
সুযোগ থাকলে সাইম আইয়ুব দ্বিতীয়বার খেলতে পারতেন ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল)। তবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ থাকায় সেটা সম্ভব হচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে অনুমতি পাননি তরুণ এই ক্রিকেটার।
ক্রিকেট পাকিস্তানসহ পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যম গত রাতে জানিয়েছে, এবারের সিপিএল খেলতে পাকিস্তানের চার ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে। সেই চার ক্রিকেটারের মধ্যে নেই আইয়ুব। কারণ, ২০২৪ সিপিএল আর বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট, দুটোই শুরু হচ্ছে ৩০ আগস্ট। সিপিএলে এনওসি পাওয়া চার ক্রিকেটার হলেন আজম খান, ফখর জামান, মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন আজম। ফখর, আমির ও ইমাদ—তিন ক্রিকেটারেরই দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।
সিপিএলে ২০২৩ সালে প্রথমবার খেলার সুযোগ পেয়েছেন আইয়ুব। ক্যারিয়ারের প্রথম সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ১৩ ম্যাচে করেছেন ৪৭৮ রান। গড় ও স্ট্রাইকরেট ৪৩.৭৫ ও ১৪২.২৬। করেছেন ৪ ফিফটি। সর্বোচ্চ স্কোর ৮৫। গত বছরের সিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পাকিস্তানি এই ক্রিকেটার।
খেলোয়াড়দের অনাপত্তিপত্র নিয়ে পিসিবির ‘নাটক’ অবশ্য নতুন কিছু নয়। গত মাসে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিকে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে দেওয়া হয়নি। পিসিবি তখন ব্যস্ত সূচি সামনে রেখে তাঁদের বিশ্রামের কথা বলেছিল। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি শুরু পাকিস্তানে শুরু হওয়ার কথা আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।
রাওয়ালপিন্ডিতে চলতি সপ্তাহের রোববার পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে ৫৭ রান করেন আইয়ুব। যেখানে প্রথম ইনিংসে ৫৬ রান করে টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি করেন আইয়ুব।
আরও পড়ুন: পাকিস্তানে বাংলাদেশের ঐতিহাসিক জয়

সুযোগ থাকলে সাইম আইয়ুব দ্বিতীয়বার খেলতে পারতেন ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল)। তবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ থাকায় সেটা সম্ভব হচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে অনুমতি পাননি তরুণ এই ক্রিকেটার।
ক্রিকেট পাকিস্তানসহ পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যম গত রাতে জানিয়েছে, এবারের সিপিএল খেলতে পাকিস্তানের চার ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে। সেই চার ক্রিকেটারের মধ্যে নেই আইয়ুব। কারণ, ২০২৪ সিপিএল আর বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট, দুটোই শুরু হচ্ছে ৩০ আগস্ট। সিপিএলে এনওসি পাওয়া চার ক্রিকেটার হলেন আজম খান, ফখর জামান, মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন আজম। ফখর, আমির ও ইমাদ—তিন ক্রিকেটারেরই দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।
সিপিএলে ২০২৩ সালে প্রথমবার খেলার সুযোগ পেয়েছেন আইয়ুব। ক্যারিয়ারের প্রথম সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ১৩ ম্যাচে করেছেন ৪৭৮ রান। গড় ও স্ট্রাইকরেট ৪৩.৭৫ ও ১৪২.২৬। করেছেন ৪ ফিফটি। সর্বোচ্চ স্কোর ৮৫। গত বছরের সিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পাকিস্তানি এই ক্রিকেটার।
খেলোয়াড়দের অনাপত্তিপত্র নিয়ে পিসিবির ‘নাটক’ অবশ্য নতুন কিছু নয়। গত মাসে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিকে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে দেওয়া হয়নি। পিসিবি তখন ব্যস্ত সূচি সামনে রেখে তাঁদের বিশ্রামের কথা বলেছিল। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি শুরু পাকিস্তানে শুরু হওয়ার কথা আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।
রাওয়ালপিন্ডিতে চলতি সপ্তাহের রোববার পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে ৫৭ রান করেন আইয়ুব। যেখানে প্রথম ইনিংসে ৫৬ রান করে টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি করেন আইয়ুব।
আরও পড়ুন: পাকিস্তানে বাংলাদেশের ঐতিহাসিক জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৯ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১১ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৪ ঘণ্টা আগে