ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজতজয়ন্তী আজ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এ উপলক্ষে উৎসবের এক দিন কাটল। একইসঙ্গে চোখ ছিল কলম্বোতেও। যেখানে বাংলাদেশ ভালো করতে পারলে হতো সোনায় সোহাগা। সেই প্রাপ্তি অবশ্য মেলেনি হতাশার বোলিংয়ের কারণে। কলম্বো টেস্টের ধুসর দিনটা বাংলাদেশ পার করল স্বাগতিকদের চেয়ে ৪৩ রান পিছিয়ে থেকে।
বাংলাদেশি ব্যাটাররা সুবিধা করতে না পারলেও এই উইকেটে আজ শ্রীলঙ্কা ৭৮ ওভার খেলে মাত্র ২ উইকেট হারিয়ে করেছে ২৯০ রান। পাথুম নিশাঙ্কার চতুর্থ সেঞ্চুরিতে রান পাহাড়ের স্বপ্ন দেখছে স্বাগতিকেরা। ১৪৬ রানে অপরাজিত আছেন এই ব্যাট। তাঁর সঙ্গে কাল সকালে ব্যাটিংয়ে নামবেন ৫ রান করা প্রবাত জয়াসুরিয়া।
প্রথম ইনিংসে ৭১ ওভারে ৮ উইকেটে ২২০ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সফরকারীরা। ৫১ বলে ২৭ রান যোগ করে হারায় শেষ ২ উইকেট। ৭৯.৩ ২৪৭ রানে গুটিয়ে যায়। সাদমান ইসলামের ৪৬ রানই বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিক। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ৩৪ ও ৩১ রান। ৯ নম্বরে নেমে তাইজুল করেন ৩৩ রান। শ্রীলঙ্কার সোনাল দিনুসা, আসিথা ফার্নান্দো তিনটি করে উইকেট নিয়েছেন।
ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ওয়ানডে মেজাজে খেলা শুরু করেছে। স্বাগতিকদের বিন্দুমাত্র বেকায়দায় ফেলতে পারেনি বাংলাদেশ। সুযোগ বলতে দলীয় ৪৪ রানের সময় লঙ্কানদের প্রথম উইকেট ফেলার সুযোগ তৈরি করে বাংলাদেশ। অষ্টম ওভারের পঞ্চম বলে তাইজুলকে স্লগ সুইপ করতে যান লাহিরু উদারা। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে উদারা বেঁচে যান আম্পায়ার্স কলের কারণে।
২৪ তম ওভারের তৃতীয় বলে উদারাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ৬৫ বলে ৪ চারে ৪০ রান করেন উদারা। তাতে ভেঙে যায় নিশাঙ্কা ও উদারার ১৪১ বলে ৮৮ রানের উদ্বোধনী জুটি। । আর এই উইকেট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন তাইজুল।
উদারার বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন দিনেশ চান্দিমাল। নিশাংকার সঙ্গে সাবলীলভাবে এগোতে থাকেন চান্দিমাল। দলীয় ১৪৪ রানে লঙ্কানরা হারাতে পারত দ্বিতীয় উইকেট। ৩৭ তম ওভারের তৃতীয় বলে চান্দিমালের বিপক্ষে তাইজুল এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউতে দেখা যায়, তাইজুলের বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যায়। চান্দিমালের রান তখন ৩২।
বেঁচে যাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি চান্দিমালকে। ৭০ বলে পেয়েছেন ৩৪ তম টেস্ট ফিফটি। তবে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাঁকে। নাঈম হাসানের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ দেন উইকেট রক্ষক লিটন দাসের হাতে। ফলে ১৫৩ বলে ১০ চার ও ১ ছক্কায় ৯৩ রানে ফেরেন তিনি। ভাঙে নিশাঙ্কার সঙ্গে ১৯৪ রানের জুটি। নিশাঙ্কা অবশ্য সেঞ্চুরি তুলে নিয়েছেন ঠিকই।

বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজতজয়ন্তী আজ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এ উপলক্ষে উৎসবের এক দিন কাটল। একইসঙ্গে চোখ ছিল কলম্বোতেও। যেখানে বাংলাদেশ ভালো করতে পারলে হতো সোনায় সোহাগা। সেই প্রাপ্তি অবশ্য মেলেনি হতাশার বোলিংয়ের কারণে। কলম্বো টেস্টের ধুসর দিনটা বাংলাদেশ পার করল স্বাগতিকদের চেয়ে ৪৩ রান পিছিয়ে থেকে।
বাংলাদেশি ব্যাটাররা সুবিধা করতে না পারলেও এই উইকেটে আজ শ্রীলঙ্কা ৭৮ ওভার খেলে মাত্র ২ উইকেট হারিয়ে করেছে ২৯০ রান। পাথুম নিশাঙ্কার চতুর্থ সেঞ্চুরিতে রান পাহাড়ের স্বপ্ন দেখছে স্বাগতিকেরা। ১৪৬ রানে অপরাজিত আছেন এই ব্যাট। তাঁর সঙ্গে কাল সকালে ব্যাটিংয়ে নামবেন ৫ রান করা প্রবাত জয়াসুরিয়া।
প্রথম ইনিংসে ৭১ ওভারে ৮ উইকেটে ২২০ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সফরকারীরা। ৫১ বলে ২৭ রান যোগ করে হারায় শেষ ২ উইকেট। ৭৯.৩ ২৪৭ রানে গুটিয়ে যায়। সাদমান ইসলামের ৪৬ রানই বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিক। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ৩৪ ও ৩১ রান। ৯ নম্বরে নেমে তাইজুল করেন ৩৩ রান। শ্রীলঙ্কার সোনাল দিনুসা, আসিথা ফার্নান্দো তিনটি করে উইকেট নিয়েছেন।
ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ওয়ানডে মেজাজে খেলা শুরু করেছে। স্বাগতিকদের বিন্দুমাত্র বেকায়দায় ফেলতে পারেনি বাংলাদেশ। সুযোগ বলতে দলীয় ৪৪ রানের সময় লঙ্কানদের প্রথম উইকেট ফেলার সুযোগ তৈরি করে বাংলাদেশ। অষ্টম ওভারের পঞ্চম বলে তাইজুলকে স্লগ সুইপ করতে যান লাহিরু উদারা। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে উদারা বেঁচে যান আম্পায়ার্স কলের কারণে।
২৪ তম ওভারের তৃতীয় বলে উদারাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ৬৫ বলে ৪ চারে ৪০ রান করেন উদারা। তাতে ভেঙে যায় নিশাঙ্কা ও উদারার ১৪১ বলে ৮৮ রানের উদ্বোধনী জুটি। । আর এই উইকেট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন তাইজুল।
উদারার বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন দিনেশ চান্দিমাল। নিশাংকার সঙ্গে সাবলীলভাবে এগোতে থাকেন চান্দিমাল। দলীয় ১৪৪ রানে লঙ্কানরা হারাতে পারত দ্বিতীয় উইকেট। ৩৭ তম ওভারের তৃতীয় বলে চান্দিমালের বিপক্ষে তাইজুল এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউতে দেখা যায়, তাইজুলের বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যায়। চান্দিমালের রান তখন ৩২।
বেঁচে যাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি চান্দিমালকে। ৭০ বলে পেয়েছেন ৩৪ তম টেস্ট ফিফটি। তবে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাঁকে। নাঈম হাসানের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ দেন উইকেট রক্ষক লিটন দাসের হাতে। ফলে ১৫৩ বলে ১০ চার ও ১ ছক্কায় ৯৩ রানে ফেরেন তিনি। ভাঙে নিশাঙ্কার সঙ্গে ১৯৪ রানের জুটি। নিশাঙ্কা অবশ্য সেঞ্চুরি তুলে নিয়েছেন ঠিকই।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৬ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৮ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১১ ঘণ্টা আগে