ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে গলে লিড নেওয়া শ্রীলঙ্কার জন্য ছিল সময়ের ব্যাপার। নাঈম হাসানের ঘূর্ণিতে শেষ মুহূর্তে ধসে পড়ে লঙ্কানরা। বাংলাদেশের থেকে প্রথম ইনিংসে ১০ রান কম করেছে স্বাগতিকেরা। ৬ উইকেটে ৪৬৫ রান নিয়ে প্রথম সেশন বিরতিতে যায় শ্রীলঙ্কা। উইকেটে তখন ছিলেন কামিন্দু মেন্ডিস ও মিলান রত্নায়েকে। বিরতি থেকে ফিরে ১৫ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ৪৮৫ রানে অলআউট হয়ে যায় তারা। নাঈম নিয়েছেন ৫ উইকেটে।
নাঈমের স্পিন ভেলকির পর গল টেস্টে ভালো অবস্থানে বাংলাদেশ। তৃতীয় সেশনে উইকেট থেকে উড়ছে ধুলা। ব্যাটারদের দিতে হচ্ছে কঠিন পরীক্ষা। ১০ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৭৭ রান তুলেছে বাংলাদেশ। সব মিলিয়ে লিড দাঁড়াল ১৮৭। ৩০০ রানের লিড নিতে পারলে জেতার জন্য চেষ্টাও চালাতে পারে সফরকারীরা।
নাঈমের দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে টেস্টের নাটাই বাংলাদেশের হাতে। কীভাবে শেষ দিকে এত দ্রুত শ্রীলঙ্কার উইকেটগুলো নিয়েছেন? ব্যাটারদের পড়ে বোলিং করেছেন তিনি। সংবাদ সম্মেলনে অবাক করা গল্প শোনালেন নাঈম, ‘আমি একটা জিনিস চেষ্টা করেছি, ভালো জায়গায় বোলিং করা। পেস ভ্যারিয়েশন ও সিমের পজিশন নিয়ে একটি কাজ করে বোলিং করেছি। আমি একেকজন ব্যাটারকে একেক লাইনে বোলিং করেছি।’
টেস্টে জয়ের স্বপ্ন দেখছে এখন বাংলাদেশ। নাঈম বললেন, ‘অবশ্যই আমাদের জেতার জন্য যাওয়ার সুযোগ আছে। আমরা যদি খুব ভালো একটা সংগ্রহ দাঁড় করাতে পারি। তারপর আমরা বল করব। পঞ্চম দিনের উইকেটে অনেক কিছু হয়।’
দেশের বাইরে এর আগে একটি টেস্টই খেলেছিলেন নাঈম হাসান। ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেনসে ভারতের বিপক্ষে সেই ম্যাচে বল করার সুযোগ হয়নি তাঁর। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় মোহাম্মদ শামির বল আঘাত পেয়ে ছিটকে যান ম্যাচ থেকে। গলে বিদেশের মাঠে দ্বিতীয় টেস্ট খেলছেন তিনি, তবে বল করেছেন প্রথমবার। প্রথমবারেই চমক—১২১ রানে শিকার ৫ উইকেট। বিদেশের মাঠে প্রথম ও টেস্ট ক্যারিয়ারে চতুর্থবার ৫ উইকেট নিয়েছেন নাঈম।
৫ উইকেট পেয়ে উচ্ছ্বসিত নাঈম বললেন, ‘আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আল্লাহকে ধন্যবাদ। আল্লাহ এমন একটা সুযোগ দিয়েছেন। আমি খুব ভালোভাবে সুযোগ কাজে লাগাতে পেরেছি। দেখেন উইকেটটা ব্যাটিংবান্ধব। তাই আমরা চেষ্টা করছি লম্বা সময় ভালো জায়গায় বোলিং করার। যখন রান আসবে না। ক্রিকেট তো রানের খেলা। চাপে পড়ে ব্যাটার অন্য কিছু করতে গেলে ভুল করবে। ওই পরিকল্পনা নিয়েই বোলিং করছি।’

