
দীর্ঘদিন পর বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা। মাঠে ফিরে সিলেট স্ট্রাইকারসকে সামনে থেকে নেতৃত্বও দিচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তাঁর নেতৃত্বে এবারের বিপিএলে ‘হ্যাটট্রিক’ জয় পেয়েছে সিলেট।
আজ বিপিএলে মাশরাফি ও তাঁর দলকে সমর্থন দিতে মাঠে এসেছিলেন তাঁর স্ত্রী সুমনা হক সুমি। ম্যাচ শেষে স্বামীকে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। তাঁর মতে, মাশরাফির নেতৃত্বে বিশেষ কিছু আছে এবং স্বামী হিসেবে সুপার হাজবেন্ড।
মাশরাফির অধিনায়কত্বে বিপিএলে টানা তৃতীয় জয় পেয়েছে সিলেট। তাঁর হাতে কোনো জাদু আছে কি না, এমন প্রশ্নের উত্তরে সুমি বলেছেন, ‘সব দর্শকের মতো আমিও বিশ্বাস করি, তার কাছে বিশেষ কিছু একটা আছে। সে ভাঙা দলকে কীভাবে দাঁড় করাতে হয়, সেটা ভালোভাবে জানে। বলব না যে সে সুপারম্যান, তবে ভিন্ন কিছু একটা আছে।’ আর স্বামী হিসেবে সাবেক অধিনায়ক কেমন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন,‘ অবশ্যই সে সুপার হাজবেন্ড।’
মাশরাফিকে অনুপ্রেরণা দেওয়ার বিষয়ে সুমি বলেছেন,‘ স্টেডিয়ামে উপস্থিত থেকে তাকে সমর্থন দেওয়ার কিছু নেই। মানসিক শান্তি দেওয়াটাই গুরুত্বপূর্ণ। আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। এই সমর্থন দেওয়ার জন্য প্রত্যেক খেলোয়াড়ের কেউ না কেউ আছে।’
মাশরাফির সঙ্গে জিন আছে কি না এমন প্রশ্নের উত্তরে সুমি বলেছেন,‘ এ রকম আমার জানা নেই, তবে সুপার পাওয়ার বা সৃষ্টিকর্তা প্রদত্ত কিছু একটা আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আত্মবিশ্বাস থাকলে সবকিছু করা সম্ভব। ওর ক্ষেত্রেও একই জিনিস। নিজের প্রতি সে অনেক আত্মবিশ্বাসী থাকে।’
এবারের বিপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছেন মাশরাফি। সমান ম্যাচ ও উইকেট নিয়ে তাঁর সতীর্থ রেজাউর রহমান রাজা। ২০২৩ বিপিএলে ৫ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষ আছেন তাঁরা। ৪ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় আছেন তাঁদের আরেক সতীর্থ মোহাম্মদ আমির ও এক ম্যাচ খেলা ঢাকা ডমিনেটরসের পেসার আল আমিন হোসেন।

দীর্ঘদিন পর বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা। মাঠে ফিরে সিলেট স্ট্রাইকারসকে সামনে থেকে নেতৃত্বও দিচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তাঁর নেতৃত্বে এবারের বিপিএলে ‘হ্যাটট্রিক’ জয় পেয়েছে সিলেট।
আজ বিপিএলে মাশরাফি ও তাঁর দলকে সমর্থন দিতে মাঠে এসেছিলেন তাঁর স্ত্রী সুমনা হক সুমি। ম্যাচ শেষে স্বামীকে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। তাঁর মতে, মাশরাফির নেতৃত্বে বিশেষ কিছু আছে এবং স্বামী হিসেবে সুপার হাজবেন্ড।
মাশরাফির অধিনায়কত্বে বিপিএলে টানা তৃতীয় জয় পেয়েছে সিলেট। তাঁর হাতে কোনো জাদু আছে কি না, এমন প্রশ্নের উত্তরে সুমি বলেছেন, ‘সব দর্শকের মতো আমিও বিশ্বাস করি, তার কাছে বিশেষ কিছু একটা আছে। সে ভাঙা দলকে কীভাবে দাঁড় করাতে হয়, সেটা ভালোভাবে জানে। বলব না যে সে সুপারম্যান, তবে ভিন্ন কিছু একটা আছে।’ আর স্বামী হিসেবে সাবেক অধিনায়ক কেমন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন,‘ অবশ্যই সে সুপার হাজবেন্ড।’
মাশরাফিকে অনুপ্রেরণা দেওয়ার বিষয়ে সুমি বলেছেন,‘ স্টেডিয়ামে উপস্থিত থেকে তাকে সমর্থন দেওয়ার কিছু নেই। মানসিক শান্তি দেওয়াটাই গুরুত্বপূর্ণ। আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। এই সমর্থন দেওয়ার জন্য প্রত্যেক খেলোয়াড়ের কেউ না কেউ আছে।’
মাশরাফির সঙ্গে জিন আছে কি না এমন প্রশ্নের উত্তরে সুমি বলেছেন,‘ এ রকম আমার জানা নেই, তবে সুপার পাওয়ার বা সৃষ্টিকর্তা প্রদত্ত কিছু একটা আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আত্মবিশ্বাস থাকলে সবকিছু করা সম্ভব। ওর ক্ষেত্রেও একই জিনিস। নিজের প্রতি সে অনেক আত্মবিশ্বাসী থাকে।’
এবারের বিপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছেন মাশরাফি। সমান ম্যাচ ও উইকেট নিয়ে তাঁর সতীর্থ রেজাউর রহমান রাজা। ২০২৩ বিপিএলে ৫ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষ আছেন তাঁরা। ৪ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় আছেন তাঁদের আরেক সতীর্থ মোহাম্মদ আমির ও এক ম্যাচ খেলা ঢাকা ডমিনেটরসের পেসার আল আমিন হোসেন।

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
৩ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
৪ ঘণ্টা আগে