
স্কোরবোর্ড বলবে, সিডনিতে আজ খেলেছিল ইংল্যান্ড-শ্রীলঙ্কা। তবে এই ম্যাচে তৃতীয় দল হিসেবে ছিল অস্ট্রেলিয়াও। কেননা শ্রীলঙ্কা জিতলে সেমিফাইনালে যেত স্বাগতিকেরা। তবে হাড্ডাহাড্ডি লড়াই করেও জিততে পারেনি লঙ্কানরা। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভের গ্রুপ-১ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা। ইংল্যান্ডের জয়ে ঘরের বিশ্বকাপেই দর্শক হয়ে গেল অস্ট্রেলিয়া।
১৪২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করে ইংল্যান্ড। প্রথম ছয় ওভারে দুই ওপেনার অ্যালেক্স হেলস-জস বাটলার যোগ করেন ৭০ রান। অষ্টম ওভারের দ্বিতীয় বলে বাটলারকে ফিরিয়ে দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাতে ভেঙে যায় ইংল্যান্ডের ৪৫ বলে ৭৫ রানের উদ্বোধনী জুটি। ইংলিশ অধিনায়ক করেন ২৩ বলে ২৮ রান।
বাটলারের বিদায়ের পর দ্রুত ড্রেসিংরুমে ফেরেন হেলস। দশম ওভারের প্রথম বলে হাসারাঙ্গার কট অ্যান্ড বোল্ডের শিকার হোন তিনি। ৩০ বলে ৪৭ রান করেন ইংলিশ এই ওপেনার। যা ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ রান। হেলসের বিদায়ের পর হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি-এই তিনজন দ্রুত সাজঘরে ফেরেন।
১৪.৩ ওভারে ইংল্যান্ডের স্কোর তখন ৫ উইকেটে ১১১ রান। ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যে এক প্রান্তে অবিচল থাকেন বেন স্টোকস। ৩৬ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন এই অলরাউন্ডার। শেষ ওভারের চতুর্থ বলে লাহিরু কুমারাকে চার মেরে ইংল্যান্ডকে ৪ উইকেটের জয় এনে দেন ক্রিস ওকস। লঙ্কান বোলারদের মধ্যে দুটো করে উইকেট নিয়েছেন ডি সিলভা, হাসারাঙ্গা এবং কুমারা। ম্যাচসেরা হয়েছেন আদিল রশিদ।৪ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে নিয়েছেন ইংল্যান্ডের এই লেগস্পিনার।
এর আগে সিডনিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে শ্রীলঙ্কা করে ১৪১ রান। শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন নিশাংকা। ৪৫ বলে ৬৭ রান করেন তিনি। দুটো চার এবং পাঁচটি ছক্কা হাঁকান লঙ্কান এই ওপেনার। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন মার্ক উড।

স্কোরবোর্ড বলবে, সিডনিতে আজ খেলেছিল ইংল্যান্ড-শ্রীলঙ্কা। তবে এই ম্যাচে তৃতীয় দল হিসেবে ছিল অস্ট্রেলিয়াও। কেননা শ্রীলঙ্কা জিতলে সেমিফাইনালে যেত স্বাগতিকেরা। তবে হাড্ডাহাড্ডি লড়াই করেও জিততে পারেনি লঙ্কানরা। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভের গ্রুপ-১ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা। ইংল্যান্ডের জয়ে ঘরের বিশ্বকাপেই দর্শক হয়ে গেল অস্ট্রেলিয়া।
১৪২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করে ইংল্যান্ড। প্রথম ছয় ওভারে দুই ওপেনার অ্যালেক্স হেলস-জস বাটলার যোগ করেন ৭০ রান। অষ্টম ওভারের দ্বিতীয় বলে বাটলারকে ফিরিয়ে দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাতে ভেঙে যায় ইংল্যান্ডের ৪৫ বলে ৭৫ রানের উদ্বোধনী জুটি। ইংলিশ অধিনায়ক করেন ২৩ বলে ২৮ রান।
বাটলারের বিদায়ের পর দ্রুত ড্রেসিংরুমে ফেরেন হেলস। দশম ওভারের প্রথম বলে হাসারাঙ্গার কট অ্যান্ড বোল্ডের শিকার হোন তিনি। ৩০ বলে ৪৭ রান করেন ইংলিশ এই ওপেনার। যা ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ রান। হেলসের বিদায়ের পর হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি-এই তিনজন দ্রুত সাজঘরে ফেরেন।
১৪.৩ ওভারে ইংল্যান্ডের স্কোর তখন ৫ উইকেটে ১১১ রান। ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যে এক প্রান্তে অবিচল থাকেন বেন স্টোকস। ৩৬ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন এই অলরাউন্ডার। শেষ ওভারের চতুর্থ বলে লাহিরু কুমারাকে চার মেরে ইংল্যান্ডকে ৪ উইকেটের জয় এনে দেন ক্রিস ওকস। লঙ্কান বোলারদের মধ্যে দুটো করে উইকেট নিয়েছেন ডি সিলভা, হাসারাঙ্গা এবং কুমারা। ম্যাচসেরা হয়েছেন আদিল রশিদ।৪ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে নিয়েছেন ইংল্যান্ডের এই লেগস্পিনার।
এর আগে সিডনিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে শ্রীলঙ্কা করে ১৪১ রান। শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন নিশাংকা। ৪৫ বলে ৬৭ রান করেন তিনি। দুটো চার এবং পাঁচটি ছক্কা হাঁকান লঙ্কান এই ওপেনার। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন মার্ক উড।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
১০ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১৪ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১৪ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১৫ ঘণ্টা আগে