ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের কাছে প্রথম দুই টেস্ট হেরে আগেই সিরিজ খুইয়েছে ভারত। বেঙ্গালুরু, পুনে দুই ভেন্যুর কোনোটিতেই পাত্তা পায়নি স্বাগতিকেরা।মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ শুরু হওয়া সিরিজের তৃতীয় টেস্টে ভারতকে ধবলধোলাইয়ের লক্ষ্যে নেমেছে নিউজিল্যান্ড। ম্যাচটা নিউজিল্যান্ড খেলছে এক দুঃসংবাদকে সঙ্গী করে।
ভারতকে ধবলধোলাই করার মিশনে নিউজিল্যান্ড একাদশে দুটি পরিবর্তন এনেছে। মিচেল স্যান্টনার পাঁজরের চোটে পড়ায় ছিটকে গেছেন। সাউদিও বাদ পড়েছেন শেষ টেস্টের একাদশ থেকে। ওয়াংখেড়েতে আজ টসের সময় সেটা জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। স্যান্টনার, সাউদির পরিবর্তে একাদশে এসেছেন ইশ সোধি ও ম্যাট হেনরি। ছিটকে যাওয়া স্যান্টনারই ভারতের মাঠে নিউজিল্যান্ডের প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের নায়ক। পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন স্যান্টনার। প্রথম ও দ্বিতীয় ইনিংসে ৭ ও ৬ উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
সিরিজের তৃতীয় টেস্টে জসপ্রীত বুমরা না-ও খেলতে পারেন-এমন খবর গত রাতে ভারতীয় গণমাধ্যমগুলোতে চাউর হয়ে যায়। কারণ ওয়াংখেড়েতে অনুশীলন সেশনে এক ওভার বোলিংও করেননি তিনি। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। ওয়াংখেড়েতে আজ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টসের সময় জানালেন, বুমরা অসুস্থ থাকায় খেলতে পারছেন না। তাঁর পরিবর্তে খেলবেন মোহাম্মদ সিরাজ। ভারতের তৃতীয় টেস্টের একাদশে একটিই পরিবর্তন।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বুমরা এখন পর্যন্ত নিয়েছেন ৪৫ উইকেট। খেলেছেন ১০ টেস্ট। যার মধ্যে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১১ উইকেট নিয়েছিলেন তিনি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা তাঁর ভালো যাচ্ছিল না। দুই টেস্ট মিলে নিয়েছেন ৩ উইকেট। যেখানে পুনেতে সবশেষ টেস্টে কোনো উইকেটই পাননি।
টস জিতে মুম্বাইয়েও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়খ লাথাম। কিউইরা ৯.২ ওভার ব্যাটিং করে ১ উইকেট হারিয়ে ৩৩ রান করে। একমাত্র উইকেটটি পেয়েছেন আকাশ দীপ। ৪ রান করা ডেভন কনওয়েকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আকাশ দীপ।

নিউজিল্যান্ডের কাছে প্রথম দুই টেস্ট হেরে আগেই সিরিজ খুইয়েছে ভারত। বেঙ্গালুরু, পুনে দুই ভেন্যুর কোনোটিতেই পাত্তা পায়নি স্বাগতিকেরা।মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ শুরু হওয়া সিরিজের তৃতীয় টেস্টে ভারতকে ধবলধোলাইয়ের লক্ষ্যে নেমেছে নিউজিল্যান্ড। ম্যাচটা নিউজিল্যান্ড খেলছে এক দুঃসংবাদকে সঙ্গী করে।
ভারতকে ধবলধোলাই করার মিশনে নিউজিল্যান্ড একাদশে দুটি পরিবর্তন এনেছে। মিচেল স্যান্টনার পাঁজরের চোটে পড়ায় ছিটকে গেছেন। সাউদিও বাদ পড়েছেন শেষ টেস্টের একাদশ থেকে। ওয়াংখেড়েতে আজ টসের সময় সেটা জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। স্যান্টনার, সাউদির পরিবর্তে একাদশে এসেছেন ইশ সোধি ও ম্যাট হেনরি। ছিটকে যাওয়া স্যান্টনারই ভারতের মাঠে নিউজিল্যান্ডের প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের নায়ক। পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন স্যান্টনার। প্রথম ও দ্বিতীয় ইনিংসে ৭ ও ৬ উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
সিরিজের তৃতীয় টেস্টে জসপ্রীত বুমরা না-ও খেলতে পারেন-এমন খবর গত রাতে ভারতীয় গণমাধ্যমগুলোতে চাউর হয়ে যায়। কারণ ওয়াংখেড়েতে অনুশীলন সেশনে এক ওভার বোলিংও করেননি তিনি। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। ওয়াংখেড়েতে আজ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টসের সময় জানালেন, বুমরা অসুস্থ থাকায় খেলতে পারছেন না। তাঁর পরিবর্তে খেলবেন মোহাম্মদ সিরাজ। ভারতের তৃতীয় টেস্টের একাদশে একটিই পরিবর্তন।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বুমরা এখন পর্যন্ত নিয়েছেন ৪৫ উইকেট। খেলেছেন ১০ টেস্ট। যার মধ্যে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১১ উইকেট নিয়েছিলেন তিনি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা তাঁর ভালো যাচ্ছিল না। দুই টেস্ট মিলে নিয়েছেন ৩ উইকেট। যেখানে পুনেতে সবশেষ টেস্টে কোনো উইকেটই পাননি।
টস জিতে মুম্বাইয়েও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়খ লাথাম। কিউইরা ৯.২ ওভার ব্যাটিং করে ১ উইকেট হারিয়ে ৩৩ রান করে। একমাত্র উইকেটটি পেয়েছেন আকাশ দীপ। ৪ রান করা ডেভন কনওয়েকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আকাশ দীপ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৫ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৭ ঘণ্টা আগে