান আউটের দীর্ঘ সময় পাওয়ার পরও স্ট্যাম্প ভাঙতে পারলেন না জোনাথন ক্যাম্পবেল। ১৯.২ ওভারের সময় ব্লেসিং মুজারাবানির বলে দ্রুত সিঙ্গেল নেওয়ার জন্য প্রান্ত বদল করতে দৌড় শুরু করেন দুই ব্যাটার তানভীর ইসলাম এবং মোস্তাফিজ। বল ধরে জিম্বাবুয়ের পেসার স্ট্রাইক প্রান্ত থ্রো করলে ওভার থ্রো হওয়ায় দ্বিতীয় রান নেওয়ার চেষ্টা করেন তানভীর। স্ট্রাইক প্রান্তে একসঙ্গে পৌঁছান তানভীর ও মোস্তাফিজ। এতে ননস্ট্রাইক প্রান্তে আউট করার অনেক সময় পেয়েও মোস্তাফিজকে আউট করতে ব্যর্থ হন ক্যাম্পবেল। তাঁর বল ধরাটা যেন অনেকটা শোল-টাকি মাছ ধরার মতো ছিল। এতে নিশ্চিত রান আউট থেকে বেঁচে যান মোস্তাফিজ। তবে জিম্বাবুয়ের পিচ্ছিল হাতের সুযোগ নিয়েও বাংলাদেশ স্কোরবোর্ডে আশানুরূপ রান করতে পারেনি। ৪২ রানে শেষ ১০ উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা।
জিম্বাবুয়ের ইনিংসে প্রথম ক্যাচ মিস করেন তাওহীদ হৃদয়।দশম ওভারের প্রথম বলে জোনাথন ক্যাম্পবেল পুল করতে যান রিশাদ হোসেনকে। ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ থেকে দৌড়ে এসে বল প্রায় তালুবন্দী করেও তা হৃদয়ের হাত গলে বেরিয়ে যায়। ক্যাম্পবেলের রান তখন ১২। এই ওভারেই উইকেট পেয়েছেন রিশাদ। ওভারের তৃতীয় বলে রিশাদকে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লুর ফাঁদে পড়েন মাদান্দে। জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ৯.৩ ওভারে ৪ উইকেটে ৫৭ রান।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৬ ঘণ্টা আগে