নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দশম বিপিএল শুরু হচ্ছে আগামীকাল। তার আগে গতকাল হয়ে গেল ট্রফি নিয়ে ফটোসেশন। আর টুর্নামেন্ট শুরুর আগে আজ মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন তামিম ইকবাল, লিটন দাসসহ অনেক তারকারা।
এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন লিটন। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নেতৃত্বের প্রসঙ্গে লিটনের কাছে চলে এসেছে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের প্রসঙ্গ। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—সব মিলে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ৯ ম্যাচ। সবশেষ নেতৃত্ব দিয়েছেন ২০২৩ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে। এরপর বিশ্বকাপ পরবর্তী সময়ে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশ খেলেছে ৮টি আন্তর্জাতিক ম্যাচ। লিটন বিশ্বকাপের পরে যে ৪ ম্যাচ খেলেছেন, তখন তিনি খেলেছেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। অধিনায়কত্ব কতটা উপভোগ করেন, সেই প্রসঙ্গে ইতিবাচক কথা বলেছেন তিনি। তবে বাংলাদেশের নেতৃত্ব প্রসঙ্গে তাঁর উত্তর ছিল একটু কৌশলী। বাংলাদেশের ব্যাটার বলেন, ‘নো কমেন্টস।’
শুধু তাই নয়, লিটন নাকি অধিনায়কত্ব করতে চান না—এমন কথাও চাউর হয়েছে। সেই প্রশ্নও এসেছে তার (লিটন) কাছে। বাংলাদেশের ব্যাটার এখানে কৌশলে উত্তর দিয়েছেন। সরাসরি এটাকে গুঞ্জনও বলেননি তিনি। লিটন বলেন, ‘শোনা কথায় কান দিতে হয় না।’
২০২৩ বিপিএলেও লিটন খেলেন কুমিল্লার হয়ে। ৩১.৫৮ গড় ও ১২৯.৩৫ স্ট্রাইকরেটে ৩৭৯ রান করেছেন। টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। অন্যদিকে লিটনের নেতৃত্বে ৯ ম্যাচে বাংলাদেশ ৪টি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। সেখানে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক লিটন ৩২ গড়ে করেন ২২৪ রান। সে যেমনই হোক, তাঁর (লিটন) ভাবনায় এখন যে শুধুই বিপিএল। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারে বলেন, ‘যেহেতু আমি এখন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলছি, আর তারা আমাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছেন। সেজন্য তাদের ধন্যবাদ। অবশ্যই আমার সম্পূর্ণ চিন্তাভাবনা কুমিল্লা ভিক্টোরিয়ানসকে নিয়ে। চেষ্টা করব শতভাগ দেওয়ার। যে পারফরম্যান্স করব, সেটা যেন দলের উপকারে আসে।’

দশম বিপিএল শুরু হচ্ছে আগামীকাল। তার আগে গতকাল হয়ে গেল ট্রফি নিয়ে ফটোসেশন। আর টুর্নামেন্ট শুরুর আগে আজ মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন তামিম ইকবাল, লিটন দাসসহ অনেক তারকারা।
এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন লিটন। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নেতৃত্বের প্রসঙ্গে লিটনের কাছে চলে এসেছে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের প্রসঙ্গ। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—সব মিলে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ৯ ম্যাচ। সবশেষ নেতৃত্ব দিয়েছেন ২০২৩ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে। এরপর বিশ্বকাপ পরবর্তী সময়ে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশ খেলেছে ৮টি আন্তর্জাতিক ম্যাচ। লিটন বিশ্বকাপের পরে যে ৪ ম্যাচ খেলেছেন, তখন তিনি খেলেছেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। অধিনায়কত্ব কতটা উপভোগ করেন, সেই প্রসঙ্গে ইতিবাচক কথা বলেছেন তিনি। তবে বাংলাদেশের নেতৃত্ব প্রসঙ্গে তাঁর উত্তর ছিল একটু কৌশলী। বাংলাদেশের ব্যাটার বলেন, ‘নো কমেন্টস।’
শুধু তাই নয়, লিটন নাকি অধিনায়কত্ব করতে চান না—এমন কথাও চাউর হয়েছে। সেই প্রশ্নও এসেছে তার (লিটন) কাছে। বাংলাদেশের ব্যাটার এখানে কৌশলে উত্তর দিয়েছেন। সরাসরি এটাকে গুঞ্জনও বলেননি তিনি। লিটন বলেন, ‘শোনা কথায় কান দিতে হয় না।’
২০২৩ বিপিএলেও লিটন খেলেন কুমিল্লার হয়ে। ৩১.৫৮ গড় ও ১২৯.৩৫ স্ট্রাইকরেটে ৩৭৯ রান করেছেন। টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। অন্যদিকে লিটনের নেতৃত্বে ৯ ম্যাচে বাংলাদেশ ৪টি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। সেখানে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক লিটন ৩২ গড়ে করেন ২২৪ রান। সে যেমনই হোক, তাঁর (লিটন) ভাবনায় এখন যে শুধুই বিপিএল। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারে বলেন, ‘যেহেতু আমি এখন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলছি, আর তারা আমাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছেন। সেজন্য তাদের ধন্যবাদ। অবশ্যই আমার সম্পূর্ণ চিন্তাভাবনা কুমিল্লা ভিক্টোরিয়ানসকে নিয়ে। চেষ্টা করব শতভাগ দেওয়ার। যে পারফরম্যান্স করব, সেটা যেন দলের উপকারে আসে।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৩ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৬ ঘণ্টা আগে