
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলছে বৃষ্টিও। বৃষ্টিতে গতকাল তৃতীয় দিনের খেলা পুরোপুরি ভেস্তে গিয়েছিল।
তবু এই টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয় দেখা গেছে। ৩২৬ রানে পিছিয়ে থেকে আজ চতুর্থ দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪ উইকেটে ৪৭৫ রান করেছিল দ্বিতীয় দিনেই। আজ বৃষ্টির বাধায় চতুর্থ দিনের খেলাও শুরু হয়েছে কয়েক ঘণ্টা দেরিতে। স্বাগতিক অধিনায়ক প্যাট কামিন্স ৪৭৫ রানেই ইনিংস ঘোষণা করেন। ৫ রানের আক্ষেপে টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করতে পারেননি উসমান খাজা। ৩৬৮ বলে ১৯৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।
অস্ট্রেলিয়ার ৪৭৫-এর জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। ৩৭ রান তুলতেই ৩ উইকেট হারায় প্রোটিয়ারা। অধিনায়ক ডিন এলগার করেন ১৫ রান, সারেল আরউই ১৮ রান করেন এবং ২ রান করে ড্রেসিংরুমের পথ ধরেন হেইনরিখ ক্লাসেন। প্রথম তিন উইকেট নিয়েছেন জস হ্যাজলউড, নাথান লায়ন ও প্যাট কামিন্স। বিপদে পড়া দক্ষিণ আফ্রিকার ইনিংসের হাল ধরেন টেম্বা বাভুমা ও খায়া জোন্ডো। বাভুমা-জোন্ডো চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ৪৮ রান।
বাভুমাকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার চতুর্থ উইকেট জুটি ভাঙেন হ্যাজলউড। ৩৫ রান করে ড্রেসিংরুমের পথ ধরেন বাভুমা। এরপর পঞ্চম উইকেট জুটিতে কাইল ভেরেইনের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন জোন্ডো। ৩৯ রান করা জোন্ডোর উইকেট নিয়ে এই সাময়িক প্রতিরোধ ভেঙে দেন কামিন্স। জোন্ডোর পর ভেরেইনের উইকেটও দ্রুত তুলে নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ৬ উইকেটে ১৪৯ রানে চতুর্থ দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। মার্কো ইয়ানসেন অপরাজিত ১০ রানে এবং সায়মন হারমার ৬ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে কামিন্স ৩ উইকেট, হ্যাজলউড ২ উইকেট এবং ১ উইকেট নিয়েছেন লায়ন।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলছে বৃষ্টিও। বৃষ্টিতে গতকাল তৃতীয় দিনের খেলা পুরোপুরি ভেস্তে গিয়েছিল।
তবু এই টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয় দেখা গেছে। ৩২৬ রানে পিছিয়ে থেকে আজ চতুর্থ দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪ উইকেটে ৪৭৫ রান করেছিল দ্বিতীয় দিনেই। আজ বৃষ্টির বাধায় চতুর্থ দিনের খেলাও শুরু হয়েছে কয়েক ঘণ্টা দেরিতে। স্বাগতিক অধিনায়ক প্যাট কামিন্স ৪৭৫ রানেই ইনিংস ঘোষণা করেন। ৫ রানের আক্ষেপে টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করতে পারেননি উসমান খাজা। ৩৬৮ বলে ১৯৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।
অস্ট্রেলিয়ার ৪৭৫-এর জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। ৩৭ রান তুলতেই ৩ উইকেট হারায় প্রোটিয়ারা। অধিনায়ক ডিন এলগার করেন ১৫ রান, সারেল আরউই ১৮ রান করেন এবং ২ রান করে ড্রেসিংরুমের পথ ধরেন হেইনরিখ ক্লাসেন। প্রথম তিন উইকেট নিয়েছেন জস হ্যাজলউড, নাথান লায়ন ও প্যাট কামিন্স। বিপদে পড়া দক্ষিণ আফ্রিকার ইনিংসের হাল ধরেন টেম্বা বাভুমা ও খায়া জোন্ডো। বাভুমা-জোন্ডো চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ৪৮ রান।
বাভুমাকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার চতুর্থ উইকেট জুটি ভাঙেন হ্যাজলউড। ৩৫ রান করে ড্রেসিংরুমের পথ ধরেন বাভুমা। এরপর পঞ্চম উইকেট জুটিতে কাইল ভেরেইনের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন জোন্ডো। ৩৯ রান করা জোন্ডোর উইকেট নিয়ে এই সাময়িক প্রতিরোধ ভেঙে দেন কামিন্স। জোন্ডোর পর ভেরেইনের উইকেটও দ্রুত তুলে নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ৬ উইকেটে ১৪৯ রানে চতুর্থ দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। মার্কো ইয়ানসেন অপরাজিত ১০ রানে এবং সায়মন হারমার ৬ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে কামিন্স ৩ উইকেট, হ্যাজলউড ২ উইকেট এবং ১ উইকেট নিয়েছেন লায়ন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। তিলক ভার্মার পর বিশ্বকাপ দলের আরেক ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তায় ভারত। চোটে পড়ায় ওয়ানডে সিরিজ শেষ ওয়াশিংটন সুন্দরের।
৪৩ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
২ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
৩ ঘণ্টা আগে