
নামিবিয়ার বিপক্ষে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচ খেলবে আফগানিস্তান। গ্রুপপর্বে এখনো বাকি দুই ম্যাচ। সেমিফাইনালে খেলার সম্ভাবনাও টিকে আছে বেশ জোরেশোরে। কিন্তু সেই বাকি ম্যাচের অপেক্ষায় থাকেননি আসগর আফগান। জানিয়ে দিয়েছেন, আজ নামিবিয়ার বিপক্ষে ম্যাচটাই হবে তাঁর ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
আফগানিস্তানের হয়ে ৬ টেস্ট, ১১৪ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আসগর আফগান। তাঁর অধিনায়কত্বেই ২০১৮ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক আফগানিস্তানের। সাদা পোশাকে তাঁর নেতৃত্বে দল জিতেছে দুই ম্যাচ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয়ের পরিসংখ্যান আরও ভালো।
৭৫ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫২টিতেই দেশকে নেতৃত্ব দিয়েছেন আসগর আফগান। এই ৫২ ম্যাচের মধ্যে হেরেছেন মাত্র ১০টিতে। মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে টানা ৪৬ টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের রেকর্ডটাও এখন তাঁর দখলে। ওয়ানডেতে ৫৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন ৩৪টিতে। অধিনায়ক হিসেবে আসগর আফগানের জয়ের পরিসংখ্যান অন্য ক্রিকেট খেলুড়ে দেশের যেকোনো অধিনায়কের তুলনায় বেশ ঈর্ষণীয়!
২০১৫ সালে অধিনায়কত্ব পাওয়া আফগানকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে সরিয়ে নেতৃত্ব তুলে দেওয়া হয় গুলবাদিন নাইবের হাতে। বিশ্বকাপে আফগানদের ভরাডুবির পর আবারও নেতৃত্ব পেয়েছিলেন ঠিকই; কিন্তু এ বছরের মে মাসে আবারও তাঁকে সরিয়ে দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয় সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীর হাতে। গ্রুপপর্বে ভারত-নিউজিল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে এখনো ম্যাচ বাকি আছে। তবে বিদায়টা আজই নিতে চান বলে বোর্ডকে জানিয়ে দিয়েছেন আসগর আফগান। তাঁর সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) টুইটারে জানিয়েছে, ‘দেশের জন্য আসগরের নিবেদনে এসিবি কৃতজ্ঞ। তরুণদের তাঁর শূন্যস্থান পূরণ করতে ভীষণ পরিশ্রম করতে হবে।’

নামিবিয়ার বিপক্ষে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচ খেলবে আফগানিস্তান। গ্রুপপর্বে এখনো বাকি দুই ম্যাচ। সেমিফাইনালে খেলার সম্ভাবনাও টিকে আছে বেশ জোরেশোরে। কিন্তু সেই বাকি ম্যাচের অপেক্ষায় থাকেননি আসগর আফগান। জানিয়ে দিয়েছেন, আজ নামিবিয়ার বিপক্ষে ম্যাচটাই হবে তাঁর ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
আফগানিস্তানের হয়ে ৬ টেস্ট, ১১৪ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আসগর আফগান। তাঁর অধিনায়কত্বেই ২০১৮ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক আফগানিস্তানের। সাদা পোশাকে তাঁর নেতৃত্বে দল জিতেছে দুই ম্যাচ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয়ের পরিসংখ্যান আরও ভালো।
৭৫ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫২টিতেই দেশকে নেতৃত্ব দিয়েছেন আসগর আফগান। এই ৫২ ম্যাচের মধ্যে হেরেছেন মাত্র ১০টিতে। মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে টানা ৪৬ টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের রেকর্ডটাও এখন তাঁর দখলে। ওয়ানডেতে ৫৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন ৩৪টিতে। অধিনায়ক হিসেবে আসগর আফগানের জয়ের পরিসংখ্যান অন্য ক্রিকেট খেলুড়ে দেশের যেকোনো অধিনায়কের তুলনায় বেশ ঈর্ষণীয়!
২০১৫ সালে অধিনায়কত্ব পাওয়া আফগানকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে সরিয়ে নেতৃত্ব তুলে দেওয়া হয় গুলবাদিন নাইবের হাতে। বিশ্বকাপে আফগানদের ভরাডুবির পর আবারও নেতৃত্ব পেয়েছিলেন ঠিকই; কিন্তু এ বছরের মে মাসে আবারও তাঁকে সরিয়ে দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয় সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীর হাতে। গ্রুপপর্বে ভারত-নিউজিল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে এখনো ম্যাচ বাকি আছে। তবে বিদায়টা আজই নিতে চান বলে বোর্ডকে জানিয়ে দিয়েছেন আসগর আফগান। তাঁর সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) টুইটারে জানিয়েছে, ‘দেশের জন্য আসগরের নিবেদনে এসিবি কৃতজ্ঞ। তরুণদের তাঁর শূন্যস্থান পূরণ করতে ভীষণ পরিশ্রম করতে হবে।’

রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
৮ মিনিট আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো দেখতে চাওয়ার আশা পূরণ হয়েছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের। এখন নির্ভার হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে পরিকল্পনা আঁটছেন তিনি। তবে ফ্লিকের মতো নির্ভার থাকার সুযোগ নেই জাবি রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর। মাথার ওপর চাপ এবং ভবিষ্যতের শঙ্কা নিয়ে ফাইনালের মঞ্চ
২ ঘণ্টা আগে