
গত কয়েক মাস দুর্দান্ত ফর্মে আছেন বাবর আজম। বর্তমানে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে তিনি। ফর্মের তুঙ্গে থেকে ২৮ আগস্ট দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এশিয়া কাপ শুরু করবেন পাকিস্তানি অধিনায়ক।
এই আসরেই নতুন রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে বাবরকে। পাকিস্তানের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের মাইলফলকের সামনে ২৭ বছর বয়সী তারকা। তার জন্য দরকার ১২০ রান। সাম্প্রতিক ফর্ম মরুর বুকে টেনে আনতে পারলে এশিয়া কাপেই এই নতুন রেকর্ড গড়তে পারেন তিনি।
পাকিস্তানিদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহে শীর্ষে আছেন শোয়েব মালিক। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭২ ম্যাচে ৩৬.৫৫ গড়, ১২৭. ১৩ স্ট্রাইক রেট ও ৭১ ফিফটিতে ১১৬৯৮ রান করেছেন ৪০ বছর বয়সী অলরাউন্ডার। বাবর এখন পর্যন্ত ২১৯ ম্যাচে ৬ সেঞ্চুরি ও ৬৭ ফিফটিতে করেছেন ৭৮৮০ রান। তাঁর গড় ৪৫.২৮ এবং স্ট্রাইক রেট ১২৮.০৮।
অন্যদিকে, নতুন মাইলফলকের চূড়ায় ওঠার অপেক্ষায় মোহাম্মদ রিজওয়ান। এই উইকেটরক্ষক-ব্যাটার সপ্তম পাকিস্তানি হিসেবে টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মালিক হওয়ার পথে। ১৮৭ টি-টোয়েন্টিতে ৪১.৯৫ গড়, ১২৬ স্ট্রাইক রেট ও ৩৯ ফিফটিতে তাঁর রান ৪৯০৯। এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টিতে ২ হাজার করা একমাত্র ক্রিকেটার তিনি। আর ৯১ রান করলে পাকিস্তানের হয়ে ২০ ওভারের ক্রিকেটে ৫ হাজারি রানের অভিজাত ক্লাবে যোগ দেবেন রিজওয়ান। যেখানে তিনি সঙ্গী হিসেবে পাবেন মালিক, বাবর, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, আহমেদ শেহজাদ ও কামরান আকমলকে।

গত কয়েক মাস দুর্দান্ত ফর্মে আছেন বাবর আজম। বর্তমানে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে তিনি। ফর্মের তুঙ্গে থেকে ২৮ আগস্ট দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এশিয়া কাপ শুরু করবেন পাকিস্তানি অধিনায়ক।
এই আসরেই নতুন রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে বাবরকে। পাকিস্তানের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের মাইলফলকের সামনে ২৭ বছর বয়সী তারকা। তার জন্য দরকার ১২০ রান। সাম্প্রতিক ফর্ম মরুর বুকে টেনে আনতে পারলে এশিয়া কাপেই এই নতুন রেকর্ড গড়তে পারেন তিনি।
পাকিস্তানিদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহে শীর্ষে আছেন শোয়েব মালিক। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭২ ম্যাচে ৩৬.৫৫ গড়, ১২৭. ১৩ স্ট্রাইক রেট ও ৭১ ফিফটিতে ১১৬৯৮ রান করেছেন ৪০ বছর বয়সী অলরাউন্ডার। বাবর এখন পর্যন্ত ২১৯ ম্যাচে ৬ সেঞ্চুরি ও ৬৭ ফিফটিতে করেছেন ৭৮৮০ রান। তাঁর গড় ৪৫.২৮ এবং স্ট্রাইক রেট ১২৮.০৮।
অন্যদিকে, নতুন মাইলফলকের চূড়ায় ওঠার অপেক্ষায় মোহাম্মদ রিজওয়ান। এই উইকেটরক্ষক-ব্যাটার সপ্তম পাকিস্তানি হিসেবে টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মালিক হওয়ার পথে। ১৮৭ টি-টোয়েন্টিতে ৪১.৯৫ গড়, ১২৬ স্ট্রাইক রেট ও ৩৯ ফিফটিতে তাঁর রান ৪৯০৯। এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টিতে ২ হাজার করা একমাত্র ক্রিকেটার তিনি। আর ৯১ রান করলে পাকিস্তানের হয়ে ২০ ওভারের ক্রিকেটে ৫ হাজারি রানের অভিজাত ক্লাবে যোগ দেবেন রিজওয়ান। যেখানে তিনি সঙ্গী হিসেবে পাবেন মালিক, বাবর, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, আহমেদ শেহজাদ ও কামরান আকমলকে।

মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
২৭ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
৩৩ মিনিট আগে
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
২ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
৩ ঘণ্টা আগে