
ইংল্যান্ডকে ধবলধোলাই করে শুরু, নিউজিল্যান্ডের সঙ্গে ভাগাভাগি করে শেষ—আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের এ বছরের পারফরম্যান্সের সারমর্ম এটাই। ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির ব্যর্থতার বছরে সীমিত ওভারের ক্রিকেটের অন্য সংস্করণে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ। সাফল্যের বিচারে বাংলাদেশ ছাড়িয়ে গেছে ভারত-অস্ট্রেলিয়ার মতো পরাক্রমশালী দলগুলোকেও।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে এক বছরে বাংলাদেশ সর্বোচ্চ জয় পেয়েছিল ২০২১ সালে। দুই বছর আগে সেবার জিতেছিল ১১ ম্যাচ। বাংলাদেশের কাছে আজ সুযোগ ছিল সেই রেকর্ড স্পর্শ করার। তবে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের কাছে বৃষ্টি আইনে ১৭ রানে হারায় তা সম্ভব হয়নি। এ বছর বাংলাদেশ ১৪ ম্যাচ খেলে জিতেছে ১০ ম্যাচ, ৩ ম্যাচ হেরেছে ও ১ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। আফগানিস্তান, আয়ারল্যান্ডের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এশিয়ান গেমসে বাংলাদেশ জিতেছিল ব্রোঞ্জ পদক। সাফল্যের হার ৭১.৪৩, যা এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশের পরে দ্বিতীয় স্থানে থাকা দলটি ভারত। ২৩ ম্যাচ খেলে ১৫ জয়ে ভারতের সাফল্যের হার ৬৫.২২। এশিয়ান গেমসের ক্রিকেটে স্বর্ণপদক জিতেছে তারা। এশিয়া মহাদেশের দলটি এ বছর একমাত্র টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
৬১.৫৪ শতাংশ সফলতা নিয়ে এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর তৃতীয় সফল দল ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড—তিন শক্তিশালী দেশের বিপক্ষে সিরিজ জিতেছে উইন্ডিজ। ৪ নম্বরে থাকা আফগানিস্তানের সফলতার হার ৫৮.৩৩। শারজায় আজ বাংলাদেশ সময় রাত ৮টায় আফগানরা খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আমিরাতকে হারালে ওয়েস্ট ইন্ডিজের সমান সফলতার হার হবে আফগানদের। অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড—দুই দলেরই সফলতার হার ৫০ শতাংশ। দুটি দলই সমানসংখ্যক জিতেছে ও হেরেছে।
টেস্ট খেলুড়ে দলগুলোর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর পারফরম্যান্সের দিক থেকে সবার পেছনে শ্রীলঙ্কা। লঙ্কানরা এ বছর ৭ ম্যাচে জিতেছে মাত্র ১ ম্যাচ। সফলতার হার ১৪.২৯ শতাংশ। অবস্থা ভালো নয় ইংল্যান্ডেরও। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংল্যান্ড ২০২৩ সালে খেলেছে ১২ টি-টোয়েন্টি। ৪ ম্যাচ জয়ে ইংলিশদের সফলতার হার ৩৩.৩৩ শতাংশ। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরেছে ইংল্যান্ড। সিরিজ ড্র করেছে নিউজিল্যান্ডের সঙ্গে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর টেস্ট খেলুড়ে দলের পারফরম্যান্স:
দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত সাফল্যের হার (%)
বাংলাদেশ ১৪ ১০ ৩ ০/ ১ ৭১.৪৩
ভারত ২৩ ১৫ ৭ ০/ ১ ৬৫.২২
ওয়েস্ট ইন্ডিজ ১৩ ৮ ৫ ০/ ০ ৬১.৫৪
আফগানিস্তান ১২ ৭ ৪ ০/ ১ ৫৮.৩৩
জিম্বাবুয়ে ১৭ ৯ ৮ ০/০ ৫২.৯৪
অস্ট্রেলিয়া ৮ ৪ ৪ ০/০ ৫০
আয়ারল্যান্ড ১৬ ৮ ৮ ০/০ ৫০
নিউজিল্যান্ড ২১ ১০ ৮ ১/২ ৪৭.৬২
পাকিস্তান ১১ ৪ ৬ ০/১ ৩৬.৩৬
ইংল্যান্ড ১২ ৪ ৮ ০/০ ৩৩.৩৩
দক্ষিণ আফ্রিকা ৮ ২ ৬ ০/০ ২৫
শ্রীলঙ্কা ৭ ১ ৫ ১/০ ১৪.২৯
৩১ ডিসেম্বর রাত ৮টায় শুরু হতে যাওয়া আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের আগ পর্যন্ত

ইংল্যান্ডকে ধবলধোলাই করে শুরু, নিউজিল্যান্ডের সঙ্গে ভাগাভাগি করে শেষ—আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের এ বছরের পারফরম্যান্সের সারমর্ম এটাই। ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির ব্যর্থতার বছরে সীমিত ওভারের ক্রিকেটের অন্য সংস্করণে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ। সাফল্যের বিচারে বাংলাদেশ ছাড়িয়ে গেছে ভারত-অস্ট্রেলিয়ার মতো পরাক্রমশালী দলগুলোকেও।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে এক বছরে বাংলাদেশ সর্বোচ্চ জয় পেয়েছিল ২০২১ সালে। দুই বছর আগে সেবার জিতেছিল ১১ ম্যাচ। বাংলাদেশের কাছে আজ সুযোগ ছিল সেই রেকর্ড স্পর্শ করার। তবে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের কাছে বৃষ্টি আইনে ১৭ রানে হারায় তা সম্ভব হয়নি। এ বছর বাংলাদেশ ১৪ ম্যাচ খেলে জিতেছে ১০ ম্যাচ, ৩ ম্যাচ হেরেছে ও ১ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। আফগানিস্তান, আয়ারল্যান্ডের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এশিয়ান গেমসে বাংলাদেশ জিতেছিল ব্রোঞ্জ পদক। সাফল্যের হার ৭১.৪৩, যা এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশের পরে দ্বিতীয় স্থানে থাকা দলটি ভারত। ২৩ ম্যাচ খেলে ১৫ জয়ে ভারতের সাফল্যের হার ৬৫.২২। এশিয়ান গেমসের ক্রিকেটে স্বর্ণপদক জিতেছে তারা। এশিয়া মহাদেশের দলটি এ বছর একমাত্র টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
৬১.৫৪ শতাংশ সফলতা নিয়ে এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর তৃতীয় সফল দল ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড—তিন শক্তিশালী দেশের বিপক্ষে সিরিজ জিতেছে উইন্ডিজ। ৪ নম্বরে থাকা আফগানিস্তানের সফলতার হার ৫৮.৩৩। শারজায় আজ বাংলাদেশ সময় রাত ৮টায় আফগানরা খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আমিরাতকে হারালে ওয়েস্ট ইন্ডিজের সমান সফলতার হার হবে আফগানদের। অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড—দুই দলেরই সফলতার হার ৫০ শতাংশ। দুটি দলই সমানসংখ্যক জিতেছে ও হেরেছে।
টেস্ট খেলুড়ে দলগুলোর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর পারফরম্যান্সের দিক থেকে সবার পেছনে শ্রীলঙ্কা। লঙ্কানরা এ বছর ৭ ম্যাচে জিতেছে মাত্র ১ ম্যাচ। সফলতার হার ১৪.২৯ শতাংশ। অবস্থা ভালো নয় ইংল্যান্ডেরও। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংল্যান্ড ২০২৩ সালে খেলেছে ১২ টি-টোয়েন্টি। ৪ ম্যাচ জয়ে ইংলিশদের সফলতার হার ৩৩.৩৩ শতাংশ। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরেছে ইংল্যান্ড। সিরিজ ড্র করেছে নিউজিল্যান্ডের সঙ্গে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর টেস্ট খেলুড়ে দলের পারফরম্যান্স:
দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত সাফল্যের হার (%)
বাংলাদেশ ১৪ ১০ ৩ ০/ ১ ৭১.৪৩
ভারত ২৩ ১৫ ৭ ০/ ১ ৬৫.২২
ওয়েস্ট ইন্ডিজ ১৩ ৮ ৫ ০/ ০ ৬১.৫৪
আফগানিস্তান ১২ ৭ ৪ ০/ ১ ৫৮.৩৩
জিম্বাবুয়ে ১৭ ৯ ৮ ০/০ ৫২.৯৪
অস্ট্রেলিয়া ৮ ৪ ৪ ০/০ ৫০
আয়ারল্যান্ড ১৬ ৮ ৮ ০/০ ৫০
নিউজিল্যান্ড ২১ ১০ ৮ ১/২ ৪৭.৬২
পাকিস্তান ১১ ৪ ৬ ০/১ ৩৬.৩৬
ইংল্যান্ড ১২ ৪ ৮ ০/০ ৩৩.৩৩
দক্ষিণ আফ্রিকা ৮ ২ ৬ ০/০ ২৫
শ্রীলঙ্কা ৭ ১ ৫ ১/০ ১৪.২৯
৩১ ডিসেম্বর রাত ৮টায় শুরু হতে যাওয়া আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের আগ পর্যন্ত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৫ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৬ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৬ ঘণ্টা আগে