
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো তিন মাসের বেশি সময় বাকি। তার আগেই যেন বেজে গেছে বিশ্বকাপের দামামা। সাবেক ক্রিকেটাররা বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী শুরু করে দিয়েছেন। বীরেন্দর শেবাগের ফেবারিটের তালিকায় নেই বাংলাদেশ।
বিশ্বকাপের ১০০ দিন আগে গতকাল সূচি ঘোষণা করেছে আইসিসি। গত বিশ্বকাপের মতোই এবারও হবে ১০ দলের বিশ্বকাপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলা এই টুর্নামেন্টের সেরা চার দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনালের দুই দল ফাইনাল খেলবে ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এবারের বিশ্বকাপের সেমিফাইনাল কারা খেলবে, বিশ্বকাপের সূচি ঘোষণার দিন শেবাগকে জিজ্ঞেস করা হয়েছিল। ভারতের সাবেক এই ব্যাটার ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালিস্টের তালিকা (ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড) থেকে নিউজিল্যান্ডকে বাদ দিয়েছেন, কিউইদের জায়গায় বসিয়েছেন পাকিস্তানের নাম।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে নেওয়ার কারণ হিসেবে উপমহাদেশে তাদের পারফরম্যান্সের কথা উল্লেখ করেছেন শেবাগ। এ বছরের মার্চে ভারতের মাঠে ভারতকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দল। এবারের আইপিএলেও ইংল্যান্ডের জেসন রয়, মার্ক উডের মতো ক্রিকেটাররা দুর্দান্ত খেলেছেন। পাকিস্তান তো নিজেদের মাঠে গত কয়েক বছর সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করছে। আর ভারত তো ২০১১ বিশ্বকাপ জিতেছে স্বাগতিক হিসেবেই। শেবাগ বলেন, ‘যদি আমাকে চার দল বাছাই করতে বলা হয়, তাহলে আমি বলব অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান। এরা হচ্ছে সেমিফাইনালিস্ট। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অবশ্যই সেখানে থাকবে। কারণ তাদের ক্রিকেট খেলার ধরনটাই অন্যরকম। তারা প্রচলিত শট খেলে না। অপ্রচলিত শট খেলায় এ দুটো দল দক্ষ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া—এ দুই অ্যাওয়ে দল উপমহাদেশে ভালো ক্রিকেট খেলতে পারে।’
৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৩ বিশ্বকাপ। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে ৯টি করে ম্যাচ। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশের। আর ১২ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের ৪৫ ম্যাচ শেষে মুম্বাই ও কলকাতায় হবে সেমিফাইনালের দুই ম্যাচ।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো তিন মাসের বেশি সময় বাকি। তার আগেই যেন বেজে গেছে বিশ্বকাপের দামামা। সাবেক ক্রিকেটাররা বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী শুরু করে দিয়েছেন। বীরেন্দর শেবাগের ফেবারিটের তালিকায় নেই বাংলাদেশ।
বিশ্বকাপের ১০০ দিন আগে গতকাল সূচি ঘোষণা করেছে আইসিসি। গত বিশ্বকাপের মতোই এবারও হবে ১০ দলের বিশ্বকাপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলা এই টুর্নামেন্টের সেরা চার দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনালের দুই দল ফাইনাল খেলবে ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এবারের বিশ্বকাপের সেমিফাইনাল কারা খেলবে, বিশ্বকাপের সূচি ঘোষণার দিন শেবাগকে জিজ্ঞেস করা হয়েছিল। ভারতের সাবেক এই ব্যাটার ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালিস্টের তালিকা (ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড) থেকে নিউজিল্যান্ডকে বাদ দিয়েছেন, কিউইদের জায়গায় বসিয়েছেন পাকিস্তানের নাম।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে নেওয়ার কারণ হিসেবে উপমহাদেশে তাদের পারফরম্যান্সের কথা উল্লেখ করেছেন শেবাগ। এ বছরের মার্চে ভারতের মাঠে ভারতকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দল। এবারের আইপিএলেও ইংল্যান্ডের জেসন রয়, মার্ক উডের মতো ক্রিকেটাররা দুর্দান্ত খেলেছেন। পাকিস্তান তো নিজেদের মাঠে গত কয়েক বছর সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করছে। আর ভারত তো ২০১১ বিশ্বকাপ জিতেছে স্বাগতিক হিসেবেই। শেবাগ বলেন, ‘যদি আমাকে চার দল বাছাই করতে বলা হয়, তাহলে আমি বলব অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান। এরা হচ্ছে সেমিফাইনালিস্ট। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অবশ্যই সেখানে থাকবে। কারণ তাদের ক্রিকেট খেলার ধরনটাই অন্যরকম। তারা প্রচলিত শট খেলে না। অপ্রচলিত শট খেলায় এ দুটো দল দক্ষ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া—এ দুই অ্যাওয়ে দল উপমহাদেশে ভালো ক্রিকেট খেলতে পারে।’
৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৩ বিশ্বকাপ। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে ৯টি করে ম্যাচ। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশের। আর ১২ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের ৪৫ ম্যাচ শেষে মুম্বাই ও কলকাতায় হবে সেমিফাইনালের দুই ম্যাচ।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
৪৩ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে