
আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবাল দূরে আছেন প্রায় এক বছর। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সরব তিনি। বাংলাদেশের কোনো ঘটনা যে তাঁর নজর এড়ায় না, সেটা তাঁর পোস্টগুলো দেখলেই বোঝা যায়। এবার বাংলাদেশের বন্যাদুর্গত মানুষের পাশে সবাই যেভাবে দাঁড়াচ্ছেন, এমন সম্প্রীতি দেশে সব সময় চাইছেন তামিম।
ফেনী, নোয়াখালী, চাঁদপুর, পার্বত্য চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় চলছে ভয়াবহ বন্যা। দেশের বন্যার্তদের সাহায্য করতে এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী কাজ করছে। পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী কাজ করছেন। কেউ ত্রাণ দিয়ে, কেউ আর্থিক অনুদান পাঠাচ্ছেন অসহায় মানুষের জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে গত কদিনে ভাইরাল হওয়া ছবি কোলাজ করে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে আজ পোস্ট করেন তামিম। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, বাংলাদেশ আপনার কাছে কী? আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, কেমন বাংলাদেশ দেখতে চান? এই ছবিগুলো মেলে ধরব। এ রকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ।’
সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ পড়লেই দেখা যাচ্ছে দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যাদুর্গত মানুষের হাহাকার। অসংখ্য গৃহহীন মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে তামিম এরই মধ্যে ফেসবুকে দুটি পোস্ট করেছেন। যার প্রথমটি দিয়েছেন গতকাল। বিশাল সেই পোস্টের সারমর্ম হলো, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বাদ দিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে বললেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে তামিমের মতো আরও অনেক ক্রিকেটার বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, তাওহীদ হৃদয়, আকবর আলীরা ফেসবুকে বন্যাদুর্গতদের নিয়ে পোস্ট করেছেন ফেসবুকে। পাকিস্তানে থাকলেও বাংলাদেশের বন্যাকবলিত মানুষের জন্য প্রাণ কাঁদছে মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম, লিটন দাসের মতো ক্রিকেটারদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা বলেছে।
আরও পড়ুন:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবাল দূরে আছেন প্রায় এক বছর। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সরব তিনি। বাংলাদেশের কোনো ঘটনা যে তাঁর নজর এড়ায় না, সেটা তাঁর পোস্টগুলো দেখলেই বোঝা যায়। এবার বাংলাদেশের বন্যাদুর্গত মানুষের পাশে সবাই যেভাবে দাঁড়াচ্ছেন, এমন সম্প্রীতি দেশে সব সময় চাইছেন তামিম।
ফেনী, নোয়াখালী, চাঁদপুর, পার্বত্য চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় চলছে ভয়াবহ বন্যা। দেশের বন্যার্তদের সাহায্য করতে এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী কাজ করছে। পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী কাজ করছেন। কেউ ত্রাণ দিয়ে, কেউ আর্থিক অনুদান পাঠাচ্ছেন অসহায় মানুষের জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে গত কদিনে ভাইরাল হওয়া ছবি কোলাজ করে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে আজ পোস্ট করেন তামিম। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, বাংলাদেশ আপনার কাছে কী? আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, কেমন বাংলাদেশ দেখতে চান? এই ছবিগুলো মেলে ধরব। এ রকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ।’
সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ পড়লেই দেখা যাচ্ছে দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যাদুর্গত মানুষের হাহাকার। অসংখ্য গৃহহীন মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে তামিম এরই মধ্যে ফেসবুকে দুটি পোস্ট করেছেন। যার প্রথমটি দিয়েছেন গতকাল। বিশাল সেই পোস্টের সারমর্ম হলো, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বাদ দিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে বললেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে তামিমের মতো আরও অনেক ক্রিকেটার বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, তাওহীদ হৃদয়, আকবর আলীরা ফেসবুকে বন্যাদুর্গতদের নিয়ে পোস্ট করেছেন ফেসবুকে। পাকিস্তানে থাকলেও বাংলাদেশের বন্যাকবলিত মানুষের জন্য প্রাণ কাঁদছে মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম, লিটন দাসের মতো ক্রিকেটারদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা বলেছে।
আরও পড়ুন:

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে