Ajker Patrika

খাবার বিলিয়েও কোহলির রানখরা কাটাতে পারলেন না ভক্তরা

খাবার বিলিয়েও কোহলির রানখরা কাটাতে পারলেন না ভক্তরা

দীর্ঘ দিন ধরেই বিরাট কোহলি ছন্দে নেই। এক সময়কার ‘রান মেশিনের’ সময় এতটাই বাজে যাচ্ছে যে, তিন সংস্করণ মিলিয়ে সর্বশেষ ফিফটি করেছেন পাঁচ মাস আগে।

কোহলিকে নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। সাবেক ক্রিকেটারদের মধ্যে কেউ কেউ তাঁকে দল থেকে বাদ দিতে বলেছেন। আবার অনেকে তাঁর পাশে দাঁড়াচ্ছেন। সেই তালিকায় আছে ভক্তরাও। 

লর্ডসে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে ভক্তরা কোহলির সেঞ্চুরির জন্য প্রার্থনা করেছেন ক্ষুধার্তদের মাঝে খাবার বিলিয়ে। তবে ভক্তদের প্রার্থনাতেও কোহলির সুদিন ফেরেনি। আউট হয়েছেন ১৬ রান করে। 

তিন বছর হতে চলল কোহলি সেঞ্চুরি করতে পান না কোনো সংস্করণে। তিনি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন ছন্দ ফিরে পেতে। তাঁর সেঞ্চুরিখরা নিয়ে ভক্তরাও পড়েছেন দুশ্চিন্তায়। এত দিন সাবেক অধিনায়কের জন্য শুভাকাঙ্ক্ষীরা নিজেদের মতো করে প্রার্থনা করে আসছিলেন। এবার তাঁর কিছু পাঁড় সমর্থক ব্যতিক্রম এক উদ্যোগ নিয়েছেন।

কোহলির সেঞ্চুরির আশায় ক্ষুধার্তদের খাবার বিলিয়েছেন ভক্তরালর্ডসে কাল ম্যাচ শুরুর আগে ভক্তরা কোহলির সেঞ্চুরির আশায় ক্ষুধার্তদের মাঝে খাবার বিলি করেছেন। খাবারের প্যাকেটের গাঁয়ে লেখা ছিল—বিরাটের ৭১ তম সেঞ্চুরির অপেক্ষা করা হচ্ছে। ভক্তরা থাগাম ফাউন্ডেশনের নামে মহৎ উদ্যোগটি আয়োজন করেছেন।

ভক্তরা নিজেদের কাজ সঠিকভাবে করলেও কোহলি পারেননি তাঁর কাজটি করতে। দলও হেরেছে ১০০ রানের বড় ব্যবধানে। 

কোহলি দ্রুত ছন্দে না ফিরলে দলে জায়গা হারাতে পারেন। সুযোগ পাওয়া তরুণ ক্রিকেটাররা ভালো খেলে নির্বাচকদের ওপর চাপ বাড়াচ্ছেন। এ রকম চলতে থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়তো দেখা যাবে না তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত