
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন সরফরাজ খান। তবু আন্তর্জাতিক ক্রিকেটে তিনি খেলার সুযোগ পাননি এখনো। ভারতের এই তরুণ ক্রিকেটার সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ সুনীল গাভাস্কার।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট ও ওয়ানডে সিরিজের দল গত পরশু ঘোষণা করেছে ভারত। উইন্ডিজ সিরিজের জন্য ভারতের টেস্টের দল ১৬ সদস্যের। ১৬ সদস্যের এই দলে জায়গা হয়নি সরফরাজের। তবে রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে গত কয়েক বছর ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন তিনি। ২০২২-২৩ মৌমে ৬ ম্যাচে ৯২.৬৭ গড়ে করেছেন ৫৫৬ রান। ৩ সেঞ্চুরি ও ১ ফিফটি করেছেন। তার আগে ২০২১-২২ মৌসুমে সর্বোচ্চ ৯৮২ রান করেছেন সরফরাজ। আর ২০১৯-২০ মৌসুমের রঞ্জিতে ১৫৪.৬৭ গড়ে করেন ৯২৮ রান।
রঞ্জিতে ধারাবাহিক পারফর্ম করা সত্ত্বেও টেস্ট দলে সরফরাজ সুযোগ না পাওয়ায় হতাশ গাভাস্কার। স্পোর্টস টুডেকে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘সরফরাজ খান সর্বশেষ তিন মৌসুমে ১০০ গড়ে রান করেছে। দলে ডাক পেতে হলে আর কিইবা সে করবে? সে একাদশে সুযোগ না-ও পেতে পারে, কিন্তু দলে তো তাকে নেওয়া যায়। পারফরম্যান্সের যে মূল্যায়ন করা হচ্ছে, সেটা তো তাকে বুঝতে দিতে হবে। তা না হলে রঞ্জি ট্রফি খেলা বন্ধ করুন। বলে দিন যে এর কোনো দরকার নেই। আইপিএল খেলাই লাল বলের ক্রিকেটের জন্য যথেষ্ট।’
১২ জুলাই ডোমিনিকায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-ভারত প্রথম টেস্ট। ত্রিনিদাদে ২০ জুলাই হবে দ্বিতীয় টেস্ট। ২৭ জুলাই, ২৯ জুলাই ও ১ আগস্ট হবে উইন্ডিজ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৩, ৬, ৮, ১২, ১৩ আগস্ট হবে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন সরফরাজ খান। তবু আন্তর্জাতিক ক্রিকেটে তিনি খেলার সুযোগ পাননি এখনো। ভারতের এই তরুণ ক্রিকেটার সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ সুনীল গাভাস্কার।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট ও ওয়ানডে সিরিজের দল গত পরশু ঘোষণা করেছে ভারত। উইন্ডিজ সিরিজের জন্য ভারতের টেস্টের দল ১৬ সদস্যের। ১৬ সদস্যের এই দলে জায়গা হয়নি সরফরাজের। তবে রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে গত কয়েক বছর ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন তিনি। ২০২২-২৩ মৌমে ৬ ম্যাচে ৯২.৬৭ গড়ে করেছেন ৫৫৬ রান। ৩ সেঞ্চুরি ও ১ ফিফটি করেছেন। তার আগে ২০২১-২২ মৌসুমে সর্বোচ্চ ৯৮২ রান করেছেন সরফরাজ। আর ২০১৯-২০ মৌসুমের রঞ্জিতে ১৫৪.৬৭ গড়ে করেন ৯২৮ রান।
রঞ্জিতে ধারাবাহিক পারফর্ম করা সত্ত্বেও টেস্ট দলে সরফরাজ সুযোগ না পাওয়ায় হতাশ গাভাস্কার। স্পোর্টস টুডেকে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘সরফরাজ খান সর্বশেষ তিন মৌসুমে ১০০ গড়ে রান করেছে। দলে ডাক পেতে হলে আর কিইবা সে করবে? সে একাদশে সুযোগ না-ও পেতে পারে, কিন্তু দলে তো তাকে নেওয়া যায়। পারফরম্যান্সের যে মূল্যায়ন করা হচ্ছে, সেটা তো তাকে বুঝতে দিতে হবে। তা না হলে রঞ্জি ট্রফি খেলা বন্ধ করুন। বলে দিন যে এর কোনো দরকার নেই। আইপিএল খেলাই লাল বলের ক্রিকেটের জন্য যথেষ্ট।’
১২ জুলাই ডোমিনিকায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-ভারত প্রথম টেস্ট। ত্রিনিদাদে ২০ জুলাই হবে দ্বিতীয় টেস্ট। ২৭ জুলাই, ২৯ জুলাই ও ১ আগস্ট হবে উইন্ডিজ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৩, ৬, ৮, ১২, ১৩ আগস্ট হবে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
১০ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৪ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
১৪ ঘণ্টা আগে