Ajker Patrika

রয়ের কাছে ক্ষমা চাইলেন স্টোকস

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ১২
রয়ের কাছে ক্ষমা চাইলেন স্টোকস

ফিফটি করে ওয়ানডে সংস্করণের প্রত্যাবর্তনটা রাঙিয়েছিলেন বেন স্টোকস। গতকাল তো আরও দুর্দান্ত এক ইনিংসই খেললেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ১৮২ রানের ইনিংস খেলার রেকর্ড।

রেকর্ডটি গড়ার পথে স্টোকস পেছনে ফেলেছেন জেসন রয়ের ১৮০ রানের ইনিংসকে। ম্যাচ শেষে তাই সতীর্থের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। সঙ্গে অবসর ভেঙে ওয়ানডেতে ফেরা নিয়েও কথা বলেছেন তিনি। ৩২ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘ওপরে (ড্রেসিংরুমে) জেসের কাছে ক্ষমা চেয়েছি। সে বলেছে, দারুণ খেলেছ। আমি বলেছি, দুঃখিত। মনে হয় না তার অতটা খারাপ লাগবে। সতীর্থ হিসেবে রেকর্ড গড়ায় তার খুশিই হওয়ার কথা।’

আর প্রত্যাবর্তনের বিষয়ে স্টোকস বলেছেন, ‘হাঁটুর বিষয়ে অনেক দিন ধরেই নানান প্রশ্ন শুনছি। তাই ওয়ানডে সংস্করণ ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলাম। তবে জানতাম, এই ম্যাচগুলো এবং বিশ্বকাপে খেলব।’

স্টোকসের রেকর্ডের রাতে বড় জয়ও পেয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে ১৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। স্টোকসের ১৮২ ও ডেভিড মালানের ৯৬ রানের ইনিংসের ওপর ভর করে তৃতীয় ওয়ানডেতে ৩৬৮ রান করে তারা। লক্ষ্য তাড়া করতে নেমে ১৮৭ রানে অলআউট হয় কিউইরা।

ম্যাচ জিততে না পারলেও রেকর্ড গড়েছেন ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। ষষ্ঠবারের মতো ৫ উইকেট নিয়েছেন। কীর্তি গড়তে পেছনে ফেলেছেন কিংবদন্তি পেসার স্যার রিচার্ড হ্যাডলির নেওয়া পাঁচবারের কীর্তি। গতকাল জিততে না পারলেও আগামীকাল ম্যাচ জয়ের সুযোগ থাকছে বোল্টের, সঙ্গে দলকে সিরিজে সমতায় ফেরানোরও। সিরিজের শেষ ও চতুর্থ ওয়ানডে হবে লর্ডসে। গতকালের জয়ে ২–১ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত