
ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশের পারফরম্যান্স তেমন একটা আশানুরূপ ছিল না। যে ওয়ানডে সংস্করণে বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো খেলছিল, সেই সংস্করণে ২০২৩ সালে দলটির পারফরম্যান্স হতাশাজনক। সেই বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের প্রথম ওয়ার্ম-আপ ম্যাচ জিতেছে হেসেখেলে।
গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে গতকাল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। চোটে পড়ায় ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান খেলতে পারেননি। এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের নেতৃত্বে বাংলাদেশ ৪৮ বল হাতে রেখে ৭ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে। অধিনায়ক মিরাজ এই ম্যাচে ছিলেন দুর্দান্ত। বোলিংয়ে নিয়েছেন ১ উইকেট। ফিল্ডিংয়ে দুর্দান্ত ক্যাচ ধরেছেন। আর ব্যাটিংয়ে ৬৪ বলে ৬৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। প্রস্তুতি ম্যাচ হলেও এই ম্যাচ জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ম্যাচ শেষে মিরাজ তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘ওয়ার্ম-আপ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে। এই জয় খুবই দরকার ছিল। এই জয়েই বেড়েছে আশা।’
মিরাজ-মুশফিকুর রহিমের চতুর্থ উইকেটে ৭৬ রানের অবিচ্ছেদ্য জুটিতে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। ৪৩ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মুশফিক। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার তাঁর ফেসবুকে পেজে লিখেছেন, ‘ওয়ার্ম-আপের প্রথম ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স। শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে বাঘেরা। এগিয়ে চলো।’ তাসকিন আহমেদ ফেসবুক পেজে লিখেছেন, ‘ওয়ার্ম-আপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে।’
গুয়াহাটিতে পরশু ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ১০ অক্টোবর একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড।

ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশের পারফরম্যান্স তেমন একটা আশানুরূপ ছিল না। যে ওয়ানডে সংস্করণে বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো খেলছিল, সেই সংস্করণে ২০২৩ সালে দলটির পারফরম্যান্স হতাশাজনক। সেই বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের প্রথম ওয়ার্ম-আপ ম্যাচ জিতেছে হেসেখেলে।
গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে গতকাল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। চোটে পড়ায় ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান খেলতে পারেননি। এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের নেতৃত্বে বাংলাদেশ ৪৮ বল হাতে রেখে ৭ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে। অধিনায়ক মিরাজ এই ম্যাচে ছিলেন দুর্দান্ত। বোলিংয়ে নিয়েছেন ১ উইকেট। ফিল্ডিংয়ে দুর্দান্ত ক্যাচ ধরেছেন। আর ব্যাটিংয়ে ৬৪ বলে ৬৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। প্রস্তুতি ম্যাচ হলেও এই ম্যাচ জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ম্যাচ শেষে মিরাজ তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘ওয়ার্ম-আপ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে। এই জয় খুবই দরকার ছিল। এই জয়েই বেড়েছে আশা।’
মিরাজ-মুশফিকুর রহিমের চতুর্থ উইকেটে ৭৬ রানের অবিচ্ছেদ্য জুটিতে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। ৪৩ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মুশফিক। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার তাঁর ফেসবুকে পেজে লিখেছেন, ‘ওয়ার্ম-আপের প্রথম ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স। শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে বাঘেরা। এগিয়ে চলো।’ তাসকিন আহমেদ ফেসবুক পেজে লিখেছেন, ‘ওয়ার্ম-আপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে।’
গুয়াহাটিতে পরশু ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ১০ অক্টোবর একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৩ ঘণ্টা আগে