
ভাড়া করা বিমানে মোস্তাফিজুর রহমানকে তড়িঘড়ি করে নিয়ে যায় দিল্লি ক্যাপিটালস। তবে এখনো পর্যন্ত ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটা ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি। সেখানে আজ দিল্লির তৃতীয় ম্যাচের আগে অনেক ভক্ত-সমর্থকেরই প্রশ্ন, এবারও কি ডাগআউটে বসে সময় কাটবে বাংলাদেশের এই বাঁহাতি পেসারের?
মোস্তাফিজ ছাড়া দিল্লি এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, গুজরাট টাইটান্স—এ দুই দলের বিপক্ষে বাজেভাবে হেরেছে তাঁর দল। দুটো ম্যাচেই দিল্লির বোলিং দুর্বলতা চোখে পড়েছে। বিশেষ করে পেস বোলিং বিভাগ যারপরনাই ব্যর্থ হয়েছে। লক্ষ্ণৌর বিপক্ষে চেতন সাকারিয়া ২ উইকেট পেয়েছেন ঠিকই, তবে তিনি বেশ খরুচে বোলিং করেছেন। ৪ ওভার বোলিং করে ৫৩ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। আর বিদেশি পেসারদের মধ্যে মোস্তাফিজ ছাড়া আছেন লুঙ্গি এনগিদি ও অ্যানরিখ নরকিয়া। এনগিদি কোনো ম্যাচ না খেললেও নরকিয়া খেলেছেন এক ম্যাচ। খরুচে বোলিং করেছেন নরকিয়াও। গুজরাটের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।
এ ছাড়া দিল্লির বিদেশি ক্রিকেটাররা আশানুরূপ পারফর্ম করতে পারছেন না। পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ এখনো পর্যন্ত ব্যাটিংয়ে দুই অঙ্ক ছুঁতে পারেননি। লক্ষ্ণৌর বিপক্ষে গোল্ডেন ডাক মেরেছেন আর গুজরাটের বিপক্ষে করেছেন ৪ রান। দ্বিতীয় ম্যাচ বোলিং করে নিয়েছেন ১ উইকেট। ৩.১ ওভার বোলিং করে খরচ করেছেন ২৪ রান। আর রাইলি রুশো প্রথম ম্যাচে ২০ বলে ৩০ রান করলেও দ্বিতীয় ম্যাচে মেরেছেন গোল্ডেন ডাক। ফিনিশার হিসেবে ভালো খেলাও হচ্ছে না রোভমান পাওয়েলের। আর ডেভিড ওয়ার্নার রান পেলেও স্ট্রাইকরেট নিয়ে আছে প্রশ্ন। যদিও ওয়ার্নার দলটির অধিনায়ক। সেক্ষেত্রে আজ ওয়ার্নার কাউকে বসিয়ে মোস্তাফিজকে সুযোগ দেন কি না, তা বলে দেবে সময়। গুয়াহাটিতে বাংলাদেশ সময় বিকাল ৪টায় রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে নামবে দিল্লি।

ভাড়া করা বিমানে মোস্তাফিজুর রহমানকে তড়িঘড়ি করে নিয়ে যায় দিল্লি ক্যাপিটালস। তবে এখনো পর্যন্ত ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটা ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি। সেখানে আজ দিল্লির তৃতীয় ম্যাচের আগে অনেক ভক্ত-সমর্থকেরই প্রশ্ন, এবারও কি ডাগআউটে বসে সময় কাটবে বাংলাদেশের এই বাঁহাতি পেসারের?
মোস্তাফিজ ছাড়া দিল্লি এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, গুজরাট টাইটান্স—এ দুই দলের বিপক্ষে বাজেভাবে হেরেছে তাঁর দল। দুটো ম্যাচেই দিল্লির বোলিং দুর্বলতা চোখে পড়েছে। বিশেষ করে পেস বোলিং বিভাগ যারপরনাই ব্যর্থ হয়েছে। লক্ষ্ণৌর বিপক্ষে চেতন সাকারিয়া ২ উইকেট পেয়েছেন ঠিকই, তবে তিনি বেশ খরুচে বোলিং করেছেন। ৪ ওভার বোলিং করে ৫৩ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। আর বিদেশি পেসারদের মধ্যে মোস্তাফিজ ছাড়া আছেন লুঙ্গি এনগিদি ও অ্যানরিখ নরকিয়া। এনগিদি কোনো ম্যাচ না খেললেও নরকিয়া খেলেছেন এক ম্যাচ। খরুচে বোলিং করেছেন নরকিয়াও। গুজরাটের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।
এ ছাড়া দিল্লির বিদেশি ক্রিকেটাররা আশানুরূপ পারফর্ম করতে পারছেন না। পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ এখনো পর্যন্ত ব্যাটিংয়ে দুই অঙ্ক ছুঁতে পারেননি। লক্ষ্ণৌর বিপক্ষে গোল্ডেন ডাক মেরেছেন আর গুজরাটের বিপক্ষে করেছেন ৪ রান। দ্বিতীয় ম্যাচ বোলিং করে নিয়েছেন ১ উইকেট। ৩.১ ওভার বোলিং করে খরচ করেছেন ২৪ রান। আর রাইলি রুশো প্রথম ম্যাচে ২০ বলে ৩০ রান করলেও দ্বিতীয় ম্যাচে মেরেছেন গোল্ডেন ডাক। ফিনিশার হিসেবে ভালো খেলাও হচ্ছে না রোভমান পাওয়েলের। আর ডেভিড ওয়ার্নার রান পেলেও স্ট্রাইকরেট নিয়ে আছে প্রশ্ন। যদিও ওয়ার্নার দলটির অধিনায়ক। সেক্ষেত্রে আজ ওয়ার্নার কাউকে বসিয়ে মোস্তাফিজকে সুযোগ দেন কি না, তা বলে দেবে সময়। গুয়াহাটিতে বাংলাদেশ সময় বিকাল ৪টায় রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে নামবে দিল্লি।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
৯ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
১০ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
১০ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
১১ ঘণ্টা আগে