
দুর্দান্ত বোলিংয়ে ২০২৩ বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়েছেন মোহাম্মদ শামি। রেকর্ড গড়া শামিকে প্রশংসায় ভাসিয়েছিলেন ক্রিকেট বিশ্লেষক থেকে নেটিজেনরা সবাই। শামি এবার মুগ্ধতা ছড়িয়েছেন মাঠের বাইরের এক কাজেও। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন এক ব্যক্তিকে।
উত্তরাখন্ডের নৈনিতালে এক ব্যক্তি ভয়ংকর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। দুর্ঘটনার শিকার ব্যক্তির গাড়ি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে যায়। শামির সামনেই ঘটেছে এই ঘটনা। সেই ব্যক্তিকে ভারতীয় পেসারসহ কয়েকজন বের করে এনেছেন। এরপর শামি দুর্ঘটনাকবলিত ব্যক্তির হাতে ব্যান্ডেজ পরিয়ে দিয়েছেন। দুর্ঘটনা থেকে ব্যক্তিকে বাঁচানোর ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন তিনি। সেই ব্যক্তিকে বাঁচিয়ে শামির মধ্যে দেখা গেছে স্বস্তি। ইনস্টাগ্রামে ভারতীয় পেসার লিখেছেন, ‘তিনি খুবই ভাগ্যবান। সৃষ্টিকর্তা তাঁকে দ্বিতীয় জীবন দিয়েছেন। তাঁর গাড়ি নৈনিতালের পাহাড়ি রাস্তা থেকে পড়ে যায়। আমার সামনেই তা ঘটেছে। তাঁকে আমরা নিরাপদেই গাড়ি থেকে বের করতে পেরেছি। কাউকে বাঁচাতে পেরে আমি খুব খুশি।’
এমন ঘটনা শামি ইনস্টাগ্রামে শেয়ার করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে চলতে থাকে প্রশংসার বন্যা। শামির পোস্টে কেউ একজন মন্তব্য করেছেন, ‘শামিকে কারও উইকেট বাঁচাতে দেখলাম।’ কেউ কেউ এটাকে শামির এবারের বিশ্বকাপে দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে তুলনা করেছেন। তাঁদের একজন লিখেছেন, ‘ভারতীয় দলকে মাঠে বাঁচিয়েছেন। এবার বাঁচালেন ভারতীয় নাগরিককে।’ কেউ একজন লিখেছেন, ‘আপনার প্রতি সম্মান।’
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রোববার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত-অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া হয় ভারতের। এরপর ২৩ নভেম্বর থেকে শুরু হয় দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শামিসহ ভারতের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার বিশ্রামে আছেন।

দুর্দান্ত বোলিংয়ে ২০২৩ বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়েছেন মোহাম্মদ শামি। রেকর্ড গড়া শামিকে প্রশংসায় ভাসিয়েছিলেন ক্রিকেট বিশ্লেষক থেকে নেটিজেনরা সবাই। শামি এবার মুগ্ধতা ছড়িয়েছেন মাঠের বাইরের এক কাজেও। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন এক ব্যক্তিকে।
উত্তরাখন্ডের নৈনিতালে এক ব্যক্তি ভয়ংকর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। দুর্ঘটনার শিকার ব্যক্তির গাড়ি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে যায়। শামির সামনেই ঘটেছে এই ঘটনা। সেই ব্যক্তিকে ভারতীয় পেসারসহ কয়েকজন বের করে এনেছেন। এরপর শামি দুর্ঘটনাকবলিত ব্যক্তির হাতে ব্যান্ডেজ পরিয়ে দিয়েছেন। দুর্ঘটনা থেকে ব্যক্তিকে বাঁচানোর ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন তিনি। সেই ব্যক্তিকে বাঁচিয়ে শামির মধ্যে দেখা গেছে স্বস্তি। ইনস্টাগ্রামে ভারতীয় পেসার লিখেছেন, ‘তিনি খুবই ভাগ্যবান। সৃষ্টিকর্তা তাঁকে দ্বিতীয় জীবন দিয়েছেন। তাঁর গাড়ি নৈনিতালের পাহাড়ি রাস্তা থেকে পড়ে যায়। আমার সামনেই তা ঘটেছে। তাঁকে আমরা নিরাপদেই গাড়ি থেকে বের করতে পেরেছি। কাউকে বাঁচাতে পেরে আমি খুব খুশি।’
এমন ঘটনা শামি ইনস্টাগ্রামে শেয়ার করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে চলতে থাকে প্রশংসার বন্যা। শামির পোস্টে কেউ একজন মন্তব্য করেছেন, ‘শামিকে কারও উইকেট বাঁচাতে দেখলাম।’ কেউ কেউ এটাকে শামির এবারের বিশ্বকাপে দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে তুলনা করেছেন। তাঁদের একজন লিখেছেন, ‘ভারতীয় দলকে মাঠে বাঁচিয়েছেন। এবার বাঁচালেন ভারতীয় নাগরিককে।’ কেউ একজন লিখেছেন, ‘আপনার প্রতি সম্মান।’
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রোববার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত-অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া হয় ভারতের। এরপর ২৩ নভেম্বর থেকে শুরু হয় দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শামিসহ ভারতের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার বিশ্রামে আছেন।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৯ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১১ ঘণ্টা আগে