
সেমিফাইনালে ম্যাথু ওয়েডের ক্যাচ ছাড়ার পর পাকিস্তানিদের কাছে ‘খলনায়ক’ হাসান আলী। শাহিন শাহ আফ্রিদির করা ১৯তম ওভারের তৃতীয় বলে ওয়েডের ক্যাচ ফেলেছেন হাসান। পরের তিন বলে তিন ছক্কায় পাকিস্তানের ফাইনালের স্বপ্ন ভেঙে দেন অস্ট্রেলিয়ান ব্যাটার। ক্যাচ ফেলার অপরাধে সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তার শিকার হচ্ছেন পাকিস্তানি পেসার।
ক্যাচ ফেলার অপরাধে এখন পুড়ছেন হাসান আলী। গতকাল চাইলেন ক্ষমাও। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ডানহাতি পেসার লিখেছেন, ‘জানি, আমার পারফরম্যান্সের কারণে আপনারা কষ্ট পাচ্ছেন। আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। কিন্তু আমার থেকে বেশি দুঃখে আর কেউ নেই।’
কঠোর পরিশ্রম করে দেশবাসীর মন জয় করতে চান হাসান, ‘আমার থেকে প্রত্যাশা করা বন্ধ করবেন না। সর্বোচ্চ পর্যায়ে পাকিস্তান ক্রিকেটকে যত দিন পারব সেবা করে যেতে চাই। তাই আরও কঠোর পরিশ্রমে ফিরেছি। নিজেকে আরও শক্তিশালী করে তুলতে চাই। আপনাদের বার্তা, টুইট, পোস্ট, ফোন এবং প্রার্থনার জন্য ধন্যবাদ। এটাই আমার সব থেকে বেশি দরকার ছিল।’
দুঃসময়ে পাকিস্তানের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের পাশে পাচ্ছেন হাসান। জাতীয় দলের সতীর্থ-বন্ধু ফখর জামান হাসানকে উদ্দেশ করে লিখেছেন, ‘তুমি একজন চ্যাম্পিয়ন, বন্ধু। তোমার মতো পরিশ্রম, জেদ ও দৃঢ়তা দেখাতে পারে এমন ক্রিকেটার এই পৃথিবীতে খুব বেশি নেই। মাথা উঁচু রাখো। আমরা সবাই তোমাকে নিয়ে গর্বিত।’
বিশ্বকাপের পরপরই বাংলাদেশে এসেছে পাকিস্তান দল। মাহমুদউল্লাহদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলবেন বাবর আজমরা। ক্যাচ ছাড়ার দুঃখ ঘোচাতে বাংলাদেশের বিপক্ষেই না আবার জ্বলে ওঠেন হাসান!

সেমিফাইনালে ম্যাথু ওয়েডের ক্যাচ ছাড়ার পর পাকিস্তানিদের কাছে ‘খলনায়ক’ হাসান আলী। শাহিন শাহ আফ্রিদির করা ১৯তম ওভারের তৃতীয় বলে ওয়েডের ক্যাচ ফেলেছেন হাসান। পরের তিন বলে তিন ছক্কায় পাকিস্তানের ফাইনালের স্বপ্ন ভেঙে দেন অস্ট্রেলিয়ান ব্যাটার। ক্যাচ ফেলার অপরাধে সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তার শিকার হচ্ছেন পাকিস্তানি পেসার।
ক্যাচ ফেলার অপরাধে এখন পুড়ছেন হাসান আলী। গতকাল চাইলেন ক্ষমাও। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ডানহাতি পেসার লিখেছেন, ‘জানি, আমার পারফরম্যান্সের কারণে আপনারা কষ্ট পাচ্ছেন। আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। কিন্তু আমার থেকে বেশি দুঃখে আর কেউ নেই।’
কঠোর পরিশ্রম করে দেশবাসীর মন জয় করতে চান হাসান, ‘আমার থেকে প্রত্যাশা করা বন্ধ করবেন না। সর্বোচ্চ পর্যায়ে পাকিস্তান ক্রিকেটকে যত দিন পারব সেবা করে যেতে চাই। তাই আরও কঠোর পরিশ্রমে ফিরেছি। নিজেকে আরও শক্তিশালী করে তুলতে চাই। আপনাদের বার্তা, টুইট, পোস্ট, ফোন এবং প্রার্থনার জন্য ধন্যবাদ। এটাই আমার সব থেকে বেশি দরকার ছিল।’
দুঃসময়ে পাকিস্তানের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের পাশে পাচ্ছেন হাসান। জাতীয় দলের সতীর্থ-বন্ধু ফখর জামান হাসানকে উদ্দেশ করে লিখেছেন, ‘তুমি একজন চ্যাম্পিয়ন, বন্ধু। তোমার মতো পরিশ্রম, জেদ ও দৃঢ়তা দেখাতে পারে এমন ক্রিকেটার এই পৃথিবীতে খুব বেশি নেই। মাথা উঁচু রাখো। আমরা সবাই তোমাকে নিয়ে গর্বিত।’
বিশ্বকাপের পরপরই বাংলাদেশে এসেছে পাকিস্তান দল। মাহমুদউল্লাহদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলবেন বাবর আজমরা। ক্যাচ ছাড়ার দুঃখ ঘোচাতে বাংলাদেশের বিপক্ষেই না আবার জ্বলে ওঠেন হাসান!

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৬ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৬ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৮ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১১ ঘণ্টা আগে