
২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। পয়েন্ট টেবিলে কখনো পাকিস্তান শীর্ষে উঠছে। কখনোবা পাকিস্তানকে নামিয়ে শীর্ষে উঠে যাচ্ছে ভারত। শুধু তাই নয়, গ্রুপের আরেক দল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত-পাকিস্তান দল দুটি পড়েছে ‘এ’ গ্রুপে। ৮ ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম দিনই শুরু হয় ‘এ’ গ্রুপের ম্যাচ দিয়ে।আফগানিস্তানের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য ৭৫ বল হাতে রেখে ৭ উইকেটে জেতে ভারত অনূর্ধ্ব-১৯ দল। একই দিন নেপালকেও ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দল ১৫৩ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তানকে।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া ভারত ও পাকিস্তান এরপর মুখোমুখি হয় ১০ ডিসেম্বর। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ভারতের দেওয়া ২৬০ রানের লক্ষ্য পাকিস্তান জিতে যায় হেসেখেলে। ৩ ওভার হাতে রেখে ৮ উইকেটে জিতে যায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানের যুবারা তখন ভারতকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায়। একই দিনে নেপালকে ৭৩ রানে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে চলে আসে আফগানিস্তান। +১.৫৬৩ নেট রানরেট নিয়ে পাকিস্তান উঠে যায় পয়েন্ট তালিকার শীর্ষে। তিন নম্বরে থাকা আফগানদের নেট রানরেট হয়েছে + ০.২০৩।
এরই মধ্যে আজ ‘এ’ গ্রুপের শেষ দিনের ম্যাচ চলছে। আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির দ্বিতীয় মাঠে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে বিধ্বস্ত করে শীর্ষে উঠে এসেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। নেপালের দেওয়া ৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ২৫৭ বল হাতে রেখেই ১০ উইকেটের জয় পায়। নেপালের যুবারা আনুষ্ঠানিকভাবে বাদ পড়েছে টুর্নামেন্ট থেকে। নেপালের নেট রানরেট এখন ৩.২০৭ ও +১.৮৫৬ নেট রানরেট নিয়ে শীর্ষে ভারত। দিনের অপর ম্যাচে দুবাইয়ে আইসিসির অ্যাকাডেমিতে খেলছে পাকিস্তান ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাটিং করা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৪৮ ওভারে ৩০৩ রানে অলআউট হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ৪ উইকেটে ৮৬ রান করেছে আফগানরা। পাকিস্তান জিতলে তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠে যাচ্ছে। আফগান অনূর্ধ্ব-১৯ দল জিতলে তখন চলে আসবে সমীকরণের হিসাব।

২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। পয়েন্ট টেবিলে কখনো পাকিস্তান শীর্ষে উঠছে। কখনোবা পাকিস্তানকে নামিয়ে শীর্ষে উঠে যাচ্ছে ভারত। শুধু তাই নয়, গ্রুপের আরেক দল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত-পাকিস্তান দল দুটি পড়েছে ‘এ’ গ্রুপে। ৮ ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম দিনই শুরু হয় ‘এ’ গ্রুপের ম্যাচ দিয়ে।আফগানিস্তানের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য ৭৫ বল হাতে রেখে ৭ উইকেটে জেতে ভারত অনূর্ধ্ব-১৯ দল। একই দিন নেপালকেও ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দল ১৫৩ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তানকে।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া ভারত ও পাকিস্তান এরপর মুখোমুখি হয় ১০ ডিসেম্বর। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ভারতের দেওয়া ২৬০ রানের লক্ষ্য পাকিস্তান জিতে যায় হেসেখেলে। ৩ ওভার হাতে রেখে ৮ উইকেটে জিতে যায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানের যুবারা তখন ভারতকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায়। একই দিনে নেপালকে ৭৩ রানে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে চলে আসে আফগানিস্তান। +১.৫৬৩ নেট রানরেট নিয়ে পাকিস্তান উঠে যায় পয়েন্ট তালিকার শীর্ষে। তিন নম্বরে থাকা আফগানদের নেট রানরেট হয়েছে + ০.২০৩।
এরই মধ্যে আজ ‘এ’ গ্রুপের শেষ দিনের ম্যাচ চলছে। আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির দ্বিতীয় মাঠে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে বিধ্বস্ত করে শীর্ষে উঠে এসেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। নেপালের দেওয়া ৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ২৫৭ বল হাতে রেখেই ১০ উইকেটের জয় পায়। নেপালের যুবারা আনুষ্ঠানিকভাবে বাদ পড়েছে টুর্নামেন্ট থেকে। নেপালের নেট রানরেট এখন ৩.২০৭ ও +১.৮৫৬ নেট রানরেট নিয়ে শীর্ষে ভারত। দিনের অপর ম্যাচে দুবাইয়ে আইসিসির অ্যাকাডেমিতে খেলছে পাকিস্তান ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাটিং করা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৪৮ ওভারে ৩০৩ রানে অলআউট হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ৪ উইকেটে ৮৬ রান করেছে আফগানরা। পাকিস্তান জিতলে তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠে যাচ্ছে। আফগান অনূর্ধ্ব-১৯ দল জিতলে তখন চলে আসবে সমীকরণের হিসাব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
২ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৪ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৮ ঘণ্টা আগে