
প্রথম দুই ম্যাচ হেরে বিশ্বকাপে টিকে থাকার ব্যাটনটা নিজেদের হাতছাড়া করে ভারত। পরের দুই ম্যাচে বড় জয় নিয়েও তাই স্বস্তিতে থাকতে পারছে না দলটি। আজ রোববার নিউজিল্যান্ড নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালে বিশ্বকাপে দর্শক হয়ে যেতে হবে ভারতকে। আগামীকাল সোমবার নামিবিয়ার বিপক্ষে ভারতের ম্যাচটি তখন শুধুই নিয়মরক্ষার। এমনকি বড় জয়ে বাড়িয়ে নেওয়া রানরেটও তখন ভারতের জন্য সান্ত্বনা হয়ে থাকবে।
পাকিস্তানের কাছে হারলেও ভারত, স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে আছে নিউজিল্যান্ড। আফগানিস্তানকে হারালে কিউইদের পয়েন্ট হবে ৮। তখন শেষ ম্যাচ জিতলে ভারতের পয়েন্ট হবে ৬। আর কোনো হিসাব ছাড়াই সেমিফাইনালে যাবে কেন উইলিয়ামসনের দল। গতকাল স্কটল্যান্ড ম্যাচের পরও এ বিষয় নিয়ে কথা বলতে হয়েছে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। নিউজিল্যান্ড জিতে গেলে কী করবেন জানতে চাইলে জাদেজা বলেন, ‘আর কী করব! ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে যাব। আর কী করার আছে!’
আর আফগানিস্তান যদি এই ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে, তবে ভারতের সেমিতে যাওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল হয়ে উঠবে। তখন নামিবিয়াকে কীভাবে হারালে ভারত সেমিতে যেতে পারবে. সেই সমীকরণও সামনে আসবে। দুই বড় জয়ে ভারত এখন রানরেটের দিক থেকে বেশ এগিয়েই আছে। তবে আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারে, সে ক্ষেত্রে সম্ভাবনা থাকবে তাদেরও। সব মিলিয়ে আজ নিউজিল্যান্ড ম্যাচের পরই অনেক সমীকরণ স্পষ্ট হয়ে যাবে।
শুধু এই তিন দলেরই নয়, এই ম্যাচে চোখ আছে অন্যদেরও। পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার বলেছেন, ‘ভারতের ভাগ্য এখন পুরোপুরি নিউজিল্যান্ডের হাতে। আমি সতর্ক করছি, যদি নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে হারে, তাহলে অনেক কথা হবে।’

প্রথম দুই ম্যাচ হেরে বিশ্বকাপে টিকে থাকার ব্যাটনটা নিজেদের হাতছাড়া করে ভারত। পরের দুই ম্যাচে বড় জয় নিয়েও তাই স্বস্তিতে থাকতে পারছে না দলটি। আজ রোববার নিউজিল্যান্ড নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালে বিশ্বকাপে দর্শক হয়ে যেতে হবে ভারতকে। আগামীকাল সোমবার নামিবিয়ার বিপক্ষে ভারতের ম্যাচটি তখন শুধুই নিয়মরক্ষার। এমনকি বড় জয়ে বাড়িয়ে নেওয়া রানরেটও তখন ভারতের জন্য সান্ত্বনা হয়ে থাকবে।
পাকিস্তানের কাছে হারলেও ভারত, স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে আছে নিউজিল্যান্ড। আফগানিস্তানকে হারালে কিউইদের পয়েন্ট হবে ৮। তখন শেষ ম্যাচ জিতলে ভারতের পয়েন্ট হবে ৬। আর কোনো হিসাব ছাড়াই সেমিফাইনালে যাবে কেন উইলিয়ামসনের দল। গতকাল স্কটল্যান্ড ম্যাচের পরও এ বিষয় নিয়ে কথা বলতে হয়েছে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। নিউজিল্যান্ড জিতে গেলে কী করবেন জানতে চাইলে জাদেজা বলেন, ‘আর কী করব! ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে যাব। আর কী করার আছে!’
আর আফগানিস্তান যদি এই ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে, তবে ভারতের সেমিতে যাওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল হয়ে উঠবে। তখন নামিবিয়াকে কীভাবে হারালে ভারত সেমিতে যেতে পারবে. সেই সমীকরণও সামনে আসবে। দুই বড় জয়ে ভারত এখন রানরেটের দিক থেকে বেশ এগিয়েই আছে। তবে আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারে, সে ক্ষেত্রে সম্ভাবনা থাকবে তাদেরও। সব মিলিয়ে আজ নিউজিল্যান্ড ম্যাচের পরই অনেক সমীকরণ স্পষ্ট হয়ে যাবে।
শুধু এই তিন দলেরই নয়, এই ম্যাচে চোখ আছে অন্যদেরও। পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার বলেছেন, ‘ভারতের ভাগ্য এখন পুরোপুরি নিউজিল্যান্ডের হাতে। আমি সতর্ক করছি, যদি নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে হারে, তাহলে অনেক কথা হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৫ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৭ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১০ ঘণ্টা আগে