
এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের মাত্র দুই ক্রিকেটার—মুমিনুল হকের পর নাজমুল হোসেন শান্ত। তবে এই কীর্তি দ্বিতীয়বারের মতো গড়ার হাতছানি শান্তর সামনে। গল টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন, দ্বিতীয় ইনিংসেও ফিফটি করে অপরাজিত আছেন বাংলাদেশ অধিনায়ক।
৫৬
প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত। যদি দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করতে পারেন তাহলে বাংলাদেশের হয়ে তৃতীয়বার এক টেস্টে জোড়া সেঞ্চুরির রেকর্ড হবে। এর মধ্যে ২০১৮ সালে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। ২০২৩ সালে মিরপুর টেস্টে আফগানিস্তানের সঙ্গে শান্তই জোড়া সেঞ্চুরি করেন।
৫
দেশের বাইরে এর আগে একটি টেস্টই খেলেছিলেন নাঈম হাসান। ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে সেই ম্যাচে বল করার সুযোগ হয়নি তাঁর। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় মোহাম্মদ শামির বল আঘাত পেয়ে ছিটকে যান ম্যাচ থেকে। গলে বিদেশের মাঠে দ্বিতীয় টেস্ট খেলছেন তিনি, তবে বল করেছেন প্রথমবার। প্রথমবারেই চমক—১২১ রানে শিকার ৫ উইকেট। বিদেশের মাঠে প্রথম ও টেস্ট ক্যারিয়ারে চতুর্থবার ৫ উইকেট নিয়েছেন নাঈম।
১
গলে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন নাঈম। তার আগে ৪ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
৩
শাহাদাত হোসেন ও মোহাম্মদ রফিকের পর শ্রীলঙ্কার মাঠে ৫ উইকেট নেওয়া তৃতীয় বাংলাদেশি বোলার নাঈম হাসান।
৪৮৫
বাংলাদেশের বিপক্ষে গলে লিড নেওয়া শ্রীলঙ্কার জন্য ছিল সময়ের ব্যাপার। ৬ উইকেটে ৪৬৫ রান নিয়ে প্রথম সেশন বিরতিতে যায় স্বাগতিকেরা। তারপরই হঠাৎ নাঈমের ঘূর্ণি জাদুতে শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে ৪৮৫ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস। এই মাঠে এটি তাদের ১৩ তম সর্বোচ্চ স্কোর।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২৯ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে