
সময় যত গড়াচ্ছিল, খুলনা টাইগার্স-কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচ পেন্ডুলামের মতো দুলছিল। ম্যাচের ফলাফল জানতে অপেক্ষা করতে হয়েছে শেষ বল পর্যন্ত। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে শেষ হাসি হাসে কুমিল্লা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ খুলনাকে ৪ রানে হারিয়েছে কুমিল্লা। তাতে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা পাঁচ জয় পেল ইমরুল কায়েসের দল।
১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৪ রানেই খুলনার উদ্বোধনী জুটি ভেঙে যায়। তৃতীয় ওভারের তৃতীয় বলে তামিম ইকবালকে এলবিডব্লু করেন নাসিম শাহ। তামিমের বিদায়ের পর উইকেটে আসেন শাই হোপ। দ্বিতীয় উইকেট জুটিতে অ্যান্ড্রু বালবির্নির সঙ্গে ৪০ বলে ৪৯ রানের জুটি গড়েন হোপ। ৩৮ রান করা বালবির্নি রান আউটে কাটা পড়লে ভেঙে যায় এই জুটি।
তামিম, বালবির্নি ফিরে গেলে খুলনার স্কোর দাঁড়ায় ৯.২ ওভারে ২ উইকেটে ৬৩ রান। চার নম্বরে ব্যাটিংয়ে নামা মাহমুদুল হাসান জয় এসেই ঝোড়ো ব্যাটিং করতে থাকেন। তবে জয় উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ১৩ বলে দুটি করে চার ও ছক্কায় ২৬ রান করেন বাংলাদেশের এই ব্যাটার। জয়কে ফিরিয়ে তৃতীয় উইকেটে হোপ ও জয়ের ২১ বলে ৪৩ রানের জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন সৈকত।
জয়ের পর আজম খান, মোহাম্মদ সাইফুদ্দিন—এই দুই ব্যাটার দ্রুত ড্রেসিংরুমে ফিরে যান। আজম করেন ১ রান ও সাইফুদ্দিন করেন ৮ রান। দ্রুত তিন ব্যাটার আউট হলে খুলনার স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১১৭ রান। সতীর্থদের আশা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে খেলেন হোপ। ৩৩ রান করা হোপকে ফিরিয়ে খুলনার জয় কঠিন করে তোলেন নাসিম। শেষ ১১ বলে ২৫ রানের সমীকরণ ইয়াসির প্রায় মিলিয়েই ফেলেছিলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৬১ রানে থামে খুলনার ইনিংস। ১৯ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন খুলনার অধিনায়ক।
ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ৪৭ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন পাকিস্তানের এই ব্যাটার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন খুলনার অধিনায়ক ইয়াসির আলি চৌধুরী। লিটন দাস ও রিজওয়ানের জোড়া ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৬৫ রান করে কুমিল্লা। রিজওয়ানের ৫৪ রানের পাশাপাশি লিটন ৪২ বলে ৫০ রান করেন। খুলনার বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন ওয়াহাব রিয়াজ ও নাহিদুল ইসলাম।

সময় যত গড়াচ্ছিল, খুলনা টাইগার্স-কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচ পেন্ডুলামের মতো দুলছিল। ম্যাচের ফলাফল জানতে অপেক্ষা করতে হয়েছে শেষ বল পর্যন্ত। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে শেষ হাসি হাসে কুমিল্লা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ খুলনাকে ৪ রানে হারিয়েছে কুমিল্লা। তাতে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা পাঁচ জয় পেল ইমরুল কায়েসের দল।
১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৪ রানেই খুলনার উদ্বোধনী জুটি ভেঙে যায়। তৃতীয় ওভারের তৃতীয় বলে তামিম ইকবালকে এলবিডব্লু করেন নাসিম শাহ। তামিমের বিদায়ের পর উইকেটে আসেন শাই হোপ। দ্বিতীয় উইকেট জুটিতে অ্যান্ড্রু বালবির্নির সঙ্গে ৪০ বলে ৪৯ রানের জুটি গড়েন হোপ। ৩৮ রান করা বালবির্নি রান আউটে কাটা পড়লে ভেঙে যায় এই জুটি।
তামিম, বালবির্নি ফিরে গেলে খুলনার স্কোর দাঁড়ায় ৯.২ ওভারে ২ উইকেটে ৬৩ রান। চার নম্বরে ব্যাটিংয়ে নামা মাহমুদুল হাসান জয় এসেই ঝোড়ো ব্যাটিং করতে থাকেন। তবে জয় উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ১৩ বলে দুটি করে চার ও ছক্কায় ২৬ রান করেন বাংলাদেশের এই ব্যাটার। জয়কে ফিরিয়ে তৃতীয় উইকেটে হোপ ও জয়ের ২১ বলে ৪৩ রানের জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন সৈকত।
জয়ের পর আজম খান, মোহাম্মদ সাইফুদ্দিন—এই দুই ব্যাটার দ্রুত ড্রেসিংরুমে ফিরে যান। আজম করেন ১ রান ও সাইফুদ্দিন করেন ৮ রান। দ্রুত তিন ব্যাটার আউট হলে খুলনার স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১১৭ রান। সতীর্থদের আশা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে খেলেন হোপ। ৩৩ রান করা হোপকে ফিরিয়ে খুলনার জয় কঠিন করে তোলেন নাসিম। শেষ ১১ বলে ২৫ রানের সমীকরণ ইয়াসির প্রায় মিলিয়েই ফেলেছিলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৬১ রানে থামে খুলনার ইনিংস। ১৯ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন খুলনার অধিনায়ক।
ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ৪৭ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন পাকিস্তানের এই ব্যাটার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন খুলনার অধিনায়ক ইয়াসির আলি চৌধুরী। লিটন দাস ও রিজওয়ানের জোড়া ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৬৫ রান করে কুমিল্লা। রিজওয়ানের ৫৪ রানের পাশাপাশি লিটন ৪২ বলে ৫০ রান করেন। খুলনার বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন ওয়াহাব রিয়াজ ও নাহিদুল ইসলাম।

জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
৩৬ মিনিট আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৪ ঘণ্টা আগে