Ajker Patrika

টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে বিসিবির রহস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে বিসিবির রহস্য

টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের নেতৃত্ব পাওয়া নিয়ে ছিল জোর গুঞ্জন। ধারণা করা হচ্ছিল, আজ বোর্ড সভায় সাকিবের অধিনায়কত্বের বিষয়টি চূড়ান্ত হবে। যদিও সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তাঁরা আরও দু-এক দিন সময় নিচ্ছেন।

এশিয়া কাপ ও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এগোচ্ছে বিসিবি। যদিও এশিয়া কাপের জন্য বেশি সময় পাচ্ছে না তারা। আগামী ৮ আগস্ট এশিয়া কাপের দল ঘোষণার শেষ তারিখ। দল এর মধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন পাপন। এখন অপেক্ষা অধিনায়কের নাম চূড়ান্তের। পাপন বলেন, ‘৮ তারিখের আগেই এশিয়া কাপের দল দেওয়া হবে। কাল-পরশুর মধ্যেই।’

অধিনায়ক হওয়ার তালিকায় আছেন চারজন। এ নিয়ে পাপন বলেছেন, ‘অধিনায়কে চারজনের নাম আসছে; সাকিবও আছে, রিয়াদও আছে। সোহান, লিটনের নামও এসেছে।’ যদিও এই তালিকার একজন এর মধ্যে না করে দিয়েছেন বলে জানিয়েছেন পাপন। বিসিবি সভাপতি আরও বলেন, ‘দল আর অধিনায়কের একটা তালিকা হয়েছে। তারা (নির্বাচকেরা) কথা বলে তারপর জানাবে। আগে তো জানতে হবে কে হতে চায়, কে চায় না। যে চারটা নাম এসেছে এর মধ্যে একজন না করেছে।’

জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। ধারণা করা হচ্ছিল, বিশ্রাম বলা হলেও মাহমুদউল্লাহর অধিনায়কত্বে দাঁড়ি পড়ে গেছে। যদিও অধিনায়ক হওয়ার তালিকায় আছেন তিনিও। জিম্বাবুয়ে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন নুরুল হাসান সোহান। সোহান চোটে পড়ায় শেষ ম্যাচ মোসাদ্দেক হোসেন সৈকত অধিনায়কত্ব করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত