Ajker Patrika

মুশফিকের আউটের পরই বৃষ্টি, ড্রয়ের দিকেই কি যাচ্ছে গল টেস্ট

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ জুন ২০২৫, ১২: ৪২
ফাইল ছবি
ফাইল ছবি

গলে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট রং বদলাচ্ছে ক্ষণে ক্ষণে। কখনো এগিয়ে থাকছে বাংলাদেশ, কখনো ম্যাচ হেলে পড়ছে শ্রীলঙ্কার দিকে। সব রোমাঞ্চ যেন অপেক্ষা করে আছে আজ শেষ দিনের জন্যই। যেখানে বাংলাদেশ-শ্রীলঙ্কার সঙ্গে খেলছে বৃষ্টিও।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিম জুটি বেঁধে এগোতে থাকেন দারুণভাবে। গলে গতকাল চতুর্থ দিনই জুটি বেঁধেছেন। তবে আজ পঞ্চম দিনে মুশফিকের ‘অদ্ভূতুড়ে’ এক রানআউটে ভেঙে যায় দারুণ এই জুটি। শান্ত-মুশফিকের জুটি ভাঙার পরপরই গ্রাউন্ড স্টাফরা ব্যস্ত হয়ে পড়েন গলের উইকেট ঢাকতে। কারণ, শ্রীলঙ্কার আকাশ কালো করে হঠাৎই বৃষ্টি নেমেছে। বৃষ্টির বাগড়ায় আপাতত খেলা বন্ধ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৭৬ ওভারে ৪ উইকেটে ২৩৭ রান করেছে বাংলাদেশ। লিডসহ সফরকারীদের স্কোর ২৪৭ রান।

পঞ্চম দিনে এখন পর্যন্ত ১৯ ওভার খেলা হয়েছে। বৃষ্টির কারণে সময় যতই বাড়িয়ে দেওয়া হোক না কেন, ৯০ ওভার খেলা নিয়ে সংশয় রয়েছে। এর আগে ম্যাচের দ্বিতীয় দিনে বৃষ্টির বাগড়ায় খেলা হয়েছিল ৬১ ওভার। সেদিনের ২৯ ওভারের ঘাটতি পুষিয়ে নিতে ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে। তবে আজ পঞ্চম দিনে হঠাৎ বৃষ্টি নামায় বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট ড্রয়ের সম্ভাবনাই এখন বেশি। ক্রিকইনফো জানিয়েছে, মধ্যাহ্নভোজের বিরতির পর বাংলাদেশ সময় বেলা ১টায় খেলা শুরু হবে। সবকিছু ঠিকঠাক থাকলে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে শেষ দিনের খেলা।

দ্বিতীয় ইনিংসে ৫৭ ওভারে ৩ উইকেটে ১৭৭ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শান্ত-মুশফিক এগোতে থাকেন সাবলীলভাবেই। চতুর্থ উইকেটে তাঁরা ১৯১ বলে ১০৯ রানের জুটি গড়েন। যেখানে ৭৬তম ওভারের শেষ বলে প্রবাথ জয়াসুরিয়াকে মিড অনে ঠেলে দ্রুত সিঙ্গেল নিতে যান মুশফিক। নন স্ট্রাইক প্রান্তে থারিন্দু রত্নায়েকে সরাসরি থ্রো করেন। অল্পের জন্য রানআউট থেকে বাঁচতে পারেননি তিনি।

রানআউটে কাটা পড়ে ২৮তম টেস্ট ফিফটি থেকে ১ রান দূরে থাকতে আউট হয়েছেন মুশফিক। ১০২ বলে ৪ চারে ৪৯ রান করেন তিনি। বাংলাদেশের তারকা ক্রিকেটার আউট হওয়ার পর হঠাৎই নামে বৃষ্টি। তড়িঘড়ি করে মাঠ ছাড়তে হয় সবাইকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত