
ফরচুন বরিশালের সত্ত্বাধিকারী মিজানুর রহমান আগেই বেলস পার্কে অনুষ্ঠানের কথা জানিয়ে দিয়েছিলেন। সেই কথা অনুযায়ী গতকাল বেলস পার্কে হয়েছে বিপিএল শিরোপা জয়ের উৎসব। লোকে লোকারণ্য এই অনুষ্ঠান দেখে তাওহিদ হৃদয় যেন ভাষা হারিয়ে ফেলেছেন।
লঞ্চে যাওয়ার কথা থাকলেও তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল শিরোপাসহ বিমানে করে গিয়েছে বরিশালে। সত্ত্বাধিকারী মিজানুর, অধিনায়ক তামিম, ইবাদত হোসেন চৌধুরী, হৃদয়সহ অনেকেই ‘২০২৫ বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল’ লেখা জার্সি পরেছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে হৃদয় ২ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে ইবাদতকে বলতে শোনা গেছে, ‘আমরা বরিশাল এসেছি। আবার হবে।’ বিমানের মধ্যেই যেন উৎসব শুরু হয়ে যায় তাঁদের। হৃদয় ক্যাপশন দিয়েছেন, ‘ভালোবাসার অত্যাচার কি সেটা সম্ভবত আজ টের পেলাম। বরিশালবাসীর সঙ্গে অনেকটা সময় কাটাতে না পারার কষ্ট পুষে রাখব নাকি এত বেশি ভালোবাসা, আগ্রহ আর পাগলামি মনে রাখব বুঝতে পারছি না।’
তামিমরা সেখানে উপস্থিত হওয়ার আগেই ভক্ত-সমর্থকে টইটম্বুর হয়ে ওঠে বেলস পার্ক। অপেক্ষার প্রহর কাটিয়ে গতকাল বিকেল ৪টার দিকে ট্রফি হাতে ফরচুন বরিশাল পৌঁছেছে মাঠে। তাদের হয়তো আশা ছিল, সেখানে তামিমরা বেশ কিছু সময় থাকবেন, দর্শকদের উদ্দেশে কিছু বলবেন। কিন্তু সবাইকে হতাশ করে তিন-চার মিনিট পরই বেলস পার্ক থেকে চলে যান তাঁরা। তাতে দর্শকদের হতাশা রূপ নেয় ক্ষোভে। হৃদয় বলেন, ‘প্রিয় বরিশালবাসী, আপনাদের ক্রিকেটের প্রতি আগ্রহ, পাগলামি আর ভালোবাসাতে মুগ্ধ আমি। হয়তো উচ্ছ্বাস কম দেখালে আরও কিছুটা সময় বেশি থাকতে পারতাম আপনাদের সঙ্গে। তবে এই অতিরিক্ত ভালোবাসা মনে থাকবে আমৃত্যু।’
বেলস পার্কের এমন জনসমুদ্র দেখে হতবাক ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। ফ্র্যাঞ্চাইজিটির অফিশিয়াল ফেসবুক পেজে তিনি বলেন, ‘আমাদের অনেক পরিকল্পনা ছিল। আমাদের দেখা হবে। প্রত্যেক খেলোয়াড় কথা বলবে। সবার সঙ্গে সময় কাটাবে। দুর্ভাগ্য, মঞ্চে খুব কম সময় থাকতে পেরেছি। আমার জীবনে একসঙ্গে এত মানুষ দেখিনি। আমাদের দেখার জন্য আপনারা দেড়-দুই লাখ মানুষ ছিলেন ওখানে। একটা সময় এমন অবস্থা হয়ে গিয়েছিল, আমাদের নিরাপত্তা দল এ পরিস্থিতি আর নিরাপদ মনে করেনি।’
আরও পড়ুন:

ফরচুন বরিশালের সত্ত্বাধিকারী মিজানুর রহমান আগেই বেলস পার্কে অনুষ্ঠানের কথা জানিয়ে দিয়েছিলেন। সেই কথা অনুযায়ী গতকাল বেলস পার্কে হয়েছে বিপিএল শিরোপা জয়ের উৎসব। লোকে লোকারণ্য এই অনুষ্ঠান দেখে তাওহিদ হৃদয় যেন ভাষা হারিয়ে ফেলেছেন।
লঞ্চে যাওয়ার কথা থাকলেও তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল শিরোপাসহ বিমানে করে গিয়েছে বরিশালে। সত্ত্বাধিকারী মিজানুর, অধিনায়ক তামিম, ইবাদত হোসেন চৌধুরী, হৃদয়সহ অনেকেই ‘২০২৫ বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল’ লেখা জার্সি পরেছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে হৃদয় ২ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে ইবাদতকে বলতে শোনা গেছে, ‘আমরা বরিশাল এসেছি। আবার হবে।’ বিমানের মধ্যেই যেন উৎসব শুরু হয়ে যায় তাঁদের। হৃদয় ক্যাপশন দিয়েছেন, ‘ভালোবাসার অত্যাচার কি সেটা সম্ভবত আজ টের পেলাম। বরিশালবাসীর সঙ্গে অনেকটা সময় কাটাতে না পারার কষ্ট পুষে রাখব নাকি এত বেশি ভালোবাসা, আগ্রহ আর পাগলামি মনে রাখব বুঝতে পারছি না।’
তামিমরা সেখানে উপস্থিত হওয়ার আগেই ভক্ত-সমর্থকে টইটম্বুর হয়ে ওঠে বেলস পার্ক। অপেক্ষার প্রহর কাটিয়ে গতকাল বিকেল ৪টার দিকে ট্রফি হাতে ফরচুন বরিশাল পৌঁছেছে মাঠে। তাদের হয়তো আশা ছিল, সেখানে তামিমরা বেশ কিছু সময় থাকবেন, দর্শকদের উদ্দেশে কিছু বলবেন। কিন্তু সবাইকে হতাশ করে তিন-চার মিনিট পরই বেলস পার্ক থেকে চলে যান তাঁরা। তাতে দর্শকদের হতাশা রূপ নেয় ক্ষোভে। হৃদয় বলেন, ‘প্রিয় বরিশালবাসী, আপনাদের ক্রিকেটের প্রতি আগ্রহ, পাগলামি আর ভালোবাসাতে মুগ্ধ আমি। হয়তো উচ্ছ্বাস কম দেখালে আরও কিছুটা সময় বেশি থাকতে পারতাম আপনাদের সঙ্গে। তবে এই অতিরিক্ত ভালোবাসা মনে থাকবে আমৃত্যু।’
বেলস পার্কের এমন জনসমুদ্র দেখে হতবাক ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। ফ্র্যাঞ্চাইজিটির অফিশিয়াল ফেসবুক পেজে তিনি বলেন, ‘আমাদের অনেক পরিকল্পনা ছিল। আমাদের দেখা হবে। প্রত্যেক খেলোয়াড় কথা বলবে। সবার সঙ্গে সময় কাটাবে। দুর্ভাগ্য, মঞ্চে খুব কম সময় থাকতে পেরেছি। আমার জীবনে একসঙ্গে এত মানুষ দেখিনি। আমাদের দেখার জন্য আপনারা দেড়-দুই লাখ মানুষ ছিলেন ওখানে। একটা সময় এমন অবস্থা হয়ে গিয়েছিল, আমাদের নিরাপত্তা দল এ পরিস্থিতি আর নিরাপদ মনে করেনি।’
আরও পড়ুন:

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৪ ঘণ্টা আগে