
‘বাঁ হাতের খেল’-বাংলায় বহুল প্রচলিত এই প্রবাদ পাকিস্তান ক্রিকেট দলের না জানাটাই স্বাভাবিক। তা না-ই জানুক, এই প্রবাদের বাস্তবতা গত দুই বছরে পাকিস্তান টের পেয়েছে বেশ ভালোভাবেই। দুবাই থেকে মেলবোর্ন, মেলবোর্ন থেকে প্রেমাদাসা-বাঁহাতি ব্যাটাররাই পাকিস্তানের থেকে ম্যাচ কেড়ে নিয়েছেন। জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলা পাকিস্তান দলের হতাশার চিত্র যেন এখন বৈশ্বিক টুর্নামেন্টে হয়েছে খুবই চেনা পরিচিত দৃশ্য।
১। ১১ নভেম্বর, ২০২১; ম্যাথ্যু ওয়েড (অস্ট্রেলিয়া) : ৪১* (১৭) ; টি-টোয়েন্টি বিশ্বকাপ দ্বিতীয় সেমিফাইনাল; ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত;
পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচটা দুলছিল পেন্ডুলামের মতো। দুবাইয়ে ১৭৭ রান তাড়া করতে নেমে শেষ ১০ বলে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২০ রান। সে সময় শাহিন শাহ আফ্রিদিকে তুলে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন ম্যাথ্যু ওয়েড। তবে ডিপ মিড উইকেটে সহজ ক্যাচ হাতছাড়া করেন হাসান আলি। এরপরে আর পেছন ফিরে তাকাননি ওয়েড। শাহিনকে টানা ৩টি ছক্কা মেরে ১ ওভার আগেই অস্ট্রেলিয়াকে ৫ উইকেটের জয় এনে দেন ওয়েড।
২। ১৩ নভেম্বর, ২০২২; বেন স্টোকস (ইংল্যান্ড): ৫২* (৪৯); টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল; ভেন্যু: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, অস্ট্রেলিয়া;
১৩৮ রানের লক্ষ্য টি-টোয়েন্টিতে আহামরি তেমন কিছু নয়। তবে ফাইনাল ম্যাচ বলে কথা। কিছুটা হলেও চাপ তো থাকেই। আর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি তো রয়েছেই। তবে বেন স্টোকস পাকিস্তানকে ‘ইতিহাসের পুনরাবৃত্তি’ করতে দেননি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি করেন ফাইনালের মঞ্চে। ইংল্যান্ডকে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পাইয়ে দেন স্টোকস। তাতে যেন ইডেন গার্ডেনসে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভুলের ‘প্রায়শ্চিত্ত’ করে ফেলেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।
৩। ১৪ সেপ্টেম্বর, ২০২৩; চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা) ; ৪৯* (৪৭) ; এশিয়া কাপ সুপার ফোর; ভেন্যু: প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো, শ্রীলঙ্কা;
শ্রীলঙ্কা, পাকিস্তান-কলম্বোর প্রেমাদাসায় দুটো দলের কাছেই গতকাল সমীকরণ ছিল খুবই সহজ। যে জিতবে, সেই রোববার ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে। বৃষ্টিবিঘ্নিত শ্রীলঙ্কা-পাকিস্তান ‘অলিখিত সেমিফাইনাল’ ম্যাচ রোমাঞ্চ ছড়িয়েছে শেষ বল পর্যন্ত। বৃষ্টি আইনে গতকাল ৪২ ওভারে ২৫২ রানের লক্ষ্য ছিল শ্রীলঙ্কার সামনে। শেষ ৯ বলে ৯ রানের সমীকরণ থেকে হঠাৎই তা হয়ে যায় ২ বলে ৬ রান। জামান খান, চারিথ আসালাঙ্কা দুজনের কাছেই তখন তা নায়ক হবার মঞ্চ। ৪২ত ওভারের পঞ্চম বলে লেগ সাইডে ঘুরাতে গিয়েছেন আসালাঙ্কা। আউটসাইড এজ হওয়া বল উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ও শর্ট থার্ডম্যান ফিল্ডারের ফাঁক গলে বেরিয়ে হয়ে যায় চার। আর শেষ বলে ফাইন লেগ দিয়ে ২ রান নিয়ে শ্রীলঙ্কাকে ফাইনালে নিয়ে যান আসালাঙ্কা।

