Ajker Patrika

ড্রেসিংরুমে ফিরে তামিমের কথা কেন মনে পড়েছে ইমনের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৮ মে ২০২৫, ১২: ৪৫
বিস্ফোরক সেঞ্চুরিতে একাধিক রেকর্ড গড়েছেন পারভেজ হোসেন ইমন। ছবি: আরব আমিরাত ক্রিকেট
বিস্ফোরক সেঞ্চুরিতে একাধিক রেকর্ড গড়েছেন পারভেজ হোসেন ইমন। ছবি: আরব আমিরাত ক্রিকেট

শারজায় গত রাতে বিস্ফোরক সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন। সেঞ্চুরিতে ভেঙে দিয়েছেন একাধিক রেকর্ড। অনবদ্য এই সেঞ্চুরির পর তামিম ইকবালের কথা মনে পড়েছে ইমনের।

বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে এত দিন সেঞ্চুরির কীর্তিটা ছিল শুধু তামিমের। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার তিন অঙ্ক ছুঁয়েছিলেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে। দীর্ঘ ৯ বছর পর গত রাতে ইমনের ব্যাটে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশ। ৫৩ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে তিন অঙ্ক ছোঁয়ার রেকর্ড গড়লেন তিনি। এমনকি বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির কীর্তিটাও ইমন করেছেন আরব আমিরাতের বিপক্ষে এই ম্যাচে। ইমন এই কীর্তিটা গড়েছেন ২২ বছর বয়সে।

৫৪ বলে ১০০ রান করে শারজায় আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচসেরা হয়েছেন ইমন। ম্যাচ শেষে ২২ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সেঞ্চুরি হয়েছে আজ (গত রাতে)। তাই ড্রেসিংরুমে আসার পর আমার মনে পড়েছে তামিম ভাইয়ের প্রথম সেঞ্চুরি ছিল। আমার এটা দ্বিতীয় ছিল। সব মিলিয়ে তাই ভালো লাগছে। তার পরে আমার নাম এসেছে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে।’

ধর্মশালায় ২০১৬ সালে তামিম টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬০ বলে সেঞ্চুরি করেছিলেন। ৬৩ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১০৩ রান করে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন তিনি। ধর্মশালায় তামিম যখন সেঞ্চুরি করেছিলেন, ইমন তখন ছিলেন ১৩ বছর বয়সী কিশোর। ৯ বছর আগে তামিমের সেই সেঞ্চুরি এখনো ইমনের মনে গেঁথে আছে। তামিমের সেঞ্চুরি প্রসঙ্গে ইমন বলেন, ‘তামিম ভাইয়ের সেঞ্চুরিটা মনে আছে। ওমানের বিপক্ষে করেছিলেন। তাঁর (তামিম) সব খেলা দেখি সব সময়। তাই মনে ছিল।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি ইমন গতকাল করেছেন ২৮ বলে। স্বভাবসুলভ বিস্ফোরক ব্যাটিং চালিয়ে গেলেও অন্য প্রান্তে সতীর্থরা ছিলেন আসা-যাওয়ায় ব্যস্ত। ম্যাচের পরিস্থিতি যা-ই হোক, নিজের খেলার ধরন বদলাননি ইমন। ২২ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘উইকেট যখন পড়ছিল, তখন নিজের ইনটেন্ট না বদলানোর চেষ্টা করছিলাম। আমার যে শক্তির জায়গা, সেটার জন্য সব সময় অপেক্ষা করছিলাম। তবে এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে। এক প্রান্ত থেকে উইকেট পড়ছে। আমাকে ইনিংস বড় করতে হবে। তাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত পেরেছি। আলহামদুলিল্লাহ।’

ওমানের বিপক্ষে ধর্মশালায় ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরির পর তামিম ইকবালের উদযাপন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান তিনি। ছবি: ক্রিকইনফো
ওমানের বিপক্ষে ধর্মশালায় ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরির পর তামিম ইকবালের উদযাপন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান তিনি। ছবি: ক্রিকইনফো

অনবদ্য সেঞ্চুরি করা ইমনকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। ইমনকে অভিনন্দন জানিয়েছেন তামিম। মুশফিক নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘মাশা আল্লাহ। অভিনন্দন ভাই। ইনশা আল্লাহ এরপর আরও হবে।’ ইমনকে নিয়ে লিটন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘পারভেজ হোসেন ইমনের অসাধারণ সেঞ্চুরি।’

৫৪ বলে ৫ চার ও ৯ ছক্কায় ১০০ রান করেছেন ইমন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার কীর্তিটাও তিনি নিজের করে নিলেন। বিধ্বংসী সেঞ্চুরির পথে এই রেকর্ডে ইমন পেছনে ফেলেছেন রিশাদ হোসেনকে। সিলেটে গত বছর টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদ মেরেছিলেন ৭ ছক্কা।

