Ajker Patrika

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে কোন ২০ দল

ক্রীড়া ডেস্ক    
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। ছবি: সংগৃহীত
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। ছবি: সংগৃহীত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।

স্বাগতিক হিসেবে সবার আগে নিশ্চিত হয়েছিল ভারত ও শ্রীলঙ্কার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ ৭ দল (ভারত ও শ্রীলঙ্কা বাদে) হিসেবে জায়গা পেয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। নির্দিষ্ট সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় জায়গা করেছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

বাকি আটটি জায়গা ঠিক করতে বিভিন্ন অঞ্চলে বাছাই টুর্নামেন্ট হয়েছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নেপাল ও ওমানের পর আজ জায়গা করে নিয়েছে আমিরাত। আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস এবং আফ্রিকা থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে বাছাইপর্ব টপকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল

স্বাগতিক: ভারত ও শ্রীলঙ্কা।

২০২৪ বিশ্বকাপ থেকে: বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ।

র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে: নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

বাছাইপর্ব পেরিয়ে: নেপাল, ওমান, আরব আমিরাত, নামিবিয়া, জিম্বাবুয়ে, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হবে শুক্রবার দুপুরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