নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢালাওভাবে আজ থেকে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিরা। নারায়ণগঞ্জে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে আনুষ্ঠানিকভাবে প্রথম দিনের অনুশীলন করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস।
অনুশীলনের জন্য এবারের বিপিএলের আগে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি বেছে নিয়েছে নিজেদের পছন্দের অনুশীলন ভেন্যু। সর্বশেষ সংস্করণে একই মাঠে অনুশীলন করতে বেশির ভাগ দল। ফলে মিরপুর একাডেমিতে আদর্শ প্রস্তুতিরও সুযোগ হত না ফ্র্যাঞ্চাইজিদের। তার ওপর এবার মাঠের বড় একটা জায়গা জুড়ে রয়েছে বিসিবি গ্রিন হাউজ এফেক্টের প্রজেক্ট। কমে গেছে উইকেটও।
সবকিছু বিবেচনায় এবার মিরপুরের বাইরেই অনুশীলন করছে বিপিএলের ৫-৬টি দল। এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন মোহাম্মদ সালাহ উদ্দিন। কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ বলেছেন, ‘দেখুন মিরপুরে আগে যখন আরও বেশি উইকেট ছিল, তখনো মাছ বাজারের মতো লাগত। এক সঙ্গে এতগুলো দল যখন মাঠে চলে আসত। এখন জায়গা আরও অনেক ছোট হয়ে গেছে। যদি এখন সাতটি দল আসে, তাহলে অনুশীলন করার তো সুযোগ নেই। সব দলই যার যার মতো বেছে নিয়েছে। অন্য দল হয়ত আরেকটা বেছে নিয়েছে। এখানে যেহেতু আমি থাকি, একটু সুবিধা পেতেই পারি। জায়গা ওভাবে ব্যবহার করতে পারি। এ কারণেই এখানে আসা।’
কোচ সালাহ উদ্দিনের অধীনে অনুশীলন করেছেন স্থানীয় ক্রিকেটাররা। লিটন দাস-মাহিদুল ইসলাম অঙ্কনদের দীক্ষা দিয়ে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন কুমিল্লার কোচ। সেখানে এল তাঁর আরেক শিষ্য সাকিব আল হাসানের প্রসঙ্গ। যদিও সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।
সুসম্পর্কের পাশাপাশি সাকিবের মাস্কো একাডেমির কোচও সালাহ উদ্দিন। কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনে সাংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাকিবের নামের সঙ্গে এমপি শব্দও যোগ হয়েছে। ফলে এবার শুধু অলরাউন্ডার সাকিব নয়, সংসদ সদস্য সাকিবেরও গুরু সালাহ উদ্দিন। ব্যাপারটি কেমন লাগে তাঁর কাছে?
সালাহ উদ্দিন অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিষ্য সাকিব এমপি-মন্ত্রী যা-ই হোক না কেন, তাঁর কাছে শুধুই ‘সাকিব’। দেশসেরা কোচ বলেছেন, ‘রাজনীতির ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কেউ যদি এমপি বা প্রাইম মিনিস্টার হয়ে যায় সেটা নিয়ে আমার আগ্রহ নেই। সে আমার কাছে যে মানুষটা এবং আমি আশা করি সাকিব আমার কাছে সেই মানুষই থাকবে।’
তার পরই সালাহ উদ্দিনের স্পষ্ট কথা, ‘সে (সাকিব) এমপি হলো নাকি মন্ত্রী হলো সেটা আমার কাছে মুখ্য বিষয় নয়। আমার কাছে মনে হয় যে আমার সঙ্গে যে সম্পর্ক, সেটাই থাকবে। বাকিটা নিয়ে আমার আসলে কোনো ধরনের কোনো আগ্রহ নেই।’

ঢালাওভাবে আজ থেকে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিরা। নারায়ণগঞ্জে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে আনুষ্ঠানিকভাবে প্রথম দিনের অনুশীলন করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস।
অনুশীলনের জন্য এবারের বিপিএলের আগে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি বেছে নিয়েছে নিজেদের পছন্দের অনুশীলন ভেন্যু। সর্বশেষ সংস্করণে একই মাঠে অনুশীলন করতে বেশির ভাগ দল। ফলে মিরপুর একাডেমিতে আদর্শ প্রস্তুতিরও সুযোগ হত না ফ্র্যাঞ্চাইজিদের। তার ওপর এবার মাঠের বড় একটা জায়গা জুড়ে রয়েছে বিসিবি গ্রিন হাউজ এফেক্টের প্রজেক্ট। কমে গেছে উইকেটও।
সবকিছু বিবেচনায় এবার মিরপুরের বাইরেই অনুশীলন করছে বিপিএলের ৫-৬টি দল। এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন মোহাম্মদ সালাহ উদ্দিন। কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ বলেছেন, ‘দেখুন মিরপুরে আগে যখন আরও বেশি উইকেট ছিল, তখনো মাছ বাজারের মতো লাগত। এক সঙ্গে এতগুলো দল যখন মাঠে চলে আসত। এখন জায়গা আরও অনেক ছোট হয়ে গেছে। যদি এখন সাতটি দল আসে, তাহলে অনুশীলন করার তো সুযোগ নেই। সব দলই যার যার মতো বেছে নিয়েছে। অন্য দল হয়ত আরেকটা বেছে নিয়েছে। এখানে যেহেতু আমি থাকি, একটু সুবিধা পেতেই পারি। জায়গা ওভাবে ব্যবহার করতে পারি। এ কারণেই এখানে আসা।’
কোচ সালাহ উদ্দিনের অধীনে অনুশীলন করেছেন স্থানীয় ক্রিকেটাররা। লিটন দাস-মাহিদুল ইসলাম অঙ্কনদের দীক্ষা দিয়ে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন কুমিল্লার কোচ। সেখানে এল তাঁর আরেক শিষ্য সাকিব আল হাসানের প্রসঙ্গ। যদিও সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।
সুসম্পর্কের পাশাপাশি সাকিবের মাস্কো একাডেমির কোচও সালাহ উদ্দিন। কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনে সাংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাকিবের নামের সঙ্গে এমপি শব্দও যোগ হয়েছে। ফলে এবার শুধু অলরাউন্ডার সাকিব নয়, সংসদ সদস্য সাকিবেরও গুরু সালাহ উদ্দিন। ব্যাপারটি কেমন লাগে তাঁর কাছে?
সালাহ উদ্দিন অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিষ্য সাকিব এমপি-মন্ত্রী যা-ই হোক না কেন, তাঁর কাছে শুধুই ‘সাকিব’। দেশসেরা কোচ বলেছেন, ‘রাজনীতির ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কেউ যদি এমপি বা প্রাইম মিনিস্টার হয়ে যায় সেটা নিয়ে আমার আগ্রহ নেই। সে আমার কাছে যে মানুষটা এবং আমি আশা করি সাকিব আমার কাছে সেই মানুষই থাকবে।’
তার পরই সালাহ উদ্দিনের স্পষ্ট কথা, ‘সে (সাকিব) এমপি হলো নাকি মন্ত্রী হলো সেটা আমার কাছে মুখ্য বিষয় নয়। আমার কাছে মনে হয় যে আমার সঙ্গে যে সম্পর্ক, সেটাই থাকবে। বাকিটা নিয়ে আমার আসলে কোনো ধরনের কোনো আগ্রহ নেই।’

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
২ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
১ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
১ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২ ঘণ্টা আগে