আরও পড়ুন:

রেকর্ড গড়া এই সেঞ্চুরি দীর্ঘদিন মনে রাখবেন ইমন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

আজকের রাশিফল: ভুঁড়িটা বাড়ছে— শরীরের দিকে নজর দিন, প্রাক্তনের মেসেজে রিপ্লাই দিলে বিপদ

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

অস্ট্রেলিয়ায় ১৫ বছরের অপেক্ষা ফুরাল ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১২: ৫৩
অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল ইংলিশরা। ছবি: ক্রিকইনফো
অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল ইংলিশরা। ছবি: ক্রিকইনফো

অ্যাশেজ জয়ের ভাবনা নিয়ে অস্ট্রেলিয়ার গিয়ে ব্যর্থতার চক্রে আটকা পড়েছিল ইংল্যান্ড। টানা ৩ হারে আগেই ছাইদানি হাতছাড়া করেছে সফরকারী দল। অবশেষে চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেল তারা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টে অজিদের ৪ উইকেটে হারিয়েছে বেন স্টোকসের দল।

এই জয়ে দীর্ঘ ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে অ্যাশেজের কোনো ম্যাচ জিতল ইংল্যান্ড। এর আগে সবশেষ ২০১০-১১ মৌসুমে তাসমান পাড়ের দেশটিতে মর্যাদাপূর্ণ সিরিজটি জিতেছিল ইংলিশরা। এরপর অস্ট্রেলিয়ার মাঠে সবশেষ তিনটি অ্যাশেজে কোনো ম্যাচ জিতেত পারেনি দলটি। অবশেষে ফুরাল সে অপেক্ষা। পার্থ, ব্রিসবেন ও অ্যাডিলেডে ব্যর্থতার পর চলমান অ্যাশেজে প্রথমবারের মতো স্বস্তির দেখা পেল অতিথিরা। অ্যাশেজ হারের পরের ম্যাচেই সান্ত্বনা খুঁজে পেল ইংল্যান্ড। ১৮ ম্যাচের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়ায় জয়ের দেখা পল তারা।

বোলারদের দাপটে মেলবোর্ন টেস্টের প্রথম দিনই ২০ উইকেট পড়েছে। দুইবার ব্যাটিংয়ে নামতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তাই ম্যাচটি যে দ্রুত শেষ হবে সেটা প্রথম দিনের খেলা শেষেই বোঝাই যাচ্ছিল। শেষ পর্যন্ত দুই দিনেই শেষ হলো মেলবোর্ন টেস্ট। ব্যতিক্রম কেবল চতুর্থ ইনিংস। আগের তিন ইনিংসে ব্যাটাররা ব্যর্থ হলেও এবার আর মুখ থুবড়ে পড়েনি ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে সফরকারী দল।

রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৫১ রান এনে দেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। অন্তত এই টেস্টের ব্যাটারদের দুর্দশার বিপরীতে এমন জুটিতে ভালো বলতেই হয়। ভালো শুরুর পরও জয়ের পথটা সহজ ছিল না ইংল্যান্ডের। ব্রাইডন কার্স, জো রুট, স্টোকসরা আউট হয়ে দলকে চাপের মুখে ফেলেন। তবে চলতি অ্যাশেজে হতাশার গল্পটা আর দীর্ঘ হয়নি ইংল্যান্ডের। ছোট এবং মাঝারি মানের কয়েকটি ইনিংসে ভর করে এবারের অ্যাশেজের প্রথম জয়ের দেখা পায় স্টোকসরা।

৩৪ রান করা ডাকেটকে ফিরিয়ে ইংল্যান্ডের জুটি ভাঙেন মিচেল স্টার্ক। দলীয় ৬৫ রানে ৬ রান করা কার্স ফিরলে দ্বিতীয় উইকেট হারায় তারা। স্বাভাবিকভাবেই তখন চলতি টেস্টে ব্যাটারদের ব্যর্থতার বিষয়টি সামনে চলে আসছিল। তৃতীয় উইকেটে জ্যাকব বেথেলের সঙ্গে ৪৭ রানের মূল্যবান জুটি গড়ে বিপদ সামাল দেন ক্রলি। ৩৭ রান করে ফেরেন এই ওপেনার। জ্যাকব বেথেল আউট হন ৪০ রান করে। জয় থেকে তখন ৩৮ রান দূরে ইংল্যান্ড। এরপর জো রুট (১৫ রান) ও স্টোকস (২ রান) ফিরলেও আর কোনো বিপদে পড়তে হয়নি তাদের। হ্যারি ব্রুক ১৮ ও জেমি স্মিথ ৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

আজকের রাশিফল: ভুঁড়িটা বাড়ছে— শরীরের দিকে নজর দিন, প্রাক্তনের মেসেজে রিপ্লাই দিলে বিপদ

