বিশ্বকাপের শুরুতে ভালো করতে পারছিলেন না বলে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিলেন শাহিন শাহ আফ্রিদি। তবে সময়ের সঙ্গে নিজেকে প্রমাণ করেছেন পাকিস্তানি পেসার। অ্যাডাম জাম্পার সঙ্গে যৌথভাবে ১৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা উইকেটশিকারি এখন তিনি।
শুধু বিশ্বকাপেই নন, এখন আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা বোলারও শাহিন। সর্বশেষ কয়েক ম্যাচে দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা বোলার হয়েছেন তিনি। সেটিই আবার ক্যারিয়ারে প্রথমবার। ৬৭৩ রেটিং পয়েন্টে তিনিই এখন র্যাঙ্কিংয়ের শীর্ষে।
শাহিনের উত্থানে র্যাঙ্কিংয়ের দুইয়ে নেমে গেছেন এত দিন শীর্ষে থাকা জশ হ্যাজেলউড। পাকিস্তানের বাঁহাতি পেসারের সঙ্গে হ্যাজলউডের পয়েন্টের ব্যবধান ১০। ৬৬৩ পয়েন্টে দুইয়ে আছেন অস্ট্রেলিয়ান পেসার। শীর্ষ পাঁচের পরের তিনজন হচ্ছেন— মোহাম্মদ সিরাজ, কেশব মহারাজ ও ট্রেন্ট বোল্ট।
বোলিংয়ে যেমন শাহিন তেমনি ব্যাটিংয়েও পাকিস্তানের ব্যাটারই শীর্ষে। বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের সহজাত ছন্দটা দেখাতে না পারলেও ব্যাটারদের শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। ৮১৮ রেটিং পয়েন্টে শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক। তাঁর পরে আছেন ভারতের উদীয়মান ক্রিকেটার শুবমান গিল।
বোলিং–ব্যাটিংয়ে দুই পাকিস্তানি ক্রিকেটারের রাজত্ব চললেও অলরাউন্ডারের র্যাঙ্কিয়ে আছেন শীর্ষে সাকিব আল হাসান। ৩১৬ রেটিংয়ে শীর্ষে আছেন বাংলাদেশি অলরাউন্ডার। কিন্তু বিশ্বকাপে এখন পর্যন্ত র্যাঙ্কিংয়ের ছাপ রাখতে পারেননি সাকিব। ৬ ম্যাচে ১০৪ রানের বিপরীতে উইকেট পেয়েছেন ৭টি। ২৯৭ পয়েন্টে সাকিবের পরে আছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে