Ajker Patrika

পাকিস্তানিদের কাছে ক্ষমা চাইলেন হাসান আলী 

আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৫: ৪৬
পাকিস্তানিদের কাছে ক্ষমা চাইলেন হাসান আলী 

সেমিফাইনালে ম্যাথু ওয়েডের ক্যাচ ছাড়ার পর পাকিস্তানিদের কাছে ‘খলনায়ক’ হাসান আলী। শাহিন শাহ আফ্রিদির করা ১৯তম ওভারের তৃতীয় বলে ওয়েডের ক্যাচ ফেলেছেন হাসান। পরের তিন বলে তিন ছক্কায় পাকিস্তানের ফাইনালের স্বপ্ন ভেঙে দেন অস্ট্রেলিয়ান ব্যাটার। ক্যাচ ফেলার অপরাধে সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তার শিকার হচ্ছেন পাকিস্তানি পেসার।

ক্যাচ ফেলার অপরাধে এখন পুড়ছেন হাসান আলী। গতকাল চাইলেন ক্ষমাও। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ডানহাতি পেসার লিখেছেন, ‘জানি, আমার পারফরম্যান্সের কারণে আপনারা কষ্ট পাচ্ছেন। আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। কিন্তু আমার থেকে বেশি দুঃখে আর কেউ নেই।’

কঠোর পরিশ্রম করে দেশবাসীর মন জয় করতে চান হাসান, ‘আমার থেকে প্রত্যাশা করা বন্ধ করবেন না। সর্বোচ্চ পর্যায়ে পাকিস্তান ক্রিকেটকে যত দিন পারব সেবা করে যেতে চাই। তাই আরও কঠোর পরিশ্রমে ফিরেছি। নিজেকে আরও শক্তিশালী করে তুলতে চাই। আপনাদের বার্তা, টুইট, পোস্ট, ফোন এবং প্রার্থনার জন্য ধন্যবাদ। এটাই আমার সব থেকে বেশি দরকার ছিল।’

দুঃসময়ে পাকিস্তানের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের পাশে পাচ্ছেন হাসান। জাতীয় দলের সতীর্থ-বন্ধু ফখর জামান হাসানকে উদ্দেশ করে লিখেছেন, ‘তুমি একজন চ্যাম্পিয়ন, বন্ধু। তোমার মতো পরিশ্রম, জেদ ও দৃঢ়তা দেখাতে পারে এমন ক্রিকেটার এই পৃথিবীতে খুব বেশি নেই। মাথা উঁচু রাখো। আমরা সবাই তোমাকে নিয়ে গর্বিত।’

বিশ্বকাপের পরপরই বাংলাদেশে এসেছে পাকিস্তান দল। মাহমুদউল্লাহদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলবেন বাবর আজমরা। ক্যাচ ছাড়ার দুঃখ ঘোচাতে বাংলাদেশের বিপক্ষেই না আবার জ্বলে ওঠেন  হাসান!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত