Ajker Patrika

নাঈমের জোড়া শিকারে সেশন পার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
নাঈমের জোড়া শিকারে সেশন পার

দ্বিতীয় দিনের প্রথম সেশনে অন্তত দুই উইকেট চেয়েছিল বাংলাদেশ। নাঈম হাসানের জোড়া শিকারে সেটাই পেয়েছেন মুমিনুল হকরা। প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তিটা মন্দ হয়নি। রানের দিক থেকে অবশ্য অনেকটাই এগিয়ে আছে শ্রীলঙ্কা। 

আজ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩২৭। ১৪৪ রানে উইকেটে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুস এবং অন্য প্রান্তে থাকা রমেশ মেন্ডিস ১ রানে অপরাজিত আছেন। 

৪ উইকেটে ২৫৮ রানে দিন শেষ করা লঙ্কানদের দ্বিতীয় দিনের শুরুটা দারুণ করে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ম্যাথুস ও দিনেশ চান্ডিমালের কল্যাণে প্রথম দেড় ঘণ্টা ভালোভাবে কাটিয়ে দেয় সফরকারীরা। উইকেটের জন্য মরিয়া হয়ে ওঠা বাংলাদেশকে শেষ ১৫ মিনিটে স্বস্তি বয়ে দেন নাঈম। 

আগের দিনের প্রথম সেশনেও বাংলাদেশের প্রাপ্তি ছিল নাঈমের দুই উইকেট। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রথমে ৬৬ রান করা চান্ডিমালকে ফেরান তিনি। একই ওভারে নতুন ব্যাটার নিরোশান ডিকভেলাকে (৩) ফেরান তিনি। 

১১৪ রানে অপরাজিত থেকে দিন শুরু করা ম্যাথুস প্রথম সেশনে যোগ আরও ৩৩ রান। প্রথম সেশনের শুরুতে এই ব্যাটারকে ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। খালেদ আহমেদের বল ম্যাথুসের ব্যাটে লেগে লিটন দাসের গ্লাভসবন্দি হলেও বুঝতে পারেনি বাংলাদেশের ফিল্ডাররা। আবেদন না করায় রক্ষা পান ম্যাথুস। আগের দিনেও ৬৯ রানে তাইজুলের বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন ম্যাথুস তালুবন্দী করতে পারেননি মাহমুদুল হাসান জয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

রাস্তায় সাইকেল থামিয়ে মুদিদোকানিকে কুপিয়ে হত্যার পর ‘হামলাকারী’ নিহত গণপিটুনিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত