
তামিম ইকবালের ফিটনেস ইস্যু নিয়ে বিশ্বকাপে যাওয়ার আগেই টালমাটাল অবস্থা চলছিল বাংলাদেশ দলে। শেষ পর্যন্ত তাঁকে (তামিম) ছাড়াই বাংলাদেশ গেছে বিশ্বকাপে খেলতে। এরপর তামিম-সাকিব আল হাসান ‘দ্বন্দ্বের’ ইস্যুতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। সব মিলিয়ে খুব একটা স্বস্তি নিয়ে বিশ্বকাপে যায়নি বাংলাদেশ। এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে গতকাল বাংলাদেশ পেয়েছে স্বস্তির এক জয়।
গুয়াহাটির বর্ষপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি পর্ব শুরু করে বাংলাদেশ। তামিম তো নেই, একই সঙ্গে খেলেননি নিয়মিত ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। জানা গেছে, বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচের আগে পরশু রাতে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। সাকিবের পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে ৭ উইকেটের বিশাল এক জয়।
৭ উইকেটের বিশাল জয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস দেখা গেছে ভক্ত-সমর্থকদের। একই সঙ্গে সাকিবের চোট পাওয়া নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে দুঃখ প্রকাশ করেছেন। কেননা, সাকিবের পরবর্তী প্রস্তুতি ম্যাচ তো বটেই, এমনকি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা নিয়েও রয়েছে সংশয়। তেমনি সামাজিক মাধ্যমে অনেকে আবার তামিম ইস্যু টেনে এনে সাকিবকে নিয়ে তির্যক মন্তব্য করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক আবদুর রাজ্জাক যেন এ ব্যাপারটিই উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, বিরাট কোহলিদের মতো তারকা ক্রিকেটারদের নাম উল্লেখ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁরা অসংখ্য রেকর্ড গড়ার পাশাপাশি দলকে জিতিয়েছেন। বিসিবি নির্বাচক ফেসবুকে পোস্ট করেছেন, ‘ভাগ্যিস টেন্ডুলকার, লারা, পন্টিং, কোহলি, ধোনিদের মানের খেলোয়াড় আমাদের দেশে জন্ম হয় নাই। তাহলে কী হতো, তা চিন্তায়ও আনতে পারছি না।’
গুয়াহাটিতে পরশু ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ১০ অক্টোবর একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড।|

তামিম ইকবালের ফিটনেস ইস্যু নিয়ে বিশ্বকাপে যাওয়ার আগেই টালমাটাল অবস্থা চলছিল বাংলাদেশ দলে। শেষ পর্যন্ত তাঁকে (তামিম) ছাড়াই বাংলাদেশ গেছে বিশ্বকাপে খেলতে। এরপর তামিম-সাকিব আল হাসান ‘দ্বন্দ্বের’ ইস্যুতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। সব মিলিয়ে খুব একটা স্বস্তি নিয়ে বিশ্বকাপে যায়নি বাংলাদেশ। এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে গতকাল বাংলাদেশ পেয়েছে স্বস্তির এক জয়।
গুয়াহাটির বর্ষপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি পর্ব শুরু করে বাংলাদেশ। তামিম তো নেই, একই সঙ্গে খেলেননি নিয়মিত ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। জানা গেছে, বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচের আগে পরশু রাতে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। সাকিবের পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে ৭ উইকেটের বিশাল এক জয়।
৭ উইকেটের বিশাল জয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস দেখা গেছে ভক্ত-সমর্থকদের। একই সঙ্গে সাকিবের চোট পাওয়া নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে দুঃখ প্রকাশ করেছেন। কেননা, সাকিবের পরবর্তী প্রস্তুতি ম্যাচ তো বটেই, এমনকি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা নিয়েও রয়েছে সংশয়। তেমনি সামাজিক মাধ্যমে অনেকে আবার তামিম ইস্যু টেনে এনে সাকিবকে নিয়ে তির্যক মন্তব্য করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক আবদুর রাজ্জাক যেন এ ব্যাপারটিই উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, বিরাট কোহলিদের মতো তারকা ক্রিকেটারদের নাম উল্লেখ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁরা অসংখ্য রেকর্ড গড়ার পাশাপাশি দলকে জিতিয়েছেন। বিসিবি নির্বাচক ফেসবুকে পোস্ট করেছেন, ‘ভাগ্যিস টেন্ডুলকার, লারা, পন্টিং, কোহলি, ধোনিদের মানের খেলোয়াড় আমাদের দেশে জন্ম হয় নাই। তাহলে কী হতো, তা চিন্তায়ও আনতে পারছি না।’
গুয়াহাটিতে পরশু ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ১০ অক্টোবর একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড।|

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
৩ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
৪ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
৪ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
৫ ঘণ্টা আগে