
ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে চলছে রানের বন্যা। বিশাখাপত্তনম থেকে তিরুবনন্তপুরম-ভেন্যু যেখানেই হোক, সব ম্যাচেই দেখা যায় চার-ছক্কার ফুলঝুরি। পাল্লা দিয়ে হচ্ছে একের পর এক রেকর্ড।
তিরুবনন্তপুরমে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গতকাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড। প্রথমে ব্যাটিং পেয়ে ভারতীয় ব্যাটাররা তান্ডব চালিয়েছেন অস্ট্রেলিয়ার বোলারদের ওপর। যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড, ইশান কিষাণ-টপ অর্ডারের এই তিন ভারতীয় ব্যাটার করেছেন ৫৩,৫৮ ও ৫২ রান। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ভারতের ব্যাটিং অর্ডারের প্রথম তিন ব্যাটার ফিফটি পেরিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০১৯ সালে অ্যাডিলেডে প্রথমবারের মতো এমন কীর্তি গড়েছিল অস্ট্রেলিয়া। লঙ্কানদের বিপক্ষে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ১০০ রান করে অপরাজিত ছিলেন। আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ করেছিলেন ৬৪ রান। তিনে নেমে ম্যাক্সওয়েল খেলেন ৬২ রানের ইনিংস।
অস্ট্রেলিয়ার রেকর্ডে ভাগ বসানোর দিনে তাদেরকে অন্য এক রেকর্ডে ছাড়িয়ে গেছে ভারত। তিরুবনন্তপুরমে ৪ উইকেটে ২৩৫ রান করেছে ভারতীয়রা। যা ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টিতে প্রথম ইনিংসে সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে গত বৃহস্পতিবার বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার ২০৮ রান ছিল দুই দলের মধ্যকার প্রথম ইনিংসের সর্বোচ্চ স্কোর। ভারত-অস্ট্রেলিয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের মোট রানের হিসেবেও এগিয়ে গতকাল তিরুবনন্তপুরমের ম্যাচ। ৪২৬ রান হয়েছে এই ম্যাচে। ভারতের দেওয়া ২৩৬ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ১৯১ রানে থেমে যায়। পেছনে পড়ে গেল গত বছরের মোহালির ৪১৯ রানের রেকর্ড। ভারত ৬ উইকেটে ২০৮ রান করার পর অস্ট্রেলিয়া করেছিল ৬ উইকেটে ২১১ রান।
ভারত-অস্ট্রেলিয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ইনিংসে সর্বোচ্চ পাঁচ দলীয় স্কোর:
দল: ভারত; স্কোর: ২৩৫ /৪; ভেন্যু: তিরুবনন্তপুরম; ২০২৩
দল: অস্ট্রেলিয়া; স্কোর: ২০৮ /৩; ভেন্যু: বিশাখাপত্তনম; ২০২৩
দল: ভারত; স্কোর: ২০৮ /৬; ভেন্যু: মোহালি; ২০২২
দল: অস্ট্রেলিয়া; স্কোর: ২০১ /৭; ভেন্যু: রাজকোট; ২০১৩
দল: অস্ট্রেলিয়া; স্কোর: ১৯৭ /৫; ভেন্যু: সিডনি; ২০১৬
ভারত-অস্ট্রেলিয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচে সর্বোচ্চ মোট রান:
৪২৬; ভেন্যু: তিরুবনন্তপুরম; ২০২৩
৪১৯; ভেন্যু: মোহালি; ২০২২
৪১৭; ভেন্যু: বিশাখাপত্তনম; ২০২৩
৪০৩; ভেন্যু: রাজকোট; ২০১৩
৩৯৭; ভেন্যু: সিডনি; ২০১৬
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম তিন ব্যাটারের পঞ্চাশোর্ধ্ব ইনিংস:
দল: অস্ট্রেলিয়া; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: অ্যাডিলেড; ২০১৯
দল: বারমুডা; প্রতিপক্ষ: বাহামাস; ভেন্যু: অ্যান্টিগা; ২০২১
দল: কানাডা; প্রতিপক্ষ: পানামা; ভেন্যু: অ্যান্টিগা; ২০২১
দল: বেলজিয়াম; প্রতিপক্ষ: মাল্টা; ভেন্যু: গেন্ট; ২০২২
দল: ভারত; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ভেন্যু: তিরুবনন্তপুরম; ২০২৩

ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে চলছে রানের বন্যা। বিশাখাপত্তনম থেকে তিরুবনন্তপুরম-ভেন্যু যেখানেই হোক, সব ম্যাচেই দেখা যায় চার-ছক্কার ফুলঝুরি। পাল্লা দিয়ে হচ্ছে একের পর এক রেকর্ড।
তিরুবনন্তপুরমে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গতকাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড। প্রথমে ব্যাটিং পেয়ে ভারতীয় ব্যাটাররা তান্ডব চালিয়েছেন অস্ট্রেলিয়ার বোলারদের ওপর। যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড, ইশান কিষাণ-টপ অর্ডারের এই তিন ভারতীয় ব্যাটার করেছেন ৫৩,৫৮ ও ৫২ রান। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ভারতের ব্যাটিং অর্ডারের প্রথম তিন ব্যাটার ফিফটি পেরিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০১৯ সালে অ্যাডিলেডে প্রথমবারের মতো এমন কীর্তি গড়েছিল অস্ট্রেলিয়া। লঙ্কানদের বিপক্ষে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ১০০ রান করে অপরাজিত ছিলেন। আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ করেছিলেন ৬৪ রান। তিনে নেমে ম্যাক্সওয়েল খেলেন ৬২ রানের ইনিংস।
অস্ট্রেলিয়ার রেকর্ডে ভাগ বসানোর দিনে তাদেরকে অন্য এক রেকর্ডে ছাড়িয়ে গেছে ভারত। তিরুবনন্তপুরমে ৪ উইকেটে ২৩৫ রান করেছে ভারতীয়রা। যা ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টিতে প্রথম ইনিংসে সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে গত বৃহস্পতিবার বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার ২০৮ রান ছিল দুই দলের মধ্যকার প্রথম ইনিংসের সর্বোচ্চ স্কোর। ভারত-অস্ট্রেলিয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের মোট রানের হিসেবেও এগিয়ে গতকাল তিরুবনন্তপুরমের ম্যাচ। ৪২৬ রান হয়েছে এই ম্যাচে। ভারতের দেওয়া ২৩৬ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ১৯১ রানে থেমে যায়। পেছনে পড়ে গেল গত বছরের মোহালির ৪১৯ রানের রেকর্ড। ভারত ৬ উইকেটে ২০৮ রান করার পর অস্ট্রেলিয়া করেছিল ৬ উইকেটে ২১১ রান।
ভারত-অস্ট্রেলিয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ইনিংসে সর্বোচ্চ পাঁচ দলীয় স্কোর:
দল: ভারত; স্কোর: ২৩৫ /৪; ভেন্যু: তিরুবনন্তপুরম; ২০২৩
দল: অস্ট্রেলিয়া; স্কোর: ২০৮ /৩; ভেন্যু: বিশাখাপত্তনম; ২০২৩
দল: ভারত; স্কোর: ২০৮ /৬; ভেন্যু: মোহালি; ২০২২
দল: অস্ট্রেলিয়া; স্কোর: ২০১ /৭; ভেন্যু: রাজকোট; ২০১৩
দল: অস্ট্রেলিয়া; স্কোর: ১৯৭ /৫; ভেন্যু: সিডনি; ২০১৬
ভারত-অস্ট্রেলিয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচে সর্বোচ্চ মোট রান:
৪২৬; ভেন্যু: তিরুবনন্তপুরম; ২০২৩
৪১৯; ভেন্যু: মোহালি; ২০২২
৪১৭; ভেন্যু: বিশাখাপত্তনম; ২০২৩
৪০৩; ভেন্যু: রাজকোট; ২০১৩
৩৯৭; ভেন্যু: সিডনি; ২০১৬
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম তিন ব্যাটারের পঞ্চাশোর্ধ্ব ইনিংস:
দল: অস্ট্রেলিয়া; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: অ্যাডিলেড; ২০১৯
দল: বারমুডা; প্রতিপক্ষ: বাহামাস; ভেন্যু: অ্যান্টিগা; ২০২১
দল: কানাডা; প্রতিপক্ষ: পানামা; ভেন্যু: অ্যান্টিগা; ২০২১
দল: বেলজিয়াম; প্রতিপক্ষ: মাল্টা; ভেন্যু: গেন্ট; ২০২২
দল: ভারত; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ভেন্যু: তিরুবনন্তপুরম; ২০২৩

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৫ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৯ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১০ ঘণ্টা আগে