নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই মাস জুড়ে কোটা সংস্কার আন্দোলনে ক্ষতবিক্ষত পুরো বাংলাদেশ। প্রবাসেও ছড়িয়ে পড়েছে এর ঢেউ। অথচ কানাডায় সাকিব আল হাসানের সামনে যখন প্রশ্নটি এল, বেশ ক্ষোভ ঝেড়েছেন তিনি। সামাজিক মাধ্যমে ভাইরাল দর্শকের সঙ্গে সাকিবের বাগ্বিতণ্ডার একটি মুহূর্ত।
তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম—কোটা সংস্কার আন্দোলন নিয়ে সবাই ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। মাশরাফি–সাকিবের মতো বড় ক্রিকেট তারকারা সেখানে নীরব দর্শকের ভূমিকায়। ব্রাম্পটনে গত রাতে বাংলা টাইগার্স মিসিসাউগা-টরন্টো ন্যাশনালস ম্যাচ শেষে গ্যালারি থেকে এক প্রবাসী বাংলাদেশি সাকিবের কাছে দর্শক জানতে চাইলেন, চলমান পরিস্থিতিতে তিনি (সাকিব) কেন নীরব। সাকিব সরাসরি কোনো উত্তর না নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে জানতে চেয়েছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’
কানাডায় ভক্ত-সমর্থকের সঙ্গে সাকিবের এই কথা-কাটাকাটির ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। ভিডিওতে দর্শককে বলতে শোনা যায়, ‘আমি কথা বলছিলাম। আমি তো এমপি নই। নিজের পরিবারের দায়িত্ব নিয়েছি।’ তখন সাকিব কোনো উত্তর না দিয়ে বারবারই বলেছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ একপর্যায়ে অবশ্য নিরাপত্তাকর্মীরা তাঁকে সরিয়ে নেন।
এ বছরের জাতীয় সংসদ নির্বাচনে সাকিব সংসদ সদস্য (এমপি) হয়েছেন মাগুরা-১ আসন থেকে। আরেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ছয় বছর আগে সংসদ সদস্য হয়েছেন নড়াইল-২ আসন থেকে। সাকিবের মতো মাশরাফিও কোটা সংস্কার আন্দোলন নিয়ে নীরব আছেন।
বাংলা টাইগার্সে সাকিবের দলেই খেলছেন আরেক বাংলাদেশি শরীফুল। প্রথম ম্যাচ হারের পর টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের তিনে এখন বাংলা টাইগার্স। আজ রাতে সাকিব-শরীফুলরা খেলবেন সারে জাগুয়ার্সের বিপক্ষে।

জুলাই মাস জুড়ে কোটা সংস্কার আন্দোলনে ক্ষতবিক্ষত পুরো বাংলাদেশ। প্রবাসেও ছড়িয়ে পড়েছে এর ঢেউ। অথচ কানাডায় সাকিব আল হাসানের সামনে যখন প্রশ্নটি এল, বেশ ক্ষোভ ঝেড়েছেন তিনি। সামাজিক মাধ্যমে ভাইরাল দর্শকের সঙ্গে সাকিবের বাগ্বিতণ্ডার একটি মুহূর্ত।
তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম—কোটা সংস্কার আন্দোলন নিয়ে সবাই ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। মাশরাফি–সাকিবের মতো বড় ক্রিকেট তারকারা সেখানে নীরব দর্শকের ভূমিকায়। ব্রাম্পটনে গত রাতে বাংলা টাইগার্স মিসিসাউগা-টরন্টো ন্যাশনালস ম্যাচ শেষে গ্যালারি থেকে এক প্রবাসী বাংলাদেশি সাকিবের কাছে দর্শক জানতে চাইলেন, চলমান পরিস্থিতিতে তিনি (সাকিব) কেন নীরব। সাকিব সরাসরি কোনো উত্তর না নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে জানতে চেয়েছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’
কানাডায় ভক্ত-সমর্থকের সঙ্গে সাকিবের এই কথা-কাটাকাটির ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। ভিডিওতে দর্শককে বলতে শোনা যায়, ‘আমি কথা বলছিলাম। আমি তো এমপি নই। নিজের পরিবারের দায়িত্ব নিয়েছি।’ তখন সাকিব কোনো উত্তর না দিয়ে বারবারই বলেছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ একপর্যায়ে অবশ্য নিরাপত্তাকর্মীরা তাঁকে সরিয়ে নেন।
এ বছরের জাতীয় সংসদ নির্বাচনে সাকিব সংসদ সদস্য (এমপি) হয়েছেন মাগুরা-১ আসন থেকে। আরেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ছয় বছর আগে সংসদ সদস্য হয়েছেন নড়াইল-২ আসন থেকে। সাকিবের মতো মাশরাফিও কোটা সংস্কার আন্দোলন নিয়ে নীরব আছেন।
বাংলা টাইগার্সে সাকিবের দলেই খেলছেন আরেক বাংলাদেশি শরীফুল। প্রথম ম্যাচ হারের পর টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের তিনে এখন বাংলা টাইগার্স। আজ রাতে সাকিব-শরীফুলরা খেলবেন সারে জাগুয়ার্সের বিপক্ষে।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
৪ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
৪ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
৪ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
৫ ঘণ্টা আগে