
সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার ‘এ’ দলের মেয়েদের কাছে ১৯ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়েও শ্রীলঙ্কান ‘এ’ দলের কাছে হার, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কিছুটা অস্বস্তিও যেন যোগ করছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেই, বাংলাদেশ ‘এ’ দলের হয়ে জাতীয় দলের ক্রিকেটাররা গিয়েছেন শ্রীলঙ্কা সফরে। লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে যেমন দাপট দেখানোর সুযোগ ছিল, সেভাবে পারফরম করতে পারেননি তাঁরা। তৃতীয় টি-টোয়েন্টিতেও কোনোরকম জিতেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা।
থুর্স্টানে আজ চতুর্থ টি-টোয়েন্টিতে একরকম অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। টস জিতে লঙ্কানদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অন্তর্বর্তী অধিনায়ক নাহিদা আক্তার। শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে সাথিয়া সন্দীপানি ও পিউমি ওতাসালাদের দারুণ ব্যাটিংয়ে ৫ উইকেটে ১২৪ রান তোলে শ্রীলঙ্কা ‘এ’ দল। ১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৯.৩ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
জ্যোতি, সাথী রাণী ও নিয়মিত অধিনায়ক রাবেয়া খানকে চতুর্থ টি-টোয়েন্টি থেকে দেওয়া হয় বিশ্রাম। ১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৬ ওভারে ২১ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে শামীমা সুলতানা ও তাজ নেহার বিপর্যয় সামলানো চেষ্টা করেন। শামীমা আউট হলে ৩৫ রানে ভেঙে যায় তাঁদের জুটি।
৪১ বলে ৩৮ রান আসে শামীমার ব্যাট থেকে। তারপর ফেরেন নেহারও (১৫)। ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তোলার চেষ্টা করেন স্বর্ণা আক্তার। ১৯ বলে ২৮ রান করে তারুনা সেহানির বলে ফেরেন স্বর্ণা। এ ছাড়া বাকি ৮ ব্যাটার দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি।
বল আগেই থেমে যায় বাংলাদেশ ‘এ’ দলের মেয়েদের ইনিংস। শ্রীলঙ্কার চেতনা ভিমুক্তি, নিমেশা মাদুশানি, সেহানি ডেওমি ভিহাঙ্গি দুটি করে উইকেট নিয়েছেন।
তার আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার প্রথম চার ব্যাটার ফিরেছেন এক অঙ্কের ঘরে। পরের তিন ব্যাটার খেলেছেন দুর্দান্ত। সাথিয়া ৩৩ বলে ৪৬, পিউমি ২৯ বলে ২৯ ও মালশা সেহানি ১৪ বলে ২১ রান করেছেন। তাঁদের ব্যাটে চড়ে ১২৪ রান তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশের মারুফা আক্তার ও ফাহিমা খাতুন দুটি করে উইকেট নিয়েছেন।

সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার ‘এ’ দলের মেয়েদের কাছে ১৯ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়েও শ্রীলঙ্কান ‘এ’ দলের কাছে হার, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কিছুটা অস্বস্তিও যেন যোগ করছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেই, বাংলাদেশ ‘এ’ দলের হয়ে জাতীয় দলের ক্রিকেটাররা গিয়েছেন শ্রীলঙ্কা সফরে। লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে যেমন দাপট দেখানোর সুযোগ ছিল, সেভাবে পারফরম করতে পারেননি তাঁরা। তৃতীয় টি-টোয়েন্টিতেও কোনোরকম জিতেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা।
থুর্স্টানে আজ চতুর্থ টি-টোয়েন্টিতে একরকম অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। টস জিতে লঙ্কানদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অন্তর্বর্তী অধিনায়ক নাহিদা আক্তার। শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে সাথিয়া সন্দীপানি ও পিউমি ওতাসালাদের দারুণ ব্যাটিংয়ে ৫ উইকেটে ১২৪ রান তোলে শ্রীলঙ্কা ‘এ’ দল। ১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৯.৩ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
জ্যোতি, সাথী রাণী ও নিয়মিত অধিনায়ক রাবেয়া খানকে চতুর্থ টি-টোয়েন্টি থেকে দেওয়া হয় বিশ্রাম। ১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৬ ওভারে ২১ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে শামীমা সুলতানা ও তাজ নেহার বিপর্যয় সামলানো চেষ্টা করেন। শামীমা আউট হলে ৩৫ রানে ভেঙে যায় তাঁদের জুটি।
৪১ বলে ৩৮ রান আসে শামীমার ব্যাট থেকে। তারপর ফেরেন নেহারও (১৫)। ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তোলার চেষ্টা করেন স্বর্ণা আক্তার। ১৯ বলে ২৮ রান করে তারুনা সেহানির বলে ফেরেন স্বর্ণা। এ ছাড়া বাকি ৮ ব্যাটার দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি।
বল আগেই থেমে যায় বাংলাদেশ ‘এ’ দলের মেয়েদের ইনিংস। শ্রীলঙ্কার চেতনা ভিমুক্তি, নিমেশা মাদুশানি, সেহানি ডেওমি ভিহাঙ্গি দুটি করে উইকেট নিয়েছেন।
তার আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার প্রথম চার ব্যাটার ফিরেছেন এক অঙ্কের ঘরে। পরের তিন ব্যাটার খেলেছেন দুর্দান্ত। সাথিয়া ৩৩ বলে ৪৬, পিউমি ২৯ বলে ২৯ ও মালশা সেহানি ১৪ বলে ২১ রান করেছেন। তাঁদের ব্যাটে চড়ে ১২৪ রান তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশের মারুফা আক্তার ও ফাহিমা খাতুন দুটি করে উইকেট নিয়েছেন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
৩ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
৪ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
৪ ঘণ্টা আগে