
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রান করছেন বাবর আজম। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট-সব জায়গাতেই তাঁর ব্যাটে ছুটছে রানের ফোয়ারা। টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ডে গতকাল ক্রিস গেইলের আরও কাছে গেলেন বাবর।
এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলছেন বাবর। পাল্লেকেলেতে গতকাল বিকালে গল টাইটানসের বিপক্ষে ৫৯ বলে করেছেন ১০৪ রান। এলপিএলে এটা বাবরের প্রথম সেঞ্চুরি আর সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে এই নিয়ে দশম সেঞ্চুরি করলেন পাকিস্তানি এই ব্যাটার। ১০ সেঞ্চুরির মধ্যে ৩টিই করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। দুটো করে সেঞ্চুরি করেছেন ভাইটালিটি ব্লাস্টে ও ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে। ভাইটালিটি ব্লাস্টে সমারসেট ও ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ছুঁয়েছেন তিন অঙ্ক। দ্বিতীয় ক্রিকেটার হয়ে টি-টোয়েন্টিতে ১০ বা তার বেশি সেঞ্চুরি করেছেন বাবর। টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ২২ সেঞ্চুরি করেছেন গেইল। ক্যারিবীয় এই ব্যাটার বিপিএল, আইপিএল, সিপিএল, বিগ ব্যাশ, পিএসএল-বিশ্বব্যাপী বিখ্যাত ফ্র্যাঞ্চাইজিগুলোতে খেলেছেন। আইপিএলে করেছেন ৬ সেঞ্চুরি ও বিপিএলে করেছেন ৫টি সেঞ্চুরি।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪ সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি। বিপিএলে বাঁহাতি ব্যাটার করেছেন দুটি সেঞ্চুরি, যার একটি ২০১৯ বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে। তামিমের পর স্বীকৃত টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। ২০২০ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে সেঞ্চুরি করেন শান্ত।
গেইল, বাবরের পর স্বীকৃত টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ৮টি সেঞ্চুরি রয়েছে। ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, অ্যারন ফিঞ্চ, মাইকেল ক্লিঙ্গার প্রত্যেকেই ৮টি করে সেঞ্চুরি করেছেন। কোহলির ৮ সেঞ্চুরির ৭টিই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। আর ভারতের জার্সিতে ১টি সেঞ্চুরি করেছেন তিনি। ২০২২ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেন ভারতীয় এই ব্যাটার।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরি:
ক্রিস গেইল: ২২
বাবর আজম: ১০
ডেভিড ওয়ার্নার: ৮
বিরাট কোহলি: ৮
অ্যারন ফিঞ্চ: ৮
মাইকেল ক্লিঙ্গার: ৮
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে বেশি সেঞ্চুরি
তামিম ইকবাল: ৪
নাজমুল হোসেন শান্ত: ২

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রান করছেন বাবর আজম। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট-সব জায়গাতেই তাঁর ব্যাটে ছুটছে রানের ফোয়ারা। টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ডে গতকাল ক্রিস গেইলের আরও কাছে গেলেন বাবর।
এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলছেন বাবর। পাল্লেকেলেতে গতকাল বিকালে গল টাইটানসের বিপক্ষে ৫৯ বলে করেছেন ১০৪ রান। এলপিএলে এটা বাবরের প্রথম সেঞ্চুরি আর সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে এই নিয়ে দশম সেঞ্চুরি করলেন পাকিস্তানি এই ব্যাটার। ১০ সেঞ্চুরির মধ্যে ৩টিই করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। দুটো করে সেঞ্চুরি করেছেন ভাইটালিটি ব্লাস্টে ও ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে। ভাইটালিটি ব্লাস্টে সমারসেট ও ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ছুঁয়েছেন তিন অঙ্ক। দ্বিতীয় ক্রিকেটার হয়ে টি-টোয়েন্টিতে ১০ বা তার বেশি সেঞ্চুরি করেছেন বাবর। টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ২২ সেঞ্চুরি করেছেন গেইল। ক্যারিবীয় এই ব্যাটার বিপিএল, আইপিএল, সিপিএল, বিগ ব্যাশ, পিএসএল-বিশ্বব্যাপী বিখ্যাত ফ্র্যাঞ্চাইজিগুলোতে খেলেছেন। আইপিএলে করেছেন ৬ সেঞ্চুরি ও বিপিএলে করেছেন ৫টি সেঞ্চুরি।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪ সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি। বিপিএলে বাঁহাতি ব্যাটার করেছেন দুটি সেঞ্চুরি, যার একটি ২০১৯ বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে। তামিমের পর স্বীকৃত টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। ২০২০ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে সেঞ্চুরি করেন শান্ত।
গেইল, বাবরের পর স্বীকৃত টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ৮টি সেঞ্চুরি রয়েছে। ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, অ্যারন ফিঞ্চ, মাইকেল ক্লিঙ্গার প্রত্যেকেই ৮টি করে সেঞ্চুরি করেছেন। কোহলির ৮ সেঞ্চুরির ৭টিই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। আর ভারতের জার্সিতে ১টি সেঞ্চুরি করেছেন তিনি। ২০২২ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেন ভারতীয় এই ব্যাটার।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরি:
ক্রিস গেইল: ২২
বাবর আজম: ১০
ডেভিড ওয়ার্নার: ৮
বিরাট কোহলি: ৮
অ্যারন ফিঞ্চ: ৮
মাইকেল ক্লিঙ্গার: ৮
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে বেশি সেঞ্চুরি
তামিম ইকবাল: ৪
নাজমুল হোসেন শান্ত: ২

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
১৬ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নিতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদেশের ভ
২২ মিনিট আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
১ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
১ ঘণ্টা আগে