‘বাঁ হাতের খেল’-বাংলায় বহুল প্রচলিত এই প্রবাদ পাকিস্তান ক্রিকেট দলের না জানাটাই স্বাভাবিক। তা না-ই জানুক, এই প্রবাদের বাস্তবতা গত দুই বছরে পাকিস্তান টের পেয়েছে বেশ ভালোভাবেই। দুবাই থেকে মেলবোর্ন, মেলবোর্ন থেকে প্রেমাদাসা-বাঁহাতি ব্যাটাররাই পাকিস্তানের থেকে ম্যাচ কেড়ে নিয়েছেন। জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলা পাকিস্তান দলের হতাশার চিত্র যেন এখন বৈশ্বিক টুর্নামেন্টে হয়েছে খুবই চেনা পরিচিত দৃশ্য।
১। ১১ নভেম্বর, ২০২১; ম্যাথ্যু ওয়েড (অস্ট্রেলিয়া) : ৪১* (১৭) ; টি-টোয়েন্টি বিশ্বকাপ দ্বিতীয় সেমিফাইনাল; ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত;
পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচটা দুলছিল পেন্ডুলামের মতো। দুবাইয়ে ১৭৭ রান তাড়া করতে নেমে শেষ ১০ বলে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২০ রান। সে সময় শাহিন শাহ আফ্রিদিকে তুলে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন ম্যাথ্যু ওয়েড। তবে ডিপ মিড উইকেটে সহজ ক্যাচ হাতছাড়া করেন হাসান আলি। এরপরে আর পেছন ফিরে তাকাননি ওয়েড। শাহিনকে টানা ৩টি ছক্কা মেরে ১ ওভার আগেই অস্ট্রেলিয়াকে ৫ উইকেটের জয় এনে দেন ওয়েড।
২। ১৩ নভেম্বর, ২০২২; বেন স্টোকস (ইংল্যান্ড): ৫২* (৪৯); টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল; ভেন্যু: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, অস্ট্রেলিয়া;
১৩৮ রানের লক্ষ্য টি-টোয়েন্টিতে আহামরি তেমন কিছু নয়। তবে ফাইনাল ম্যাচ বলে কথা। কিছুটা হলেও চাপ তো থাকেই। আর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি তো রয়েছেই। তবে বেন স্টোকস পাকিস্তানকে ‘ইতিহাসের পুনরাবৃত্তি’ করতে দেননি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি করেন ফাইনালের মঞ্চে। ইংল্যান্ডকে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পাইয়ে দেন স্টোকস। তাতে যেন ইডেন গার্ডেনসে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভুলের ‘প্রায়শ্চিত্ত’ করে ফেলেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।
৩। ১৪ সেপ্টেম্বর, ২০২৩; চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা) ; ৪৯* (৪৭) ; এশিয়া কাপ সুপার ফোর; ভেন্যু: প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো, শ্রীলঙ্কা;
শ্রীলঙ্কা, পাকিস্তান-কলম্বোর প্রেমাদাসায় দুটো দলের কাছেই গতকাল সমীকরণ ছিল খুবই সহজ। যে জিতবে, সেই রোববার ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে। বৃষ্টিবিঘ্নিত শ্রীলঙ্কা-পাকিস্তান ‘অলিখিত সেমিফাইনাল’ ম্যাচ রোমাঞ্চ ছড়িয়েছে শেষ বল পর্যন্ত। বৃষ্টি আইনে গতকাল ৪২ ওভারে ২৫২ রানের লক্ষ্য ছিল শ্রীলঙ্কার সামনে। শেষ ৯ বলে ৯ রানের সমীকরণ থেকে হঠাৎই তা হয়ে যায় ২ বলে ৬ রান। জামান খান, চারিথ আসালাঙ্কা দুজনের কাছেই তখন তা নায়ক হবার মঞ্চ। ৪২ত ওভারের পঞ্চম বলে লেগ সাইডে ঘুরাতে গিয়েছেন আসালাঙ্কা। আউটসাইড এজ হওয়া বল উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ও শর্ট থার্ডম্যান ফিল্ডারের ফাঁক গলে বেরিয়ে হয়ে যায় চার। আর শেষ বলে ফাইন লেগ দিয়ে ২ রান নিয়ে শ্রীলঙ্কাকে ফাইনালে নিয়ে যান আসালাঙ্কা।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৭ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১১ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১২ ঘণ্টা আগে