ক্রীড়া ডেস্ক

পাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশের সময় ফাইনালের ভেন্যু হিসেবে লাহোরের পাশাপাশি দুবাইয়ের নামও উল্লেখ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যেতে চাচ্ছে না দেখেই এভাবে সূচিটা করা হয়েছিল। অবশেষে গতকাল দুবাইয়ে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ভারত দূর করেছে অনিশ্চয়তা। টুর্নামেন্টের আয়োজক তাই পাকিস্তান হলেও ফাইনাল তাদের দেশে আয়োজন করা হচ্ছে না। ভারত ফাইনালের টিকিট কাটার পর নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে হরভজন হিন্দি ভাষায় একটি পোস্ট করেন। ভারতীয় স্পিনারের সেই লেখার অর্থ, ‘প্রথমে পাকিস্তান টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে। এখন পাকিস্তান তো ফাইনালই আয়োজন করতে পারছে না।’
पहले
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 4, 2025
पाकिस्तान टूर्नामेंट से बाहर।
और अब
फाइनल पाकिस्तान से बाहर
আয়োজক পাকিস্তান হলেও চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। গ্রুপ পর্বের তিন ম্যাচ, সেমিফাইনাল, ফাইনাল—ভারত তাদের পাঁচ ম্যাচের পাঁচটিই খেলছে দুবাইয়ে। টুর্নামেন্টের পাকিস্তান পর্ব তাই শেষ হচ্ছে আজ। লাহোরে এখন টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে লড়ছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ১ উইকেটে ১১১ রান করেছে কিউইরা। রাচীন রবীন্দ্র ৫৫ বলে ৯ চারে ৬০ রান করে অপরাজিত। উইলিয়ামসন ২৭ রানে ব্যাটিং করছেন। আজকের ম্যাচের জয়ী দল ফাইনালে খেলবে ভারতের বিপক্ষে। রোববার দুবাইয়ে হবে ফাইনাল।
এক ভেন্যুতে সব ম্যাচ খেলায় ভারত বাড়তি সুবিধা পাচ্ছে দেখে সমালোচনার ঝড় উঠেছে। নাসের হুসেইন, মাইকেল আথারটনের মতো ধারাভাষ্যকারের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডাসেন ভারতকে নিয়ে করেছেন সমালোচনা। অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও এর সঙ্গে সুর মিলিয়েছিলেন। যদিও পরে সে কথা ফিরেয়ে নেন। গতকাল একই বিষয় এল ভারত-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচের পরও। টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ অবশ্য কৌশলে উত্তর দিয়েছেন। তাঁর মতে ভারত যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে। আর ভারতের কাছে সেমিফাইনালে হারের ২৪ ঘণ্টা না পেরোতেই ওয়ানডে থেকে অবসর নিয়েছেন স্মিথ।

পাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশের সময় ফাইনালের ভেন্যু হিসেবে লাহোরের পাশাপাশি দুবাইয়ের নামও উল্লেখ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যেতে চাচ্ছে না দেখেই এভাবে সূচিটা করা হয়েছিল। অবশেষে গতকাল দুবাইয়ে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ভারত দূর করেছে অনিশ্চয়তা। টুর্নামেন্টের আয়োজক তাই পাকিস্তান হলেও ফাইনাল তাদের দেশে আয়োজন করা হচ্ছে না। ভারত ফাইনালের টিকিট কাটার পর নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে হরভজন হিন্দি ভাষায় একটি পোস্ট করেন। ভারতীয় স্পিনারের সেই লেখার অর্থ, ‘প্রথমে পাকিস্তান টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে। এখন পাকিস্তান তো ফাইনালই আয়োজন করতে পারছে না।’
पहले
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 4, 2025
पाकिस्तान टूर्नामेंट से बाहर।
और अब
फाइनल पाकिस्तान से बाहर
আয়োজক পাকিস্তান হলেও চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। গ্রুপ পর্বের তিন ম্যাচ, সেমিফাইনাল, ফাইনাল—ভারত তাদের পাঁচ ম্যাচের পাঁচটিই খেলছে দুবাইয়ে। টুর্নামেন্টের পাকিস্তান পর্ব তাই শেষ হচ্ছে আজ। লাহোরে এখন টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে লড়ছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ১ উইকেটে ১১১ রান করেছে কিউইরা। রাচীন রবীন্দ্র ৫৫ বলে ৯ চারে ৬০ রান করে অপরাজিত। উইলিয়ামসন ২৭ রানে ব্যাটিং করছেন। আজকের ম্যাচের জয়ী দল ফাইনালে খেলবে ভারতের বিপক্ষে। রোববার দুবাইয়ে হবে ফাইনাল।
এক ভেন্যুতে সব ম্যাচ খেলায় ভারত বাড়তি সুবিধা পাচ্ছে দেখে সমালোচনার ঝড় উঠেছে। নাসের হুসেইন, মাইকেল আথারটনের মতো ধারাভাষ্যকারের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডাসেন ভারতকে নিয়ে করেছেন সমালোচনা। অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও এর সঙ্গে সুর মিলিয়েছিলেন। যদিও পরে সে কথা ফিরেয়ে নেন। গতকাল একই বিষয় এল ভারত-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচের পরও। টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ অবশ্য কৌশলে উত্তর দিয়েছেন। তাঁর মতে ভারত যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে। আর ভারতের কাছে সেমিফাইনালে হারের ২৪ ঘণ্টা না পেরোতেই ওয়ানডে থেকে অবসর নিয়েছেন স্মিথ।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৪ ঘণ্টা আগে