Ajker Patrika

সাকিব যেখানে ছাড়িয়ে গেলেন কোহলিকেও

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৪৭
সাকিব যেখানে ছাড়িয়ে গেলেন কোহলিকেও

দলকে বিপিএলের শিরোপা জেতাতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে সাকিব আল হাসান ছিলেন অনবদ্য। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক, বল হাতে দলের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার।

সব মিলিয়ে সাকিবের টুর্নামেন্ট-সেরা হওয়া অনুমিতই ছিল। হয়েছেনও তাই। আর তাতেই সব ধরনের টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি টুর্নামেন্ট-সেরা হওয়ার রেকর্ড গড়ে ফেললেন।

এত দিন বিরাট কোহলির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন সাকিব। কিন্তু গত রাতে বিপিএল ২০২২ টুর্নামেন্টের সেরা হয়ে টপকে গেলেন কোহলিকে। সব ধরনের টি-টোয়েন্টি টুর্নামেন্ট মিলিয়ে সাকিব ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন ৮ বার। তালিকার দুই নম্বরে থাকা বিরাট কোহলি হয়েছেন ৭ বার। পাকিস্তান অধিনায়ক বাবর আজম এই কীর্তি গড়তে পেরেছেন ৫ বার। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আর পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ সব ধরনের টি-টোয়েন্টি টুর্নামেন্ট মিলিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন ৪ বার করে।

গত রাতে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়ে সাকিব গড়েছেন আরও একটি রেকর্ড। টি-টোয়েন্টি ইতিহাসে নির্দিষ্ট একটি টুর্নামেন্টে সাকিবের চেয়ে বেশি টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় হতে পারেননি আর কোনো ক্রিকেটার। বিপিএলে এ নিয়ে চতুর্থবার এই পুরস্কার উঠল সাকিবের হাতে। এর আগে ২০১২, ২০১৩ ও ২০১৯ বিপিএলের টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় হয়েছিলেন সাকিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত