ক্রীড়া ডেস্ক
২০২৫ এশিয়া কাপে খেলবে না ভারত—দেশটির সংবাদমাধ্যমেই আজ এ প্রতিবেদন চাউর হয়েছে। এমন আলোচনার মধ্যেই এ ব্যাপারে বার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে এবারের এশিয়া কাপে ভারত খেলবে কি না, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। তবে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারত সরে দাঁড়াচ্ছে এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি এবং এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি। তাঁর কথায়, বিষয়টি এখন পর্যন্ত গুঞ্জনই।
ভারত ছয় দলের এই টুর্নামেন্টের আয়োজন করার কথা, যা টি-টোয়েন্টি সংস্করণে হওয়ার কথা। তবে এ প্রতিযোগিতার তত্ত্বাবধায়ক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো আনুষ্ঠানিকভাবে সময়সূচি বা ভেন্যু ঘোষণা করেনি। আগামী সেপ্টেম্বরে সম্ভাব্য সময় হিসেবে নির্ধারিত আছে টুর্নামেন্ট আয়োজনের।
আজ এক বিবৃতিতে দেবজিত সাইকিয়া বলেন, ‘এশিয়া কাপ বা অন্য কোনো এসিসি ইভেন্ট নিয়ে কোনো পর্যায়ে কোনো আলোচনা হয়নি। বিসিসিআই এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, এমনকি এসিসিকে কিছু লিখেও জানায়নি। এখন আমাদের মূল মনোযোগ আইপিএল ও পরবর্তী ইংল্যান্ড সিরিজ (পুরুষ ও মহিলা) নিয়ে।’
দেবজিত আরও জানিয়েছেন, ভারতের এশিয়া কাপে অংশগ্রহণ এবং জুনে শ্রীলঙ্কায় নারী ইমার্জিং এশিয়া কাপ নিয়েও বিসিসিআই এখনো কোনো কিছু চূড়ান্ত করেনি। তবে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের ইমার্জিং এশিয়া কাপ স্থগিত করা হয়েছে, যদিও এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এসিসি এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেনি।
২০২৫ এশিয়া কাপে খেলবে না ভারত—দেশটির সংবাদমাধ্যমেই আজ এ প্রতিবেদন চাউর হয়েছে। এমন আলোচনার মধ্যেই এ ব্যাপারে বার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে এবারের এশিয়া কাপে ভারত খেলবে কি না, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। তবে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারত সরে দাঁড়াচ্ছে এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি এবং এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি। তাঁর কথায়, বিষয়টি এখন পর্যন্ত গুঞ্জনই।
ভারত ছয় দলের এই টুর্নামেন্টের আয়োজন করার কথা, যা টি-টোয়েন্টি সংস্করণে হওয়ার কথা। তবে এ প্রতিযোগিতার তত্ত্বাবধায়ক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো আনুষ্ঠানিকভাবে সময়সূচি বা ভেন্যু ঘোষণা করেনি। আগামী সেপ্টেম্বরে সম্ভাব্য সময় হিসেবে নির্ধারিত আছে টুর্নামেন্ট আয়োজনের।
আজ এক বিবৃতিতে দেবজিত সাইকিয়া বলেন, ‘এশিয়া কাপ বা অন্য কোনো এসিসি ইভেন্ট নিয়ে কোনো পর্যায়ে কোনো আলোচনা হয়নি। বিসিসিআই এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, এমনকি এসিসিকে কিছু লিখেও জানায়নি। এখন আমাদের মূল মনোযোগ আইপিএল ও পরবর্তী ইংল্যান্ড সিরিজ (পুরুষ ও মহিলা) নিয়ে।’
দেবজিত আরও জানিয়েছেন, ভারতের এশিয়া কাপে অংশগ্রহণ এবং জুনে শ্রীলঙ্কায় নারী ইমার্জিং এশিয়া কাপ নিয়েও বিসিসিআই এখনো কোনো কিছু চূড়ান্ত করেনি। তবে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের ইমার্জিং এশিয়া কাপ স্থগিত করা হয়েছে, যদিও এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এসিসি এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেনি।
আঞ্চলিক ক্রিকেট বোর্ড বা ক্রিকেট কাঠামো তৈরির আলোচনা বেশ দীর্ঘ। যদিও সেভাবে আলোরমুখ দেখেনি বললেই চলে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান তিনি।
২০ মিনিট আগেছেলেদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কানাডা ক্রিকেট দল। গতকাল কিং সিটিতে বাহামাসকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে আমেরিকার প্রতিনিধিরা। আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিক কানাডা টানা পঞ্চম জয় তুলে নিয়েছে।
২ ঘণ্টা আগেঘুমিয়ে পড়া বাংলাদেশ ফুটবল জেগে ওঠার স্বপ্ন দেখছে প্রবাসী ফুটবলারদের ঘিরে। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শুরুর একাদশে ৫ জনই ছিলেন প্রবাসী। যদিও ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ, হেরেছে ২-১ গোলে। শুরুতে ধাক্কা খেলেও সফলতার খোঁজে বাংলাদেশ চোখ রাখতে পারে সুরিনামের দিকে।
৩ ঘণ্টা আগেক্লাব বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। রাত ১টায় রিয়াল খেলকে পাচুয়ার বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে আল হিলালের সঙ্গে ড্র করেছে তারা। কাল সকাল ৭টায় ম্যানসিটি মাঠে নামবে সৌদির ক্লাব আল আইনের বিপক্ষে।
৩ ঘণ্টা আগে