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

শান্ত হতে পারলেন না রিকেলটন

ক্রীড়া ডেস্ক    
১১৩ রানের ইনিংস খেলেন রিকেলটন। ছবি: ক্রিকইনফো
১১৩ রানের ইনিংস খেলেন রিকেলটন। ছবি: ক্রিকইনফো

সেঞ্চুরি করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন পর্বের প্রথম ম্যাচে রাজশাহীকে জিতিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এমন কিছু করার সুযোগ ছিল রায়ান রিকেলটনের সামনেও। কিন্তু নিজের কাজটা ঠিকঠাক করলেও সতীর্থদের পূর্ণ সহায়তা না পাওয়ায় শেষ পর্যন্ত শান্তর মতো জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি।

বিপিএলের মতো গতকাল মাঠে গড়িয়েছে এসএ টি–টোয়েন্টির নতুন পর্ব। উদ্বোধনী ম্যাচে ডারবান সুপারজায়ান্টসের কাছে ১৫ রানে হেরেছে এমআই কেপটাউন। ডারবানের করা ২৩২ রানের জবাবে ২১৭ রানে থামে তাদের ইনিংস। প্রথম ইনিংসের পরই ম্যাচের ভবিষ্যত সম্পর্কে কিছুটা হলেও আঁচ করতে পেরেছিল সবাই। কিন্তু ঝোড়ো ব্যাটিংয়ে আশা বাঁচিয়ে রেখেছিলেন রিকেলটন। মুলত তাঁর ব্যাটেই পাহাড়সম রান টপকানোর স্বপ্ন দেখছিল কেপটাউন।

ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ ওভারে আউট হন রিকেলটন। ইথান বশের বলে ইভান জোন্সের হাতে ক্যাচ দেওয়ার আগে করেন ১১৩ রান। ৫ চার ও ১১ ছক্কায় সাজানো তাঁর ৬৩ বলের ইনিংস। এক জেসন স্মিথ ছাড়া আর কেউ তাঁকে সঙ্গ দিতে পারেননি। ১৪ বলে ৪১ রান এনে দেন স্মিথ। ৪ চার ও ৩ ছক্কায় সাজানো তাঁর ২৯২.৮৬ স্ট্রাইকরেটের ইনিংস। রেজা হেনরিকস করেন ২৮ রান। তাঁর ২১ বলের ইনিংসটি পরিস্থিতির চাহিদা মেটাতে পারেনি। ডারবানের হয়ে ৪ উইকেট নেন ইথান। ৪ ওভারে এই পেসারের খরচ ৪৬ রান।

এর আগে দলীয় প্রচেষ্টায় এই পুঁজি পায় ডারবান। ৩৩ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন ডেভন কনওয়ে। কেইন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৪০ রান। এছাড়া এইডেন মার্করাম ৩৫, জোন্স ৩৩ ও হেনরিখ ক্লাসেন করেন ২২ রান। ৪৬ রানের বিনিময়ে ২ উইকেট নেন জর্জ লিন্ডে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

আজকের রাশিফল: ভুঁড়িটা বাড়ছে— শরীরের দিকে নজর দিন, প্রাক্তনের মেসেজে রিপ্লাই দিলে বিপদ

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

শান্তরা কি টানা দ্বিতীয় জয় তুলে নিতে পারবেন

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১১: ১১
জয় দিয়েই বিপিএল শুরু করেছে রাজশাহী। ছবি: বিসিবি
জয় দিয়েই বিপিএল শুরু করেছে রাজশাহী। ছবি: বিসিবি

জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) যাত্রা শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে সিলেট টাইটানসকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। দ্বিতীয় ম্যাচে আজ রাজশাহীর প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। দিনের অপর ম্যাচে সিলেট টাইটানসের প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস। একনজরে আজকের টিভি সূচি।

ক্রিকেট

বিপিএল

ঢাকা ক্যাপিটালস-রাজশাহী ওয়ারিয়র্স

বেলা ১টা, সরাসরি

সিলেট টাইটানস-নোয়াখালী এক্সপ্রেস

সন্ধ্যা ৬টা, সরাসরি

টি স্পোর্টস

মেলবোর্ন টেস্ট: দ্বিতীয় দিন

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

ভোর ৫টা ৩০ মিনিট, সরাসরি

স্টার স্পোর্টস ১ ও ২

বিগ ব্যাশ লিগ

ব্রিসবেন হিট-অ্যাডিলেড স্টাইকার্স

বেলা ২টা ১৫ মিনিট, সরাসরি

স্টার স্পোর্টস ২

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

নটিংহাম-ম্যানসিটি

সন্ধ্যা ৬টা ৩০ মিনিট, সরাসরি

আর্সেনাল-ব্রাইটন

রাত ৯টা, সরাসরি

চেলসি-অ্যাস্টন ভিলা

রাত ১১টা ৩০ মিনিট, সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ১

লিভারপুল-উলভারহ্যাম্পটন

রাত ৯টা, সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

আজকের রাশিফল: ভুঁড়িটা বাড়ছে— শরীরের দিকে নজর দিন, প্রাক্তনের মেসেজে রিপ্লাই দিলে বিপদ

