
নামিবিয়ার বিপক্ষে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচ খেলবে আফগানিস্তান। গ্রুপপর্বে এখনো বাকি দুই ম্যাচ। সেমিফাইনালে খেলার সম্ভাবনাও টিকে আছে বেশ জোরেশোরে। কিন্তু সেই বাকি ম্যাচের অপেক্ষায় থাকেননি আসগর আফগান। জানিয়ে দিয়েছেন, আজ নামিবিয়ার বিপক্ষে ম্যাচটাই হবে তাঁর ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
আফগানিস্তানের হয়ে ৬ টেস্ট, ১১৪ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আসগর আফগান। তাঁর অধিনায়কত্বেই ২০১৮ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক আফগানিস্তানের। সাদা পোশাকে তাঁর নেতৃত্বে দল জিতেছে দুই ম্যাচ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয়ের পরিসংখ্যান আরও ভালো।
৭৫ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫২টিতেই দেশকে নেতৃত্ব দিয়েছেন আসগর আফগান। এই ৫২ ম্যাচের মধ্যে হেরেছেন মাত্র ১০টিতে। মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে টানা ৪৬ টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের রেকর্ডটাও এখন তাঁর দখলে। ওয়ানডেতে ৫৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন ৩৪টিতে। অধিনায়ক হিসেবে আসগর আফগানের জয়ের পরিসংখ্যান অন্য ক্রিকেট খেলুড়ে দেশের যেকোনো অধিনায়কের তুলনায় বেশ ঈর্ষণীয়!
২০১৫ সালে অধিনায়কত্ব পাওয়া আফগানকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে সরিয়ে নেতৃত্ব তুলে দেওয়া হয় গুলবাদিন নাইবের হাতে। বিশ্বকাপে আফগানদের ভরাডুবির পর আবারও নেতৃত্ব পেয়েছিলেন ঠিকই; কিন্তু এ বছরের মে মাসে আবারও তাঁকে সরিয়ে দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয় সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীর হাতে। গ্রুপপর্বে ভারত-নিউজিল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে এখনো ম্যাচ বাকি আছে। তবে বিদায়টা আজই নিতে চান বলে বোর্ডকে জানিয়ে দিয়েছেন আসগর আফগান। তাঁর সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) টুইটারে জানিয়েছে, ‘দেশের জন্য আসগরের নিবেদনে এসিবি কৃতজ্ঞ। তরুণদের তাঁর শূন্যস্থান পূরণ করতে ভীষণ পরিশ্রম করতে হবে।’

নামিবিয়ার বিপক্ষে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচ খেলবে আফগানিস্তান। গ্রুপপর্বে এখনো বাকি দুই ম্যাচ। সেমিফাইনালে খেলার সম্ভাবনাও টিকে আছে বেশ জোরেশোরে। কিন্তু সেই বাকি ম্যাচের অপেক্ষায় থাকেননি আসগর আফগান। জানিয়ে দিয়েছেন, আজ নামিবিয়ার বিপক্ষে ম্যাচটাই হবে তাঁর ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
আফগানিস্তানের হয়ে ৬ টেস্ট, ১১৪ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আসগর আফগান। তাঁর অধিনায়কত্বেই ২০১৮ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক আফগানিস্তানের। সাদা পোশাকে তাঁর নেতৃত্বে দল জিতেছে দুই ম্যাচ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয়ের পরিসংখ্যান আরও ভালো।
৭৫ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫২টিতেই দেশকে নেতৃত্ব দিয়েছেন আসগর আফগান। এই ৫২ ম্যাচের মধ্যে হেরেছেন মাত্র ১০টিতে। মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে টানা ৪৬ টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের রেকর্ডটাও এখন তাঁর দখলে। ওয়ানডেতে ৫৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন ৩৪টিতে। অধিনায়ক হিসেবে আসগর আফগানের জয়ের পরিসংখ্যান অন্য ক্রিকেট খেলুড়ে দেশের যেকোনো অধিনায়কের তুলনায় বেশ ঈর্ষণীয়!
২০১৫ সালে অধিনায়কত্ব পাওয়া আফগানকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে সরিয়ে নেতৃত্ব তুলে দেওয়া হয় গুলবাদিন নাইবের হাতে। বিশ্বকাপে আফগানদের ভরাডুবির পর আবারও নেতৃত্ব পেয়েছিলেন ঠিকই; কিন্তু এ বছরের মে মাসে আবারও তাঁকে সরিয়ে দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয় সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীর হাতে। গ্রুপপর্বে ভারত-নিউজিল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে এখনো ম্যাচ বাকি আছে। তবে বিদায়টা আজই নিতে চান বলে বোর্ডকে জানিয়ে দিয়েছেন আসগর আফগান। তাঁর সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) টুইটারে জানিয়েছে, ‘দেশের জন্য আসগরের নিবেদনে এসিবি কৃতজ্ঞ। তরুণদের তাঁর শূন্যস্থান পূরণ করতে ভীষণ পরিশ্রম করতে হবে।’

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৩ ঘণ্টা আগে