বাংলাদেশের বিপক্ষে গলে লিড নেওয়া শ্রীলঙ্কার জন্য ছিল সময়ের ব্যাপার। নাঈম হাসানের ঘূর্ণিতে শেষ মুহূর্তে ধসে পড়ে লঙ্কানরা। বাংলাদেশের থেকে প্রথম ইনিংসে ১০ রান কম করেছে স্বাগতিকেরা। ৬ উইকেটে ৪৬৫ রান নিয়ে প্রথম সেশন বিরতিতে যায় শ্রীলঙ্কা। উইকেটে তখন ছিলেন কামিন্দু মেন্ডিস ও মিলান রত্নায়েকে। বিরতি থেকে ফিরে ১৫ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ৪৮৫ রানে অলআউট হয়ে যায় তারা। নাঈম নিয়েছেন ৫ উইকেটে।
নাঈমের স্পিন ভেলকির পর গল টেস্টে ভালো অবস্থানে বাংলাদেশ। তৃতীয় সেশনে উইকেট থেকে উড়ছে ধুলা। ব্যাটারদের দিতে হচ্ছে কঠিন পরীক্ষা। ১০ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৭৭ রান তুলেছে বাংলাদেশ। সব মিলিয়ে লিড দাঁড়াল ১৮৭। ৩০০ রানের লিড নিতে পারলে জেতার জন্য চেষ্টাও চালাতে পারে সফরকারীরা।
নাঈমের দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে টেস্টের নাটাই বাংলাদেশের হাতে। কীভাবে শেষ দিকে এত দ্রুত শ্রীলঙ্কার উইকেটগুলো নিয়েছেন? ব্যাটারদের পড়ে বোলিং করেছেন তিনি। সংবাদ সম্মেলনে অবাক করা গল্প শোনালেন নাঈম, ‘আমি একটা জিনিস চেষ্টা করেছি, ভালো জায়গায় বোলিং করা। পেস ভ্যারিয়েশন ও সিমের পজিশন নিয়ে একটি কাজ করে বোলিং করেছি। আমি একেকজন ব্যাটারকে একেক লাইনে বোলিং করেছি।’
টেস্টে জয়ের স্বপ্ন দেখছে এখন বাংলাদেশ। নাঈম বললেন, ‘অবশ্যই আমাদের জেতার জন্য যাওয়ার সুযোগ আছে। আমরা যদি খুব ভালো একটা সংগ্রহ দাঁড় করাতে পারি। তারপর আমরা বল করব। পঞ্চম দিনের উইকেটে অনেক কিছু হয়।’
দেশের বাইরে এর আগে একটি টেস্টই খেলেছিলেন নাঈম হাসান। ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেনসে ভারতের বিপক্ষে সেই ম্যাচে বল করার সুযোগ হয়নি তাঁর। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় মোহাম্মদ শামির বল আঘাত পেয়ে ছিটকে যান ম্যাচ থেকে। গলে বিদেশের মাঠে দ্বিতীয় টেস্ট খেলছেন তিনি, তবে বল করেছেন প্রথমবার। প্রথমবারেই চমক—১২১ রানে শিকার ৫ উইকেট। বিদেশের মাঠে প্রথম ও টেস্ট ক্যারিয়ারে চতুর্থবার ৫ উইকেট নিয়েছেন নাঈম।
৫ উইকেট পেয়ে উচ্ছ্বসিত নাঈম বললেন, ‘আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আল্লাহকে ধন্যবাদ। আল্লাহ এমন একটা সুযোগ দিয়েছেন। আমি খুব ভালোভাবে সুযোগ কাজে লাগাতে পেরেছি। দেখেন উইকেটটা ব্যাটিংবান্ধব। তাই আমরা চেষ্টা করছি লম্বা সময় ভালো জায়গায় বোলিং করার। যখন রান আসবে না। ক্রিকেট তো রানের খেলা। চাপে পড়ে ব্যাটার অন্য কিছু করতে গেলে ভুল করবে। ওই পরিকল্পনা নিয়েই বোলিং করছি।’

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
২ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৩ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৭ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৮ ঘণ্টা আগে