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮: ৪১
মির্জা বেগের ৮০ রানের ইনিংসই
মির্জা বেগের ৮০ রানের ইনিংসই

বিপিএলের খেলোয়াড় নিলামে এবার সবচেয়ে বেশি ১ কোটি ১০ লাখ টাকা পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। কোটি টাকার ওপরে দাম পাওয়া একমাত্র ক্রিকেটারও তিনি। কিন্তু যে প্রত্যাশায় এই দামে তাঁকে কিনে নিয়েছিল চট্টগ্রাম রয়্যালস, দলের প্রথম ম্যাচে অন্তত সে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন ২৬ বছর বয়সী এই ব্যাটার। করেছেন মাত্র ১১ রান। আর তাঁর দল বিপিএলে নবাগত নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৭৪ রান। পরে ব্যাটিংয়ে নেমে ১০৯ রানে অলআউট হয়ে ৬৫ রানে হেরেছে নোয়াখালী এক্সপ্রেস।

আন্তর্জাতিক ক্রিকেটে বারবার ব্যর্থ হলেও ঘরোয়া ক্রিকেটে মোহাম্মদ নাঈমের ব্যাট বরাবরই চওড়া। সব সময়ই রান পান তিনি। ঘরোয়া ক্রিকেটে তাঁর ব্যাটিং ধারাবাহিকতার দিকে তাকিয়েই সম্ভবত সবচেয়ে বেশি দামে তাঁকে কিনে নিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। উইকেটে এসে ১১টি বল খেলেছেন। ২টি চারে ১১ রান করে মেহেদী হাসান রানার বলে ক্যাচ দিয়ে ফিরেছেন সাব্বির হোসেনের হাতে। নাঈম আউট হয়ে গেলেও আরেক ওপেনার মির্জা বেগ এক প্রান্ত ধরে রেখে খেলতে থাকেন। আর তাতেই টস জিতে আগে ব্যাটিং বেছে নেওয়া চট্টগ্রামের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৭৪ রান।

ওপেনিংয়ে ২৯ রানের জুটির পর মাহফিজুল ইসলামকে নিয়ে ২৫ বলে ৩৫ রান যোগ করেন মির্জা বেগ। দলের ৬৪ রানে ব্যক্তিগত ১৬ করে ফিরে যান মাহফিজুল। তবে এরপরই জাতীয় দলের টেস্ট ওপেনার মাহমুদুল হাসান জয়কে নিয়ে ৪১ বলে ৫৮ রানের বড় জুটিটি গড়েন পাকিস্তানি ব্যাটার মির্জা বেগ। মাহমুদুল হাসান জয়ও তেমন রান করতে পারেননি। নোয়াখালী এক্সপ্রেসের বোলারদের তৃতীয় শিকার হওয়ার আগে ১২ বলে করেন ১৭ রান। চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক মেহেদী হাসান উইকেটে এসে অবশ্য রান তোলার গতি বাড়িয়ে নিতে মনোযোগী হন। সাব্বির হোসেনের শিকার হওয়ার আগে ১৩ বলে করেন ২৬ রান। ৩টি চার ও ১টি ছয়ে সাজানো তাঁর ইনিংস।

১৭৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬.৫ ওভারেই অলআউট নোয়াখালী। ওপেনার মাজ সাদাকাত ২৭ বলে ইনিংস-সর্বোচ্চ ৩৮ রান করেন। হায়দার আলী ২৪ বলে করেন ২৮ রান। নোয়াখালী এক্সপ্রেসের ইনিংসে আর মাত্র একজনই—হাবিবুর রহমান সোহান রানের দুই অঙ্ক ছুঁতে পারেন।

ইনিংসের শেষ বলে বোলার হাসান মাহমুদকে স্লগ সুইপ করতে গিয়ে পরাস্ত হয়ে এলবিডব্লুর ফাঁদে পড়েন। শেষ পর্যন্ত ৬৯ বলে ৮০ রান করেন তিনি। ৭টি চার ও ২ ছয়ে সাজানো তাঁর ইনিংস। বল হাতে সবচেয়ে সফল তানভির ইসলাম; ৩৯ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন শরীফুল, মেহেদী হাসান ও মুকিদুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

আজকের রাশিফল: ভুঁড়িটা বাড়ছে— শরীরের দিকে নজর দিন, প্রাক্তনের মেসেজে রিপ্লাই দিলে বিপদ

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

এলাকার খবর
Loading...

সম্পর্কিত